আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

US Tariff India: মার্কিন শুল্কে চাপ, কিন্তু আত্মসমর্পণ নয়, বার্তা প্রধানমন্ত্রী

Published on: August 27, 2025
US Tariff India

US Tariff India: আগামী ২৭শে আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক (US Tariff ) আরোপ করতে চলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে ভারত আমেরিকা বাণিজ্য (Trade agreement) সম্পর্ক নতুন করে চাপে পড়েছে। তবে সোমবার গুজরাটে আমেদাবাদে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, চাপ যতই আসুক না কেন, ভারত আত্মসমর্পণ করবে না। তার বার্তা ভারত তার শক্তি বাড়ি এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে।

সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “যতই চাপ আসুক না কেন আমরা তার মোকাবিলার জন্য শক্তি বৃদ্ধি করে যাব। আত্মনির্ভর ভারত যে সংকল্প আমরা নিয়েছিলাম, তার পথে আমরা অনেক দূর এগিয়েছি। দেশ আরও শক্তিশালী হয়েছে।”

মোদির এই বক্তব্য স্পষ্ট করে দিল যে আমেরিকার বাড়তি Import duty এর সিদ্ধান্তের ফলে ভারত চাপে পড়লেও সরকার পিছিয়ে আসবে না। বরং ভারতীয় অর্থনীতি আরও মজবুত করার পথেই হাঁটবে কেন্দ্র।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যার মধ্যে ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা অন্তর্ভুক্ত। এর ফলে প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার রপ্তানির ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা অর্থবিদদের।

তবে তাদের মতে, অভ্যন্তরীণ বাজার চাহিদা (Domestic demand) বাড়ানো গেলে সেই ক্ষতি কিছুটা সামলানো সম্ভব। পাশাপাশি নতুন লগ্নি (Investment )আকর্ষণ এবং দেশীয় উৎপাদন (Manufacturing) জোরদার করা গেলে ভারত এই আঘাত মোকাবিলা করতে পারবে।

অর্থনৈতিক অগ্রাধিকারের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মোদি বলেন ,“আমার কাছে কৃষক, গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোন আপোষ করা হবে না।” তার দাবি গোটা বিশ্বের অর্থনৈতিক নীতি এখন অগ্রাধিকারের ভিত্তিতে গঠিত হচ্ছে, আর ভারতও সেই বাস্তবতাকে সামনে রেখেই নীতি প্রণয়ন করছে।

আরও পড়ুন: পুতিন জেলেনস্কির বৈঠক সম্ভাবনা নাকচ, ট্রাম্পের উদ্যোগে অনিশ্চয়তার মেঘ

আমেদাবাদের সভায় মোদি দেশবাসীকে বিশেষ আহ্বান জানান,“আমাদের সকলেরই কেবল ভারতের তৈরি পণ্য কেনার মন্ত্র অনুসরণ করা উচিত। ব্যবসায়ীদের উচিত তাদের প্রতিষ্ঠানের বাইরে বড় বোর্ড ঝোলানো, যাতে লেখা থাকে তারা কেবল স্বদেশী পণ্য বিক্রি করেন।”

এই আহ্বান স্পষ্টই মার্কিন শুল্কের পাল্টা বার্তা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, Made India পণ্যের ব্যবহার বাড়লেই ভারতীয় অর্থনীতি টিকে থাকবে এবং স্বনির্ভরতার পথ আরও মজবুত হবে।

মার্কিন প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা স্পষ্ট আত্মসমর্পণ নয়, বরং শক্তি বাড়িয়ে এগিয়ে চলা। বিরোধীদের আমদানি নির্ভর অর্থনীতি নিয়ে আক্রমণ, অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ানোর পরিকল্পনা এবং ‘Made India’ কেন্দ্র করে আত্মনির্ভর ভারতের ডাক সব মিলিয়ে এই মুহূর্তে বাণিজ্য যুদ্ধের ময়দানে ভারত প্রস্তুত হচ্ছে এক নতুন লড়াইয়ের জন্য।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment