আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Rajinikanth Coolie Movie: প্রথম দিনেই অনলাইনে ফাঁস, পাইরেসির কোপে বক্স অফিস

Published on: August 17, 2025
Coolie Movie

Rajinikanth Coolie Movie: প্রথম দিনেই দর্শকদের কাছে পৌঁছে গেল রজনীকান্তের অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘Coolie‘। গতকাল ১৬ই আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি তবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি। বিভিন্ন পাইরেসি সাইডে ভরে ওঠে ছবির অবৈধ কপি, যার ফলে প্রথম দিনের বক্স অফিসের কালেকশন বড় ধাক্কা খেয়েছে সিনেমাটি।

দুপুরের মধ্যেই একাধিক জনপ্রিয় টরেন্ট ও পাইরেটেড সাইডে ছবি আপলোড করা হয়ে যায়। ২৪০ পি এর নিম্নমানের প্রিন্ট থেকে শুরু করে ১০৮০ পির এইচডি প্রিন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ফলে যারা সিনেমাটি হলে ছবি দেখতে যাওয়ার কথা ভেবেছিলেন তাদের একাংশ বেআইনি পথে অনলাইনে তা দেখে ফেলেছেন ‌।

তারকাখচিত কাস্ট ও গল্পের আকর্ষণ

Coolie ত্রর পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক লোকেশ কানাগারাজ। ছবিতে রাজনিকান্তের অভিনয় করেছেন দেবা চরিত্রে, যিনি এক প্রাক্তন সোনার চোরাচালানকারী। বহু বছর পর ক্ষমতায় ফিরে পাওয়ার আশায় তিনি পরিকল্পনা করেন সোনার পুরনো ঘড়ির মধ্যে লুকিয়ে থাকা প্রযুক্তি চুরি করার। তবেই ধীরে ধীরে পরিকল্পনা রূপ নেয় এক মারণ খেলার, যার পরিণতি ভয়ঙ্কর।

ছবিতে রজনীকান্ত এর সঙ্গে অভিনয় করেছেন নার্গাজুনা, আমির খান ও শ্রুতি হাসান। বিশেষত নার্গাজুনা ওনার অভিনয় নিয়ে নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন সোশ্যাল মিডিয়। এক দর্শক লিখেছেন “নার্গাজুনা ছিলেন পারফেক্ট ভিলেন, রজনীকান্তের সামনে দাঁড়ানোর মতো শক্তি, তিনিই দেখিয়েছেন” আমির খানের ক্যামিও উপস্থিতি দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

আরও পড়ুন: দেব-শুভশ্রীর এক দশক পর পর্দায় ফেরা, মুগ্ধ করল কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রেম-ড্রামা

আইনের চোখে অপরাধ পাইরেসি

ভারতের অনুমোদিত নয় এমন ওয়েবসাইটে গুলি দেখা বা ডাউনলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ। কপিরাইট আইন ভঙ্গ করলে সর্বোচ্চ দু লক্ষ টাকার জরিমানা বা কারাদণ্ড হতে পারে। শুধু তাই নয়, সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন পাইরেটেড সাইটগুলিতে থাকে ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও ফিশিং আক্রমণের ঝুঁকি। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, এমনকি অনলাইন প্রতারণার স্বীকার হওয়া সম্ভব। অনেকেই সাইটে আবার প্রাপ্তবয়স্ক ও জুয়া সংক্রান্ত কনটেন্ট ঢেলে দেয় যা কিশোরদের জন্য আরও ক্ষতিকর।

বক্স অফিসের বাইরে প্রভাব

পাইরেসি কারনে ক্ষতি শুধু বক্স অফিসে আয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় অভিনেতা, প্রযুক্তিবিদ, চিত্রগ্রাহক থেকে শুরু করে গোটা প্রোডাকশন টিমের দীর্ঘদিনের পরিশ্রম। অধিকাংশ পাইরেটেড কপিতে থাকে খারাপ সাউন্ড দৃশ্যের, ছেদ বিচ্ছেদ ও ওয়াটার মার্ক, সিনেমার আসল অভিজ্ঞতাকে নষ্ট করে দেয়।

তবুও রজনীকান্তের ভক্তরা ভোর থেকে সারি দিয়ে সিনেমা হলে হাজির হয়েছেন। প্রথম দিনের প্রথম শো দেখতে। হল ভর্তি দর্শকের উচ্ছ্বাস প্রমাণ করছে যে রজনীকান্তের কারিশমা এখনো অটুট। তার অসাধারণ অ্যাকশন সংলাপ ও উপস্থিতি ছবিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

সমালোচকদের প্রতিক্রিয়া

মানি কন্ট্রোল তাদের রিভিউতে কুলি ছবিতে দিয়েছে ৩.৫ তারকা এবং বলেছে এটি রজনীকান্তের ভক্তদের জন্য অবশ্যই দেখা উচিত। রজনীকান্তের সঙ্গে নার্গাজুনার মুখোমুখি সংঘর্ষ ছবিতে বিশেষ মাত্রা দিয়েছে।

প্রথম দিনেই পাইরেসির কবলে পড়ে কুলির ব্যবসায়ী ক্ষতি হলেও হল গুলিতে দর্শকদের ভিড় স্পষ্ট প্রমাণ করছে যে রজনীকান্ত এখনো প্রতিটি ভক্তের কাছে অপরাজেয় আইকন। প্রযুক্তি যতই বেআইনি পথে সিনেমা ফাঁস করুক না কেন তারকার কদর তাদের পর্দার জাদু দর্শকের সিনেমা হলে টেনে নিয়ে যায়।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment