SBI Clerk Recruitment 2025: রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। আপনি যদি ব্যাঙ্কিং খাতে নিজের কেরিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শুরু হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েটস পদে নিয়োগ (SBI Clerk recruitment 2025)। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে এই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলতি বছরের ৬ই অগাস্ট থেকেই এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে চলতি বছরের ২৬শে আগস্ট পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যত, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।
নিয়োগকারী সংস্থা- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)।
পদের নাম- জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টোমার সাপোর্ট এবং সেলস) / ক্লার্ক।
মোট শূন্যপদ- ৬৫৮৯টি, যার মধ্যে ৫১৮০ টি নিয়মিত প্ৰাৰ্থী এবং ১৪০৯ টি ব্যাকলগ প্রার্থীদের জন্য।
বয়সসীমা-
প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে। উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এসসি/এসটি শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় থাকবে, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় থাকবে, আর বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা-
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্যে প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটারে সাধারণ দক্ষতা থাকতে হবে। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য প্রার্থীদের স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মোদি পাঠালেন টাকা, কিভাবে জানবেন আপনি পেয়েছেন কিনা?
আবেদনের প্রক্রিয়া-
প্রার্থীরা অফিসিয়াল এসবিআই ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in-এ গিয়ে হোমপেজের উপরের ডানদিকে ‘ক্যারিয়ার’ বিভাগে ক্লিক করে ‘Join SBI’ ট্যাবের অধীনে ‘Current Openings’ নির্বাচন করে আবেদন লিঙ্কটি অ্যাক্সেস করে বর্তমান শূন্যপদের তালিকাটি নীচে স্ক্রোল করে ‘রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস ২০২৫’ লিঙ্কটিতে ক্লিক করে ওই বিভাগের অধীনে নিবন্ধন পৃষ্ঠাটি খুলতে ‘অনলাইনে আবেদন করুন’ বিকল্পটি নির্বাচন করে ‘নতুন নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন’ বিকল্পে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং অন্যান্য মৌলিক বিবরণ লিখে একটি অস্থায়ী নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড তৈরি দিতে হবে। এরপর আপনার ফের লগ ইন করে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত বিবরণ এবং পরীক্ষা কেন্দ্র পছন্দ সহ বিস্তারিত দিয়ে আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে প্রদত্ত স্পেসিফিকেশন অনুসারে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, অথবা UPI ব্যবহার করে অনলাইনে আবেদন ফি প্রদান করুন। ফি পরিমাণ আপনার বিভাগের উপর নির্ভর করবে। সফলভাবে ফি প্রদানের পর, সম্পূর্ণ ফর্মটি পর্যালোচনা করুন, তারপর ‘ফাইনাল সাবমিট’ এ ক্লিক করুন।
Apply Now- Click here
ভবিষ্যতের রেফারেন্সের জন্য পূরণ করা আবেদনপত্র এবং ফি রসিদটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন।
প্রয়োজনীয় নথি-
প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর , বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, হাতে লেখা ঘোষণা।
আবেদন মূল্য-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েটস পদে নিয়োগের জন্য জেনারেল, ওবিসি, এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে। তবে, এসটি, এসসি, পিডব্লিউবিডি/ এক্সএস/ ডিএক্সএস প্রার্থীদের জন্যে আবেদন ফি বাবদ কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া-
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের তিনটি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে ১ ঘণ্টার মধ্যে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেনস পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর হবে ভাষা দক্ষতা পরীক্ষা। প্রার্থীদের স্থানীয় ভাষাতেই এই পরীক্ষা হবে (SBI Clerk recruitment 2025)।