আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Paytm UPI Changes 2025: UPI ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে UPI payment, পেমেন্ট গুগল কি বলছে জানুন

Published on: September 2, 2025
Paytm UPI Changes 2025

Paytm UPI Changes 2025: আজকের দিনে টাকা লেনদেনের সবচেয়ে সহজ মাধ্যম হয়ে উঠেছে। ইউপিআই (UPI)। নগদ টাকা বহন না করেই শুধু স্মার্টফোনের সাহায্যে মুহূর্তে কেনাকাটা থেকে শুরু করে বিল পরিশোধ সবই এখন হাতের মুঠোয়। তবে সাম্প্রতিক ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে এক গুরুত্বপূর্ণ খবর। গুগল ও পেটিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে Payment UPI Changes কার্যকর হতে চলেছে এবং এর ফলে ব্যবহারকারীদের পেমেন্ট ব্যবস্থায় কিছু পরিবর্তন আসবে।

কেন এই পরিবর্তন?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI ) এর নির্দেশ মেনে পেটিএম কে তাদের ইউপিআই পরিষেবায় পরিবর্তন আনতে হয়েছে। আগে যেখানে ব্যবহারকারীরা @paytm হ্যান্ডেল ব্যবহার করতেন, এখন তা আর চলবে না। পরিবর্তে পেটিএম ইউপিআই ব্যবহারকারীদের নতুন হ্যান্ডেল দেওয়া হচ্ছে যেমন-@pthdfc,@ptasbi ইত্যাদি। অর্থাৎ যারা এখনো পুরনো @paytm হ্যান্ডেল ব্যবহার করছেন তাদের দ্রুত নতুন হ্যান্ডেল পরিবর্তন করতে হবে।

গুগলের সতর্কবার্তা

কিছুদিন আগে ভারতের এন্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের পক্ষ থেকে একটি সতর্কবার্তা পান। যেখানে স্পষ্ট জানানো হয়েছিল, ৩১শে আগস্ট, ২০২৫ থেকে পুরনো @paytm UPI হ্যান্ডেলগুলি আর গুগল প্লে স্টোরে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আ্যন্ড্রয়েড অ্যাপের সাবস্ক্রিপশন বা google প্লে এর অন্য যে কোন পেমেন্ট এর ক্ষেত্রে @paytm ব্যবহার করলে তা ব্যর্থ হবে।

এমন সতর্কবার্তার পর অনেক ইউজারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা, বর্তমানে বেশিরভাগ মানুষ এই অনলাইন সাবস্ক্রিপশন, অ্যাপ কেনাকাটা কিংবা পরিষেবার জন্য ইউপিআই এর উপর নির্ভরশীল। গুগলের বার্তাটি পরিষ্কার ভাবে না পৌঁছানোর কারণে কিছু বিভ্রান্তি ও তৈরি হয়েছিল। তবে পরে কোম্পানি জানায়, উদ্দেশ্য শুধু ব্যবহারকারীদের সময়মতো সতর্ক করা এবং বিকল্প ব্যবস্থা নিতে বলা।

ব্যবহারকারীদের কি করতে হবে

এই পরিবর্তনের ফলে সবচেয়ে বড় দায়িত্ব ব্যবহারকারীর ওপর পড়ছে। যদি এখনো আপনার ইউপিআই হ্যান্ডেল @paytm হয়ে থাকে, তবে যত দ্রুত সম্ভব সেটি আপডেট করতে হবে। অন্যথায়, গুগল প্লে স্টোরে আপনার সাবস্ক্রিপশন রিনুয়াল কিংবা অন্য কোন পেমেন্ট বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: এই পুজোতে উত্তরবঙ্গ ভ্রমণে যেতে চান, যাত্রী চাপ কমাতে ট্রেন বাড়ালো পূর্ব রেল

গুগলের নির্দেশ অনুযায়ী-

  • ইউজারদের তাদের নতুন পেটিএম ইউপিআই হ্যান্ডেল ব্যবহার শুরু করতে হবে
  • সাবস্ক্রিপশন রিনিউয়ালের আগে অবশ্যই গুগল প্লে তে পেমেন্ট পদ্ধতি আপডেট করতে হবে।
  • বিকল্প হিসেবে চাইলে অন্য কোন ব্যাংকের ইউপিআই হ্যান্ডেল বা ডেভিড /ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে।

কেন এই পরিবর্তন জরুরী

বিশেষজ্ঞদের মতে পেটিএম ইউপিআই এর উপর NPCI পর এর নতুন নিয়ম প্রয়োগ করা হচ্ছে নিরাপত্তা ও স্বচ্ছতার স্বার্থে। আলাদা হ্যান্ডেল এর ব্যবহারের ফলে ব্যবহারকারীদের লেনদেন আরো নির্ভরযোগ্য হবে এবং ব্যাংকের মাধ্যমে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

Payment UPI Changes নিয়ে তৈরি হওয়া আতঙ্ক আসলেই ততটা ভয় পাওয়ার মতো নয়। এটি মূলত একটি প্রযুক্তিগত পরিবর্তন, যা NPCI এর নির্দেশে করা হচ্ছে। তবে ব্যবহারকারীদের সতর্ক হয়ে পুরনো @paytm হ্যান্ডেল বাদ দিয়ে নতুন হ্যান্ডেল ব্যবহার শুরু করতে হবে।সময় মতো পরিবর্তন করলে কোন সমস্যাই হবে না, বরং পেমেন্ট আরো সহজ ও নিরাপদ হবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment