National Green Tribunal Recruitment 2025: দেশের জনসংখ্যা দিন দিন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। যে হারে বাড়ছে সেই হারে চাকরির সংখ্যা কম। এতে সমস্যা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের। চাকরী না থাকলে অটোমেটিক্যালি মানুষ হতাশ গ্রস্ত হয়ে যাবে। তাই আমরা চেস্টা করি, প্রতিনিয়ত কোন চাকরির বিজ্ঞপ্তি বেরোলে সেই বিষয়ে তুলে ধরা। আজকের প্রতিবেদন সে সকল বিষয়ে নিয়েই হতে চলেছে।
নমস্কার, আপনাদের আমাদের ওয়েবসাইটে আসার জন্য। এখানে নিত্য নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার আবেদন রইলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। চলুন বেশি দেরি না করে আজকের মেইন প্রতিবেদনে আসা যাক।(National Green Tribunal Recruitment 2025)
সরকারি চাকরি, আকর্ষণীয় বেতন এবং একগুচ্ছ সুযোগ সুবিধে, কে না চায় বলুন তো? এবার ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল সেই স্বপ্নের চাকরির দরজা খুলে দিয়েছে ইচ্ছুক প্রার্থীদের জন্য। আজকের প্রতিবেতনে থাকবে সেই চাকরির বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা।
Company name | National Green Tribunal |
Position Name | Assistant Registrar, Accounts Officer, Private Secretary and Principal Private Secretary |
Last date of application | 15 April 2025 |
Age Limit | From 21 to 40 years old |
Vacancies | 18 |
Salary Structure | Rs- 53,100 |
চলুন জেনে নিই আজকের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত আলোচনায় :
নিয়োগকারী সংস্থার নাম :
যে নিয়োগকারী সংস্থায় নিয়োগ হবে তার নাম ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (National Green Tribunal).
শূন্যপদ:
এখানে মোট শূন্যপদ রয়েছে ১৮ টি। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি ও
প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা শিক্ষাগত:
আগ্রহ প্রার্থীদের পদ অনুযায়ী যোগ্যতা দেখে নিতে হবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারার পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনগত বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে। অপরদিকে অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি পথগুলির জন্য আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন জানানো যাবে। তবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একমাত্র সরকারি চাকুরীজীবীদের এই পদগুলিতে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।(National Green Tribunal Recruitment 2025)
কীভাবে আবেদন করবেন :
আবেদনে ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীরা সবার আগে যোগ্যতার বিবরণ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে তারপরে আবেদন জানাবেন। এক্ষেত্র সম্পূর্ণ অফলাইন মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি হাতে-কলমে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিয়ে আসতে হবে। প্রতিটি চাকরিপ্রার্থীকে আবশ্যিকভাবে ১৫/০৪/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্রটি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর সদর কার্যালয়ে জমা করতে হবে।
বেতন সম্পর্কিত তথ্য জেনে নিন :
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে কেন্দ্রীয় বেতনক্রম ১১ অনুসারে ৬৭,৭০০/- টাকা থেকে ২,০৮,৭০০/- টাকার মধ্যে বেতন পাবেন। অপরদিকে অ্যাকাউন্টস অফিসার পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ন্যূনতম ৫৩,১০০/- টাকা এবং প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত সকল কর্মী প্রতিমাসে ন্যূনতম বেতন হিসাবে ৪৭,৬০০/- টাকা বেতন পাবেন। মূল বেতনের পাশাপাশি অবশ্যই সরকারি কর্মচারী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।(National Green Tribunal Recruitment 2025)
Education Qualification | Various |
Application process | Offline |
Official Website | Click here |
Official Notification | Download Now |
Photo Size | Passport size |
Important Documents | Aadhar Card – Pan Card Etc |
Selection Process | Interview, Document verification |
আবেদন করার শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া শেষ হবে -১৫/০৪/২০২৫ তারিখে।
FAQs about National Green Tribunal Recruitment 2025
- What is the focus Keyphrase for this requirement?
Ans: The Focus Keyphrase is “National Green Tribunal Recruitment 2025” for this requirement.
- What is the name of the recruiting agency?
Ans: The name of the recruiting agency is “National Green Tribunal”.
- How many vacancies are there in this job?
Ans: There are 18 Vacancy in this job.
- What or what positions will be appointed?
Ans: Assistant Registrar, Accounts Officer, Private Secretary and Principal Private Secretary.
- What’s Salary structure of this job recruitment?
Ans: Monthly salary will be 53,100/-
- Is this application process Online or Ofline?
Ans: Yes, This application process is totally Offline.
- When is the last date of form filling?
Ans: The last date of submitting the application form is 15 April 2025.
- What documents are required to apply?
Ans: The Document are required – Birth Certificate, ID Proof – Voter ID Card, Aadhar Card, Pan Card etc Xerox, Caste documents, Education Certificate and Candidate Passport Size Photo.
- How can I get the notification?
Ans: Download Now
- Tell me the link to get other job updates on this website?
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।