আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Shah Rukh Khan National Award Speech: শাহরুখ খানের জাতীয় পুরস্কার বক্তৃতা, কৃতজ্ঞতার আড়ালে শক্তিশালী বার্তা

Published on: August 3, 2025
Shah Rukh Khan

Shah Rukh Khan: ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। ‘Jawan’ এর জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার পান একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলচ্চিত্র। যেখানে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। তার বই এই বক্তৃতা কেবলমাত্র একটি ধন্যবাদ জ্ঞাপন ছিল না এটি ছিল একটি বার্তা একটি ঘোষণা যেন তিনি বলছেন,” আমি এখনো সিংহাসনে রয়েছি।”

ডানহাতে ব্যান্ডেজ পড়া অবস্থায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে শাহরুখ তার এই পুরস্কার প্রাপ্তির অনুভূতি ভাগ করে নেন ।ভিডিওতে তিনি জানান এই সম্মান তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কত মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না। তবে বক্তৃতার ভাষা আর উপস্থাপনায় ছিল আরো গভীর কিছু শুধু দেখার বিষয় নয় বোঝার বিষয়ও।

বক্তৃতা শুরুতেই শাহরুখ খান বলেন,”নমস্কার এবং আদাব। Needless to say,আমি গর্বিত কৃতজ্ঞ এবং আপ্লুত। জাতীয় পুরস্কার পাওয়া এমন এক মুহূর্ত যা আমি সারা জীবনের স্মরণে রাখবো। আমি কৃতজ্ঞ চলচ্চিত্র জুরিবোর্ড I&B মন্ত্রণালয়ে এবং সবাইকে যারা আমাকে এ সম্মানের যোগ্য বলে মনে করেছেন।

এরপর তিনি ধন্যবাদ জানান তার ২০২৩ সালের পরিচালকদের রাজকুমার হিরানি, সিদ্ধার্থ আনন্দ এবং বিশেষভাবে আটলি এবং তার পুরো দলকে। জওয়ান সিনেমার জন্য তাকে এই সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি আটলির ভাষায় তিনি বলেন,”Mass…!”

আরও পড়ুন: শাহরুখ খানের চোট ও ‘King’ সিনেমা নিয়ে গুজব কি বলছে সূত্র?

শাহরুখ তার টিমের অক্লান্ত পরিশ্রম সহনশীলতা এবং ভালোবাসার কথাও বলেন। “আমার টিম, যারা আমার পাগলামো, ধৈর্যহীনতার সহ্য করে এবং আমাকে সবসময় সেরা করে তোলে তাদের ছাড়া এই পুরস্কার সম্ভব হতো না। আজ এই ভিডিওতে যেমন তারা আমাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।”

এরপর আসে তার পরিবারের প্রসঙ্গ। যেকোনো সাফল্যের পেছনে পরিবার যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কথা স্মরণ করলেন তিনি।

তবে বক্তব্যর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে এরপর শাহরুখ বলেন ,”এই পুরস্কার শুধু একটি অর্জন নয়, এটি একটি স্মরণ করিয়ে দেওয়া যে ,আমি যা করি তা গুরুত্বপূর্ণ।”

এই একটি লাইন বহু কিছু বলে দেয় ।এমন এক অভিনেতা তিনি ৩০ বছরের বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় প্রতিনিধিত্ব করেছেন ,পুরস্কার পেলেন এমন এক সময় যখন হয়তো তিনি নিজেও আশা করেননি। আর পেলেন এমন একটি সিনেমার জন্য যেটি হয়তো ঐতিহ্যগত অর্থের ‘শৈল্পিক’ সিনেমা নয় বরং একটি ‘কমার্শিয়াল ব্লকবাস্টার’।

‘জওয়ান’ Shah Rukh Khan এর কাছে শুধু একটি সিনেমা নয় একটি স্টেটমেন্ট। ২০২৩ সালে যখন সিনেমাটি মুক্তি পায়, তখন অনেকেই বলেছিলেন- এটি ছিল সেই উত্তর, যা শাহরুখ কখনো প্রকাশ্য দেননি, আরিয়ান খান মামলা চলাকালীন।

এই সিনেমার মাধ্যমে তিনি জানিয়ে দেন, তিনি কি অনুভব করেন, কিভাবে সহ্য করেন ,আর কিভাবে অভিনয়ের মাধ্যমে নিজের বক্তব্য পৌঁছে দিতে পারে ।এই পুরস্কার তার সেই যাত্রার স্বীকৃতি একজন পিতা, একজন অভিনেতা এবং একজন কিংবদন্তীর।

জাতীয় পুরস্কার পেয়ে Shah Rukh Khan আবারো প্রমাণ করলেন ,তিনি শুধু একজন সুপারস্টার নন ,তিনি একজন গল্পকার, নিজের গল্প, ব্যথা, ভালবাসা এবং সম্মানের যা অনুরাগীদের হৃদয়ে চিরকাল রাজ করবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment