আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

New Zealand vs South Africa T20 Highlight: টানটান উত্তেজনার ম্যাচে 21 রানে জয় ব্ল্যাক ক্যাপসদের

Published on: July 19, 2025
New Zealand vs South Africa T20 Highlight

New Zealand vs South Africa T20 Highlight: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ হাইলাইটস 2025 ম্যাচে নিউজিল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২১ রানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকার কাছ থেকে। এই জয় দিয়ে ব্লাক ক্যাপসরা তাদের ট্রাই সিরিজ অভিযান শুরু করল জয় দিয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রান তোলেন নিউজিল্যান্ড যাবে ১৮.২ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিং বিপর্যয়ের পর দুর্দান্ত জুটি

New Zealand এর ইনিংসের শুরুটা খুব একটা ভালো ছিল না। মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে, দল তখন মনে হচ্ছিল বড় রান তুলতে পারবেনা ব্ল্যাক ক্যাচরা। কিন্তু এরপর হাল ধরেন টিম রবিনসন ও অভিষেকধারী বেভন জ্যাকবস। ষষ্ঠ উইকেটে তারা গড়ে তোলেন অনবদ্য ১০০ রানের জুটি রবিনসন করেন ৭৫ রান এবং বেবন জ্যাকবস। তার প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই জুটির হাত ধরে New Zealand পৌঁছে যায় লড়াকু স্কোর ১৭৩ এ।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কুয়েনা মফাকা নেন ২টি উইকেট। লুঙ্গি এনগিডি,জোরাল্ড কোটি, এবং সেনুরান মুথুসামি প্রত্যেকের নেন ১ করে উইকেট।

New Zealand vs South Africa T20 Highlight
New Zealand vs South Africa T20 Highlight

আরও পড়ুন: ‘কয়েক মাস কথাবার্তা, তারপর….’, হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে সম্পর্কের জল্পনার মুখ খুললেন অভিনেত্রী

South Africa র প্রতিরোধ ও পতন

১৭৪ রানের লক্ষ তারা করতে নেমে South Africa র শুরুটা মোটামুটি ভালো হলেও ধারাবাহিক উইকেট পতনের কারণে ম্যাচ থেকে ছিটকে যেতে হয়। তাদের তরুণ তারকা Dewald Brevis ১৮ বলে ৩৫ এবং George Linde ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। কিন্তু অন্য প্রান্তে উইকেট পড়তে থাকায় দলকে জয় এনে দিতে পারেননি তারা।

New Zealand এর বোলাররা দুর্দান্ত পারফর্ম করে ম্যাট হেনরি জেকব ডাফি ম্যান ৩ উইকেট করে। ইশ সোধি যোগ করেন আরো ২ উইকেট।

ম্যাচের টার্নিং পয়েন্ট

এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল রবিনসন ও জ্যাকবস জুটি ৭০-৫ অবস্থায় থেকেও দলকে ১৭৩ রানে পৌঁছে দেওয়াই সত্যি প্রশংসনীয়। সেই সঙ্গে বোলারদের নিয়ন্ত্রিত লাইন লেন্থ ও ম্যাচ পড়ার ক্ষমতাই প্রোটিয়াদের হারাতে সাহায্য করে।

গুরুত্বপূর্ণ তথ্য ও স্কোরবোর্ড

  • নিউজিল্যান্ড স্কোর: ১৭৩ /৫(২০ওভারে)
  • দক্ষিণ আফ্রিকা স্কোর: ১৫২/১০(১৮.২ ওভারে)
  • ফলাফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়লাভ করে।
  • ম্যান অফ দা ম্যাচ: টিম রবিনসন (৭৫ রান)
New Zealand vs South Africa T20 Highlight
New Zealand vs South Africa T20 Highlight


এই ম্যাচটি ২০১৭ সালের পর প্রথম টি-২০ ম্যাচ New Zealand vs South Africa র মধ্যে। এমন উত্তেজক ম্যাচ জয় পাওয়ায় ব্ল্যাক ক্যাপসের মনোবল অনেকটাই বেড়ে গেল।

এদিন হারারে স্টেডিয়ামের ঠান্ডা আবহাওয়ার মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। New Zealand vs South Africa। টি-২০ হাইলাইট ২০২৫ ম্যাচটি প্রমাণ করে দিল যে টি-২০ ক্রিকেট এখনো সবচেয়ে রোমাঞ্চকর ফরম্যাট গুলির একটি।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment