Rakhi Purnima: Rakhi Purnima 2025 বা Raksha Bandhan পালিত হবে, শনিবার নয় আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। এই তিথি অত্যন্ত শুভ এবং পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয়। ভাই বোন সম্পর্কের এই পবিত্র দিনে, শুধু রাখি বাঁধাই নয় বরং কিছু নির্দিষ্ট মেনে চলা অত্যন্ত জরুরি। নচেৎ জীবনে অনাহূত সমস্যা অর্থসহ সংকট এবং দুর্ভাগ্য ডেকে আনতে পারে।বিশেষত জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণী পূর্ণিমায় কিছু নির্দিষ্ট খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।Astrologer Chakrapani Bhat জানিয়েছেন, যেসব খাবার শরীর ও মনের ভারসাম্য নষ্ট করে বা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, Rakhi Purnima তে সেগুলি এড়িয়ে চলতে।
Rakhi Purnima 2025 Muhurat:
Tithi stars: ৯ই আগস্ট শুক্রবার দুপুর ২:১৪ মিনিট
Tithi ends: ১০ই আগস্ট শনিবার দুপুর ১:২৪ মিনিট
Shubh time for rakhi Bandhan: ভোর ৫:৪৭ থেকে দুপুর ১:২৪মিনিট পর্যন্ত
Rahukaal(avoid this time): সকাল ৯:০৭ থেকে ১০:৪৭মিনিট
নিষিদ্ধ খাবার
১.বেগুন- রাখি পূর্ণিমার দিনে বেগুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বর্ষাকালে বেগুনি পোকামাকড় জন্মানোর সম্ভাবনা থাকে। এই খাবার পবিত্র তিথিতে গ্রহণ করলে স্বাস্থ্য হানি হতে পারে ।তাই রাখি পূর্ণিমায় কোন বেগুন জাতীয় পদ রান্না বা খাওয়া একেবারেই বারণ।
২. তেতো খাবার-এই শুভদিনে করলা উঠছে নিম পাতা কুলেখাড়া পাতা সহজ যে কোন তেতো বা কষাতে খাবার বর্জন করে চলা উচিত। তেতো খাবার শরীরকে ক্লান্ত করে ও মন কে বিষন্ন করে তোলে। এর ফলে ভাগ্য ও সমৃদ্ধি বাধা পেতে পারে।
৩. শাক পাতা-বর্ষাকালে সাধারণত শাকের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া এবং কিট থাকে। এই শ্রাবণী পূর্ণিমার দিনে কোন ধরনের শাক যেমন পুঁই, নোটে, কলমি বা অন্যান্য শাক জাতীয় সবজি খাওয়া উচিত নয় ।এতে শরীর অসুস্থ হতে পারে এবং পূর্ণিমার শুভ শক্তি নষ্ট হয়।
আরো যেসব খাবার এড়িয়ে চলা উচিত
১. আমিষ খাবার: পূর্ণিমা তিথিতে আমিষ খাবার খেলে দুর্ভাগ্য নেমে আসতে পারে বলে বিশ্বাস করা হয়।
২. সেঁকা বা পচা খাবার: যেসব খাবার অতিরিক্ত পোড়া বা পুরনো তা এড়িয়ে চলুন।
৩. নেশা জাতীয় খাবার: মদ সিগারেট বা যেকোনো রকমের নেশা জাতীয় বস্তু এই দিনে এ গ্রহণ একেবারেই নিষিদ্ধ।
Rakhi Purnima vastu eating tips অনুসরণ করলে শুধুমাত্র স্বাস্থ্য ভালো থাকে না সেই সঙ্গে পারে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি ।এই দিনেই পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।তাই পবিত্র Rakha Bandhan এ সুস্থতা ও শুভ শক্তি বজায় রাখতেই খাবারগুলি থেকে নিজেকে দূরে রাখুন। বোনের ভালবাসা আর ভাইয়ের সুরক্ষার প্রতীক এই দিনটিকে করে তুলুন আরো পবিত্র ও শুভ। শুভ রাখি পূর্ণিমা