আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Samastipur Train Mystery: বাথরুমে গিয়ে নিখোঁজ নববিবাহিতা, চলন্ত ট্রেনে কীভাবে ঘটল রহস্যময় ঘটনা?

Published on: June 30, 2025
Samastipur Train Mystery

Samastipur Train Mystery: সম্পূর্ণ ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের সমস্তিপুর জংশনে। এক নববিবাহিত মহিলা চলন্ত ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।পরিবারের সদস্যরা দিশেহারা আর যাত্রীদের মনেও তৈরি হয়েছে আতঙ্ক।

ঘটনাটি ঘটেছে হাওড়া জয়নগর এক্সপ্রেস ট্রেনে যখন ট্রেনটিতে ঘোড়া থেকে দ্বারভাঙ্গার লহেরিয়াসরাইয়ের দিকে যাচ্ছিল।২৮ জুন এই ট্রেনে উঠেছিলেন বেগুসরাই জেলার তেঘরা এলাকার বাসিন্দা সুমিত কুমার এবং তার স্ত্রী আঁচল কুমারী। মে মাসে মাত্র ৪০ দিন আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানান সুমিত। (Samastipur Train Mystery)

সুমিত জানান, ট্রেনটি সমষ্টিপুর স্টেশনের কাছাকাছি পৌছলে আঁচল তাকে জানিয়েছে যে বাথরুমে যাচ্ছে। এরপর অনেক সময় কেটে গেলেও সে আর ফিরে আসেনি প্রথমে স্বামী ভেবেছিলেন হয়তো সে অন্য কোন কামরায় চলে গেছে। কিন্তু পরে খোঁজাখুঁজি শুরু করলেও আঁচলের কোন খোঁজ পাওয়া যায়নি। ট্রেন যখন লহরিয়াসরাই স্টেশনে পৌঁছই তখন ও তার স্ত্রী নিখোঁজ ছিল।

আরও পড়ুন: সোনার দাম পতনে স্বস্তি, এখনই কি সেরা সময় সোনা কেনার না বিক্রির

চিন্তিত সুমিত ট্রেনের টয়লেট ,আশেপাশের কামরা এবং স্টেশনের প্ল্যাটফর্মেও খোঁজ করেন কিন্তু কোথাও আঁচলের কোন চিহ্ন মেলেনি। তিনি বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন কিন্তু আঁচলের মোবাইল সুইচ অফ অবস্থায় পাওয়া যায়। এরপরেই সুমিত বিষয়টি তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনকে জানান। উভয় পরিবারই নিজের মতো করে খোঁজ শুরু করে দেন কিন্তু তাতেও কোন ফল হয়নি।(Samastipur Train Mystery)

নিখোঁজ তরুনীর মা প্রভা দেবী জানিয়েছেন তার মেয়ের বাবার সম্পত্তি হার্ট অ্যাটাক হয়েছিল। সে কারণেই মেয়ে জামাই লহরিয়াসরাই যাচ্ছিলেন তাঁকে দেখতে। কিন্তু আঁচল কিভাবে চলন্ত ট্রেন থেকে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কেউ কিছুই বুঝে উঠতে পারছেন না।

এই বিষয়ে এখনো পর্যন্ত দাঁড়ভাঙ্গা জিআরপি থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন থানার ইনচার্জ অরুন কুমার। তিনি বলেন অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হবে একই সঙ্গে তিনি যাত্রীদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেছেন।

ঘটনার পর থেকে সুমিত কুমার আশায় দিন কাটাচ্ছেন যে তার স্ত্রী অক্ষত অবস্থায় ফিরে আসবেন। অন্যদিকে দুই পরিবারই গভীর উদ্যোগ রয়েছে। যাত্রাপথে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কিভাবে চলন্ত ট্রেন থেকে এক মহিলা নিখোঁজ হয়ে যেতে পারেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে ।কেউ কিছু দেখলেন না এমন ঘটনা ভাবিয়ে তুলছে প্রশাসনকেও।(Samastipur Train Mystery)

এখন সকলেই প্রার্থনা করছেন যেন আঁচল সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসেন পরিবারের কাছে ।এই ঘটনার পর রেলযাত্রীদের মধ্যে আতঙ্কের আবহাওয়া ছড়িয়ে পড়েছে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment