Southend Air Crash: এ যেন একেবারে অ্যাকশন রিপ্লে! না না! সিনেমা নয়। কথা হচ্ছে বিমান দুর্ঘটনা নিয়ে। একেরপর এক দুর্ঘটনায়। বারবার প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনার কারণ নিয়ে এখনও চলছে তদন্ত। এরই মধ্যে ঘটে গেল আরেক বিপত্তি। ভারত নয়, লন্ডনে ফিরল আহমেদাবাদের স্মৃতি। রবিবার বিকেল চারটে নাগাদ এসেক্সের (Essex) সাউথ এন্ড (Southend) বিমানবন্দরে আচমকাই ভেঙে পরে একটি বিমান। অবশ্য এটি ছিল একটি ছোট বিমান। এটিতে সর্বোচ্চ নয়জন যাত্রী এবং দুজন বিমানকর্মী বসতে পারেন। কিন্তু এই বিমানে ঠিক কতজন ছিল তা স্পষ্ট করে জানা যায়নি রবিবার রাত পর্যন্তও।

জানা গিয়েছে, বিচক্র্যাফট বি২০০ (Beechcraft B-200) বিমানটি নেদারল্যান্ডসের (Netherlands) লেলিস্তাদের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেই বিমানবন্দর চত্বরেই ভেঙে পরে। বিস্ফোরণে আগুন ধরে যায়। গলগল করে কালো ধোঁয়া নিমেষে ঢেকে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পুলিশ এসে শুরু করে খোঁজ নেওয়া। চলে উদ্ধার কাজ। তবে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানে ঠিক কতজন ছিলেন তার কোনও হিসেব মেলেনি। এখনও সেই খোঁজ চলছে। তবে সোমবার বিবিসি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা চারজনের।
আরও পড়ুন: Sneha Debnath এর করুণ পরিণতি signature bridge ঘিরে উঠছে প্রশ্ন
খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ থেকে শুরু করে দমকলবাহিনী এবং চিকিৎসা কর্মীরা ছুটে যান দুর্ঘটনাস্থলে। এই বিমান দুর্ঘটনায় মর্মাহত স্থানীয় লেবার পার্টির এমপি ডেভিড বার্টেন স্যামসন তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সবরকমভাবে দুর্ঘটনাগ্রস্তদের পাশে আছি।’ এদিকে সাউথএন্ড বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, দুর্ঘটনার জেরে কমপক্ষে চারটি উড়ান বাতিল হয়েছে।

সোমবার চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও আহত কতজন হয়েছেন কিংবা বিমানে মতো কতজন উপস্থিত ছিলেন এখনও সেটা ঠিকভাবে বলতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের অদূরে অবস্থিত রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবও (Rochford Hundred Golf Club ও Westcliff Rugby Club) খালি করে দেওয়া হয়। এই মুহূর্তে সাউথেন্ড বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সমস্ত নির্ধারিত উড়ান বাতিল করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস Flightradar24-র মাধ্যমে জানা গিয়েছে, বিমানটি ছিল একটি Beech B200 Super King Air, যা একটি মেডিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটি পরিচালনা করছিল ডাচ সংস্থা Zeusch Aviation, যারা মূলত চিকিৎসা পরিবহন, অঙ্গ প্রতিস্থাপন ও প্রাইভেট চার্টার্ড ফ্লাইট পরিষেবা প্রদান করে।