SBI Bank Clerk Recruitment 2024: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। যেসব প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষারত ছিলেন, তাঁদের জন্য আজকে খুশির খবর। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ব্যাংক ক্লার্ক (Bank Clerk) পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁরা অনলাইনের (Online) মাধ্যমে আবেদন জানাতে পারেন।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank of India) তরফ থেকে অফিসিয়ালি ভাবে (Official) জানানো হয়েছে , তাদের শূন্যপদ রয়েছে ১৩ হাজারেরও বেশি। তাই যারা , ব্যাংকের চাকরির জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তাঁদের জন্য সুবর্ণ সূযোগ আসতে চলেছে। এবার আসুন – বিস্তারিত জানানো যাক।
সংস্থার নাম | SBI Bank Clerk Recruitment 2024 |
পদের নাম | Customer Support & Sales |
আবেদন জানানোর শেষদিন | 7 জানুয়ারী ,2025 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://sbi.co.in/ |
অফিসিয়াল Notice | Download PDF |
Join Telegram Channel | Join Now |
Join Whatsapp Channel | Join Now |
আরও আপডেটঃ– উচ্চ মাধ্যমিক পাশে Group C কর্মী নিচ্ছে ঝাড়গ্রাম জেলার দপ্তর
কী কী পদে নিয়োগ করা হচ্ছে?
স্টেট ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যে ডিক্লিয়ার করে নিয়েছে তারা জুনিয়র অ্যাসোসিয়েট (ক্ল্যারিকাল ক্যাডার) সুবিধার্থে পদের জন্য বিভিন্ন ব্রাঞ্চএ ১৩ থেকে ১৪ হাজারের মধ্যে নিয়োগ নেবে। তবে তার জন্য ক্যান্ডিডেটকে যথাযোগ্য যোগ্যতা থাকতে হবে। আরো একটি বিষয় বলে রাখি, এই পদটিকে ইংলিশে বলা হয় Customer Support & Sales।
শিক্ষাগত যোগ্যতা Eligibility Criteria
যে কোন রাজ্যের স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতেই হবে। এছাড়া সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
কটি শূন্যপদের উল্লেখ করেছে SBI?
ভারতের সবকটি রাজ্যে থেকে মোট ১৩ হাজার ৭৫৭ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে থেকে ১ হাজার ২৫৪ জনকে নেওয়া হবে ক্লার্ক পদের জন্য।
SBI Bank Clerk Recruitment 2024
এই পদের মাসিক বেতন কত থাকবে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে নতুন যোগদানকারী অফিসারদের মেট্রোপলিটন শহরে বেতন হবে ৪৬০০০ টাকা। তবে সবক্ষেত্রে নূন্যতম বেতন শুরুই হবে ২৬ হাজার ৭৩০ টাকা।
আবেদন কিভাবে করবেন এই পদের জন্য?
প্রথমের দিকেই আপনাদের জানিয়েছি, অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এবার অফসিয়াল ওয়েবসাইটটা জেনে নিন – www.sbi.co.in/web/careers
এই ওয়েবসাইটে (Website) গিয়ে চাকরি প্রার্থীদের জন্য যে ফর্মটি ছাড়া হয়েছে, তা ফিলআপ করে জমা দিন। তবে মনে রাখবেন, এই ফর্ম ফিলাপের শেষ তারিখ হলো আগত নতুন বছরের প্রথম মাসের ৭ তারিখ অব্দি।
চাকরী প্রার্থীদের পরীক্ষা পদ্ধতি জানুন :
প্রিলিমিনারী পরীক্ষা এরপর মেন্স সর্বশেষ ইন্টার্ভিউ এর মাধ্যমে পাশ করতে হবে। তবে এক্ষেত্রে সূযোগ রয়েছে SBI এতে অ্যাপ্রেন্টিস অভিজ্ঞতা যাদের তাদের জন্য , ২০০ নম্বর পরীক্ষার মধ্যে তাদের ৫ নম্বর ছাড় দেওয়া হবে। বিশদ জানার জন্য উপরের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন।
বয়সসীমা
বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবেই আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাসোসিয়েট ক্ল্যারিকাল ক্যাডার পদের জন্য। তবে SC, ST , PwBD, XS, DXS এর জন্য বয়সের কিছুটা ছাড় রয়েছে।
আবেদন ফি
General, OBC এবং EWS এর জন্য টাকা লাগবে ৭৫০ টাকা। তবে SC, ST, PwBD, XS, DXS কোন টাকা লাগবে না ফর্ম ফিলআপ করতে।
পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র পড়ছে?
কোলকাতা – হুগলি – হাওড়া – শিলিগুড়ি – আসানসোল – দূর্গাপুর – কল্যাণী।
বিজ্ঞপ্তির নম্বর – CRPD/CR/2024-25/24
FAQs about SBI Bank Clerk Recruitment 2024
1. What is the focus keyphrase for this recruitment?
The focus keyphrase is “SBI Bank Clerk Recruitment 2024”
2. How many positions are available?
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩ হাজার ৭৫৭ টি শূন্যপদ রয়েছে।
3. What are the educational qualifications needed?
Customer Support & Sales।
4. When is the last date to apply?
SBI Bank Clerk Recruitment 2024- এ- এর জন্য আপনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল 7 জানুয়ারী ,2025।
5. Is the application process online or offline?
অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।