আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Tamilnad Mercantile Bank Recruitment 2024: ৪৮,০০০ টাকার বেতনে কর্মী নিচ্ছে TMB ব্যাংক, বিস্তারিত এই প্রতিবেদনে

Published on: November 13, 2024
Tamilnad Mercantile Bank Recruitment 2024

Tamilnad Mercantile Bank Recruitment 2024: তামিলনাদ বাণিজ্য ব্যাংক (Tamilnad Mercantile Bank) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি অনেকদিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আপনার অপেক্ষার অবসান হয়েছে। তামিলনাদ বাণিজ্য ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।যারা এই চাকরির বিষয়ে বিস্তারিত জানতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি উপযুক্ত। এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। তাই এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়তে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখানে । তাই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন? বয়সসীমা কত? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? আবেদন মূল্য কত দিতে হবে? আবেদনের সময়সীমা ? জেনে নিন আবেদন প্রক্রিয়া ইত্যাদির ব্যাপারে বিস্তারিত এই প্রতিবেদনে। (Tamilnad Mercantile Bank Recruitment 2024)

Tamilnad Mercantile Bank Recruitment 2024 নিয়োগ Recruitment Details

ইতিমধ্যেই এই পদটির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন জানানোর শেষদিন হল ২৭ নভেম্বর পর্যন্ত। এখানে সিনিয়র ক্যাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ (Senior Customer Service Executive)-এর পদে নিয়োগ করা হচ্ছে। যদি আপনার যোগ্যতা থাকে তবে আপনি আবেদন জানাতে পারেন।

সংস্থার নামTamilnad Mercantile Bank Recruitment 2024
পদের নামসিনিয়র ক্যাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ (Senior Customer Service Executive)
আবেদন জানানোর শেষদিন২৭ নভেম্বর
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.tmb.in/
অফিসিয়াল NoticeDownload PDF
Join Telegram ChannelJoin Now
Join Whatsapp ChannelJoin Now
Tamilnad Mercantile Bank Recruitment 2024

আরও আপডেটঃঅনলাইনের মাধ্যমে কর্মী নেবে ONGC, মাসিক বেতন ২৭,০০০ /- টাকা

বয়সসীমা Age Limits And Last Date

তামিলনাদ বাণিজ্য ব্যাংক (Tamilnad Mercantile Bank Recruitment 2024) ,এর এই পদটিতে আবেদন করবার জন্য বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে।সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়। বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী।এই আবেদনটি জানানো যাবে ২৭ নভেম্বর পর্যন্ত। সুতরাং যদি আপনি যদি এর আগে আবেদনটি পড়ছেন তবে আজই করে ফেলুন আবেদন।

মোট কয়টি শূন্যপদে নিয়োগ করছে সংস্থাটি ?

তামিলনাদ বাণিজ্য ব্যাংক (Tamilnad Mercantile Bank Recruitment 2024)-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭০টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা Eligibility Criteria

এই সংস্থার পদটিতে আবেদন জানানোর জন্য আপনার নীচে দেওয়া যোগ্যতাগুলো থাকতে হবে –

এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অন্যান্য বাকি তথ্য জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া Selection Process

তামিলনাদ বাণিজ্য ব্যাংক (Tamilnad Mercantile Bank Recruitment 2024)-এর পদটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

কীভাবে আবেদন করবেন Apply Process

প্রথম ধাপ

প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট
https://ibpsonline.ibps.in/tmbloct24/ -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

দ্বিতীয় ধাপ

তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন ফি লাগলে সেটি দিয়ে সাবমিট করে দিতে হবে।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন কত দেওয়া হবে?

তামিলনাদ বাণিজ্য ব্যাংক (Tamilnad Mercantile Bank Recruitment 2024)-এর এই পদটিতে নির্বাচিত প্রার্থীদের ৪৮,০০০ টাকা দেওয়া হবে।

আবেদন জানানোর শেষ দিন কবে?

তামিলনাদ বাণিজ্য ব্যাংক (Tamilnad Mercantile Bank Recruitment 2024)-এর এই পদটিতে আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত। এছাড়াও যদি এই বিষয়ে আরো কিছু বিস্তারিত জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

প্রার্থীদের কতো টাকা আবেদন ফি দিতে হবে?

এই পদটিতে আবেদন করবার জন্য সকল প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে।

FAQs about Tamilnad Mercantile Bank Recruitment 2024

1. What is the focus keyphrase for this recruitment?

The focus keyphrase is “Tamilnad Mercantile Bank Recruitment 2024”

2. How many positions are available?

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭০টি শূন্যপদ রয়েছে।

3. What are the educational qualifications needed?

সিনিয়র ক্যাস্টোমার সার্ভিস এক্সিকিউটিভ (Senior Customer Service Executive)।

4. When is the last date to apply?

Tamilnad Mercantile Bank Recruitment 2024- এ- এর জন্য আপনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৭ নভেম্বর, ২০২৪

5. Is the application process online or offline?

আবেদনকারীদের এখানে মূলত দুটি ধাপে চাকরির জন্য নির্বাচিত করা হবে, যেমন- লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ।

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment