India Post Recruitment 2024-25: এবার মাধ্যমিক পাশ করা চাকরী প্রচেষ্টা করা যুবক যুবতীদের জন্য সরকারি চাকরী (Goverment Service) সুযোগ আসতে চলেছে। সেই সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। আজকের প্রতিবেদনটি তাঁদের জন্য গুরুত্তপূর্ণ, যারা পারিবারিক ভাবে আর্থিক ভাবে পড়াশুনা করতে পারছেন না, তাঁদের জন্য সুযোগ এনে দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস।
দীর্ঘ সময় ধরে , ইন্ডিয়ান ডাক বিভাগ (Indian Post Office) চলে আসছে বহাল তবিয়তে। তাই ছেলে মেয়েরা এখানে , চাকরী পাওয়ার জন্য চেষ্টা করে থাকে। এবার আগ্রহী চাকরিপ্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন এই পদে।
সংস্থার নাম | India Post Recruitment 2024-25 |
পদের নাম | Stuff Car Driver |
আবেদন জানানোর শেষদিন | ১২ জানুয়ারী ,২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://ippbonline.com |
অফিসিয়াল Notice | Download PDF |
Join Telegram Channel | Join Now |
Join Whatsapp Channel | Join Now |
আরও আপডেটঃ– ১৩,৭৩৫টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ SBI ব্যাঙ্কে, বেতন ৪৬০০০ টাকা
ভারতীয় ডাক বিভাগ(India Post Recruitment 2024-25) এর তরফ থেকে স্টাফ কার ড্রাইভার (Stuff Car Driver) পদে নিযুক্ত করা হবে ছেলেমেয়েদের। সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবে তাঁরা। আবেদন খুব সহজেই করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Eligibility Criteria (যোগ্যতার পরীক্ষা)
ভারতীয় ডাক বিভাগ(India Post Recruitment 2024-25)এর জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিকের ডিগ্রি অবশ্যই থাকতে হবে। সাথে তিন বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতাঃ থাকা দরকার। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্যান্ডিডেটকে, তবেই আবেদন করতে পারবে। তবে গাড়ি ছোট খাটো কোন ত্রুটি হলে সেটা সরানো জানতে হবে। হালকা এবং ভারী গাড়ি চালানো জানতে হবে।
শূন্যপদ এবং বেতন কেমন?
ভারতীয় ডাক বিভাগ(India Post Recruitment 2024-25)এর জন্য অফিসিয়াল ভাবে জানানো হয়েছে ১৬ থেকে ১৭ টি পদ রয়েছে। বেতন প্রতিমাসে শুরুই হবে পে লেভেল – 2 অনুযায়ী ১৯হাজার ৯০০ টাকা।
তাহলে বুঝতেই পারছেন, বেশ ভালো সুযোগ পেতে চলেছেন চাকরী প্রার্থীরা।
বয়স (Age)
ভারতীয় ডাক বিভাগ (India Post Recruitment 2024-25) পদে আবেদনের জন্য আগ্রহী চাকরী প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স চাওয়া হচ্ছে ২৭ বছর অব্দি। এছাড়া সংরক্ষিত শ্রেণীর জন্য কিছু ভাগ আছে। SC এবং ST এর জন্য হতে হবে ৫ বছর। OBC হতে হবে ৩ বছর।
Selection (নিয়োগ প্রক্রিয়া)
এক্ষেত্রে কোন শিক্ষাগত বা লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট , সাথে যথোপযুক্ত প্রমাণ পত্র থাকতে হবে – শুধু প্রার্থীকে একটি ড্রাইভিং পরীক্ষা দিতে হবে।
Apply Process (আবেদন প্রক্রিয়া)
আবেদন প্রক্রিয়া অফলাইনে করতে হবে।
লিংক থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিদির্ষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন আবেদন পত্রটি।
ঠিকানা (Address) – Assistant Director (Recruitment), Office of the Chief Postmaster General, Bihar Circle, Patna-800001.
Document –
- Birth Certificate
- Valid Driving Licence ( বৈধ ড্রাইভিং লাইসেন্স)
- Passport Size Colour Photo ( পাসপোর্ট সাইজ রঙিন ছবি)
- কোন প্রাক্তন সৈনিকের ক্ষেত্রে তার ভ্যালিড / বৈধ প্রমাণ
নতুন বছরের প্রথমের মাসের ১২ তারিখ অবধি আবেদন করতে পারবেন।
আবেদন ফি
UR/OBC/EWS প্রার্থীদের টাকা দিতে হবে ১০০ টাকা। ড্রাইভিং টেস্ট ফি প্রার্থীদের জন্য ৪০০/- টাকা।
SC/ST/প্রাক্তন সৈনিকদের একদম বিনামূল্যে সূযোগ।
FAQs about India Post Recruitment 2024-25
1. What is the focus keyphrase for this recruitment?
The focus keyphrase is “India Post Recruitment 2024-25”
2. How many positions are available?
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ থেকে ১৭ টি শূন্যপদ রয়েছে।
3. What are the educational qualifications needed?
Stuff Car Driver।
4. When is the last date to apply?
India Post Recruitment 2024-25- এ- এর জন্য আপনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ১২ জানুয়ারী ,২০২৫।
5. Is the application process online or offline?
আবেদন প্রক্রিয়া অফলাইনে করতে হবে।
বিদ্র: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।