আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

RRB NTPC UG 2025: RRB NTPC ২০২৫ সিটি ইনফো স্লিপ ডাউনলোড লিংক অ্যাকটিভ, জানুন কীভাবে ডাউনলোড করবেন

Published on: August 2, 2025
RRB NTPC UG 2025

RRB NTPC UG 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB) অবশেষে 2025 সালেরRRB NTPC (Undergraduate -UG)পরীক্ষার জন্য সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। যারা CEN 06/2024এর আওতায় আবেদন করেছেন ,তারা এখনই এই স্লিপ অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এ অথবা rrb.digital.com লগইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন ডিটেলস ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।

এই সিটি ইন্টিমেশন স্লিপ মূলত একটি পূর্ব পরীক্ষার তথ্যবহুল নথি,যা পরীক্ষার্থীদের তাদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার তারিখ সম্পর্কে আগাম জানিয়ে দেয়। এটি শুধুমাত্র তথ্যের জন্য দেওয়া হয় এবং একে অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য করা যাবে না। পরীক্ষার চার দিন আগে প্রত্যেক পরীক্ষার্থীর নির্দিষ্ট পরীক্ষার তারিখ অনুযায়ী অফিসিয়াল ই কল লেটার (এডমিট কার্ড) প্রকাশ করা হবে। (RRB NTPC UG 2025)

সিটি ইন্টিমেসন স্লিপ ডাউনলোড করার সহজ ধাপ গুলি হল:

  • অফিসিয়াল ওয়েবসাইটে যানrrbapply.gov.in
  • CEN 06/2024(NTPC -UG) শিরোনামে থাকা লিংকে ক্লিক করুন
  • আপনাকে Digialam বা আপনার নিজস্ব আঞ্চলিক RRB এর হোস্ট করার লগইন পেজে রিডাইরেক্ট করা হবে।
  • রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড অথবা জন্ম তারিখ দিয়ে লগইন করুন।
  • এরপর আপনি আপনার সিটি ইন্টিমেশন স্লিপ দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

এবারের পরীক্ষা আগামী ৭ আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে মোট ১১,৫৫৮টি শূন্যপদ পূরণের জন্য। এই পদগুলির মধ্যে রয়েছে-

  • Commercial Cum Ticket Clerk
  • Accounts Clerk cum typist
  • Junior Clerk cum typist
  • Train Clerk

বিশেষ করে যারা মাধ্যমিক স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করে আবেদন করেছেন ,তাদের জন্য বরাদ্দ রয়েছে ৩,৪৪৫টি পদ এবং এবার প্রকাশিত ইন্টিমেশন স্লিপ শুধুমাত্র এই ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য।

আরও পড়ুন: রাশিয়া জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাত উপকূল বিধ্বস্ত তিমি ভেসে এলো তীরে

প্রার্থীদের মনে রাখতে হবে এই স্লিপটি শুধুমাত্র পরীক্ষার স্থান ও তারিখ জানার জন্য। এটি কোন ভাবেই প্রবেশ পত্র নয় এবং তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রবেশের জন্য অবশ্যই পরীক্ষার নির্ধারিত চার দিন আগে অফিশিয়াল আ্যডমিট কার্ড সঙ্গে থাকতে হবে।

পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা সময় মতো তাদের ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করেন এবং পরীক্ষার দিন তারিখ ও স্থান ভালোভাবে বুঝে নেন ‌এর পাশাপাশি অফিশিয়াল এডমিট কার্ড প্রকাশের খবর নিয়মিত চেক করতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, RRB NTPC UG পরীক্ষা তরুণ প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। যারা ভারতীয় রেলে একটি সরকারি চাকরি পেতে আগ্রহী সঠিক প্রস্তুতি ও তথ্য জেনে এগিয়ে থাকুন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment