আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Baba vanga prediction 2025: অগাস্টের আগুনে জ্বলবে বিশ্ব? ভাইরাল বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যৎ বাণী!

Published on: August 10, 2025
Baba vanga

আবারো আতঙ্ক ছড়ালো Baba vanga prediction 2025 ঘিরে। বুলগেরিয়ান প্রখ্যাত রহস্যময় ভবিষ্যৎ দাতা Baba Vanga, যা অনেক পূর্বভাগ বাস্তবে পরিণত হয়েছে। তিনি ২০২৫ সালের আগস্ট মাস নিয়ে করেছিলেন একাধিক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। সম্প্রতি তার সেই কথাগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে তৈরি হয়েছে উৎকণ্ঠা আতঙ্ক এবং কৌতূহলের মিশেল।

আগুনের ছারখার হবে পৃথিবী-বাবা ভাঙ্গার অন্যতম ভবিষ্যৎবাণী ছিল আগস্ট মাসে আকাশ থেকে আগুন নামবে এবং মাটির নিচ থেকেও আগুন বেরোবে। এই ভবিষ্যৎবাণীকে ঘিরে বিভিন্ন ব্যাখ্যা উঠে আসছে অনেকে বলছেন তিনি হতে পারে বনদাহ ,কেউ মনে করছেন এটি কোন জ্বালামুখীর উদগীরন, কিছু বিজ্ঞানী আবার আশঙ্কা করছেন এটি উল্কাপিণ্ড পতন হতে পারে। যা পৃথিবীকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ভবিষ্যৎবাণী এই প্রকাশ্যে আসার পর অনেকেই মনে করছেন প্রকৃতি হয়তো কোন মারাত্মক সংকেত দিচ্ছে। বিগত কয়েক বছর বিভিন্ন জায়গায় জলবায়ু বিপর্যয় এবং আগুনের প্রকোপ যে হারে বেড়েছে, তা যেন ভবিষ্যৎবাণী সত্যতার দিকেই ইঙ্গিত করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের জ্ঞান চর্চা (AI and New intelligence)-বাবা ভাঙ্গার দ্বিতীয় ভবিষ্যৎবাণী আরও আশ্চর্যজনক তিনি বলেছিলেন, “মানবজাতি এমন এক জ্ঞান বা বুদ্ধির স্তরে পৌঁছাবে যেখান থেকে নতুন কিছু শুরু হবে আর একবার যেটা খুলে যাবে তার কখনো বন্ধ হবে না।

আরও পড়ুন: কোলেস্টেরল পরীক্ষা কখন শুরু করবেন? ২০ বছর থেকেই জরুরি সতর্কতা

বিশেষজ্ঞরা মনে করছেন তিনি হয়তো Artificial intelligence যন্ত্রের চেতনা(machine consciousness)নিয়ে ইঙ্গিত দিয়েছেন বর্তমানে বিশ্বে AI প্রযুক্তির উত্থান,Chatgpt বা অন্যান্য শক্তিশালী language model এর বিকাশ সত্যিই এক নতুন যুগের সূচনা করেছে। প্রশ্ন উঠছেই অগাস্ট কি ঘটবে এমন কিছু যা AI জগতে চিরতরের জন্য ইতিহাস তৈরি করবে?।

এলিয়েনদের সঙ্গে যোগাযোগ(Alien contact)

শব্দের চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণীটি হলো 2025 সালে মানবজাতি প্রথমবার Alien contact ভিনগ্রহীদের সংযোগ পাবে। তবে এই সংযোগ দীর্ঘস্থায়ী হবে না। বাবা ভাঙ্গার দাবি করেন, ভিনগ্রহীরা ফিরে যাবে নিজেদের গ্রহে, আর এই সংযোগের দায়িত্ব নেবে ইউরোপীয় শক্তিগুলি(NATO , European union)। তবে এর ফল হতে পারে ইউরোপের মধ্য বিভেদ। বিশেষ করে পূর্ব ও পশ্চিম ইউরোপ(Eastern western Europe)এর মধ্যে মতানৈক্য এতটাই বাড়বে, যে ইউরোপীয় ইউনিয়নের(EU split )বিভাজন হতে পারে।

প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা (Natural disaster 2025): সবশেষে বাবা ভাঙ্গা উল্লেখ করেন যে 2025 সালে একটি বড় Natural disaster (প্রাকৃতিক বিপর্যয়) ঘটবে। যার প্রভাব থাকবে গোটা বিশ্বের উপর। এটি হতে পারে ভয়ংকর ভূমিকম্প, সুনামি, কিংবা কোন বৈশ্বিক আবহাওয়ার দুর্যোগ।

যদিও Baba Vanga এই ভবিষ্যৎ বাণী গুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবুও তার অতীতের অনেক বক্তব্য ও বাস্তবের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ আতঙ্কে। এই Baba Vanga prediction 2025 কি সত্যি আগস্ট মাসে মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে ?নাকি এ কেবল কাকতালীয় কিছু ঘটনার মিশেল? সময় দেবে তার উত্তর।

তবুও এ কথা বলা যায় বিশ্ববাসীর চোখ এখন অগাস্টের দিকে

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment