Flipkart Big Billion Days 2025: পুজো মানেই উৎসব আর এই পুজোর সময় আনন্দ তার সঙ্গে কেনাকাটা রয়েছে। আর এই সময়ের সেরা অফার নিয়ে হাজির হয় ফ্লিপকার্টের ফ্ল্যাগশিপ ইভেন্ট Flipkart big billion day sale 2025 প্রতিবছরই কোটি কোটি ক্রেতায় এই সেলের জন্য অপেক্ষা করেন, কারণ এখান থেকে স্মার্টফোন থেকে ল্যাপটপ টিভি থেকে ফ্যাশন সব কিছুর উপরই বিশাল ডিসকাউন্ট। এই বছরে ফ্লিপকার্ট তাদের এই ঐতিহ্য ধরে রাখতে চলেছে।
Flipkart big billion day 2025 sale date
এখনো আনুষ্ঠানিক ভাবে তারিখ ঘোষণা করেনি Flipkart। ওয়েবসাইট অ্যাপে শুধু ‘coming soon’ব্যানার দেখা যাচ্ছে। তবে পূর্ববর্তী বছরের অভিজ্ঞতায় দেখা যায় বিগ বিলিয়ান ডে সাধারণত সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে হয়। এবারেও একই সময় সেল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। উৎসবের মৌসুমে এই মেগা সেলের প্রতিদ্বন্দ্বী Amazon great Indian festival sale 2025 কেউ কড়া টক্কর দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
Big discount on smartphones and gadgets
Flipkart big billion days 2025 নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা স্মার্টফোন ক্রেতাদের মধ্যে। গুঞ্জন রয়েছে এই সেলে Samsung galaxy s25, Google pixel 10, oneplus 13, iQOO Neo series এর মত প্রিমিয়াম ফোনে থাকবে বিশাল ছাড়। পাশাপাশি Samsung galaxy s24 এর দামে বড় পতন হতে পারে।
সবচেয়ে চমকপ্রদ অফার হতে পারে iPhone 16 এর ওপর, বছর পর্যন্ত সর্বনিম্ন দামে পাওয়া যেতে পারে। কারণ, Apple ইতিমধ্যেই Apple 17 launch করার প্রস্তুতি নিচ্ছে। ফলে পুরনো মডেলের দাম বড় সড় ছাড় নেওয়া সম্ভবনা প্রবল। এছাড়াও, smart TV, laptop, tablet, wearable gadget এ আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।
Bank offer and EMI benefit
প্রতিবারের মতো এবারেও Flipkart big billion days 2025 sale থাকে বিশেষ ব্যাংক অফার। এবার Axis Bank এবং ICICI Bank ইতিমধ্যেই সহযোগী হিসেবে নিশ্চিত হয়েছে। এই ব্যাংকের কার্ড ব্যবহার করলে মিলবে instant discount,cashback offer, no cost EMI এর সুবিধা।
শুধু তাই নয়, wallet offer এবং upi payment discountনির্বাচিত এর মাধ্যমে ক্রেতাদের অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন। ফলে বড় অংকের কেনাকাটাও হবে সহজলভ্য।
Sponsorshipএবং extra benefits
Flipkart এবছর Samsung galaxy AI এবং Intel core কে স্পন্সার হিসেবে নিযুক্ত করেছে। এর মানে Samsung স্মার্টফোন ও Intel চালিত ল্যাপটপে থাকবে এক্সক্লুসিভ অফার। Big Billion days আরো আকর্ষণীয় হয়ে উঠবে।
কেন এত জনপ্রিয় Flipkart Big Billion days?
এই সেলের মূল জনপ্রিয়তার কারণ হলো প্রতি বিভাগে বিশাল সার সহজ EMI সুবিধা আর সঙ্গে ক্রেতাদের জন্য সেরা পেমেন্ট অপশন। এছাড়াও ফ্লিপকার্ট আগেই প্রোডাক্ট টিজার প্রকাশ করে, যাতে ক্রেতারা পছন্দের জিনিস আগে থেকে উইশলিস্টে যোগ করতে পারেন।
আরও পড়ুন: UPI ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে UPI payment, পেমেন্ট গুগল কি বলছে জানুন
পুজো ও দীপাবলীর মরশুমে কেনাকাচার সেরা জায়গা হয়ে উঠেছে Flipkart Big Billion days 2025 sale। যদিও তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে মেগা সেল শুরু হবে বলে ধরে নেওয়া হচ্ছে। স্মার্ট ফোন ল্যাপটপ স্মার্ট টিভি ফ্যাশন ও ইলেকট্রনিক সব কিছুর উপরেই থাকবে ব্লকবাস্টার ডিসকাউন্ট।
তাই যারা নতুন ফোন বা গেজেট কেনার পরিকল্পনা করছেন, তারা এখনই Flipkart app বা website এ গিয়ে প্রোডাক্ট wishlist করে রাখুন সেল লাইভ হলেই পেয়ে যাবেন বছরের সেরা অফার।