আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে সতর্কতা কলকাতায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Published on: August 22, 2025
West Bengal Weather Update

West Bengal Weather Update: পশ্চিমবঙ্গের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা ক্রমশই উত্তর দিকে সক্রিয়ভাবে সরে যাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের আকাশে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই আগামী কয়েক দিন ধরে বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

সমুদ্র উত্তাল থাকার কারণেই উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর(West Bengal Weather Update)। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্রে অস্থির পরিস্থিতি যে কোন সময় বিপদজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

চলতি সপ্তাহতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: আজকে পেট্রোল ও ডিজেলের দাম কত? জানুন

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও ছত্রিশগড়ে অবস্থান করছে। যদিও ধীরে ধীরে এটি শক্তি হারিয়ে সুপুষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে আগামী কয়েক দিন ধরে উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে।

দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী সোমবার পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে।মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে,সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে(West Bengal Weather Update)।

আগামী দিনে শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস। বৃষ্টি না হলেও উচ্চমাত্রার আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

রাতে দক্ষিণ ও উত্তর উভয় অংশে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি চলবে বিশেষ করবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গেও উপর দিকের জেলা থেকে শুরু করে মালদাহ ও দুই দিনাজপুরে শনিবার রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও আর্দ্রতা জনিত অস্বস্তি অব্যাহত থাকবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment