Achyut Potdar Death: বলিউড তথা ভারতীয় বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ১৮ই আগস্ট সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় চরিত্র। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্রপাড়া।
চার দশকের অভিনয় জীবন
তিনি শুধু এক অভিনেতাই নন ছিলেন বলিউডের এক বিশেষ পরিচিত মুখ। 40 বছরের বেশি সময় ধরে তিনি 125 টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। প্রতিটি চরিত্রে তার সহজ, সরল অথচ শক্তিশালী অভিনয় তাকে পৌঁছে দিয়েছে দর্শকদের হৃদয়। কখনো আবার হাস্যরসাত্মক ভূমিকায় তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
উল্লেখযোগ্য চরিত্র
অভিনেতার অভিনীত বহু ছবি আজ দর্শকদের স্মৃতিতে জ্বলজ্বলে।তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে-
- আক্রোশ
- অর্ধসত্য
- তেজাব
- পরিন্দা
- রাজু বান গয়া জেন্টলম্যান
- দিলওয়ালে
- রঙ্গিলা
- বাস্তব
- হাম সাত সাত হে
- পরিণীতা
- লাগে রাহো মুন্নাভাই
- দাবাং টু
- ভেন্টিলেটর
তবে আমির খান সুপারহিট ছবি থ্রি ইডিয়েটসে তার ছোট্ট ভূমিকা বিশেষভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল ছবিতে তিনি ছিলেন একজন অধ্যাপক। তার বলা সংলাপ -“ক্যাহনা কিয়া চাহতে হো” দর্শকদের মনে আজও অমর।
টেলিভিশনে সমান জনপ্রিয়
শুধু বড়পর্দাই নয় ছোট পর্দাতে ও ছিলেন তিনি সমান জনপ্রিয় বহু টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য
- ভারত এক খোঁজ
- অল দ্য বেস্ট(দূরদর্শন)
- প্রধানমন্ত্রী
- আগলে জনম মোহে বেটিয়া হি কিজো
- আহট সিজন ১
- ওয়াগলে কি দুনিয়া
- মাঝা হোশিল না
প্রত্যেকটি ধারাবাহিকেই তার অভিনয় ছিল স্বতন্ত্র ও স্মরণীয়। জীবনের অন্য অধ্যায়
অভিনেতা হওয়ার আগে তিনি ছিলেন ভারতীয় বিমানবাহিনীর এক অফিসার চাকরি। চাকরি থেকে অবসর নেওয়ার পরই তিনি পূর্ণমাত্রায় অভিনয় জগতে পা রাখেন। এর পাশাপাশি তিনি কাজ করেছিলেন একাধিক বহু জাগতিক সংস্থায়। অভিনয়ের প্রতি অদম্য ভালবাসা এবং পরিশ্রম তাকে পৌঁছে দিয়েছিল অভিনয় জগতের শীর্ষে।
আরও পড়ুন: দেব-শুভশ্রীর এক দশক পর পর্দায় ফেরা, মুগ্ধ করল কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রেম-ড্রামা
বলিউডের শ্রদ্ধা
Achyut Potdar Death বলিউডে নেমে এসেছে শোকের ছায়া ।সহকর্মী থেকে শুরু করে দর্শক সকলেই তাকে স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন ,তিনি ছিলেন অদ্ভুত এক প্রতিভা। তার প্রতিটি চরিত্র ছিল প্রাণবন্ত ও বাস্তব সম্মত।
অচ্যুত পোতদার ছিলেন সেইসব অভিনেতাদের একজন অভিনেতাদের একজন যারা সবসময় সামনে না থাকলেও, তার উপস্থিতি প্রতিটি ছবিকে আলাদা মাত্রা দিত।চরিত্রাভিনেতা হিসেবেই তিনি বলিউডই নিজের জায়গা তৈরি করেছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভারতীয় সিনেমা হারালো এক অমূল্য রত্নকে।