Total Lunar Eclipse Blood Moon 2025: রবিবার রাত যেন হয়ে উঠতে এক অনন্য মহাজাগতিক অভিজ্ঞতার সাক্ষী। আকাশ প্রেমীদের চোখ থাকুক আকাশের দিকে, কারণ সেদিন রাতেই ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের আকাশ থেকেও দেখা যাবে এই বিরল দৃশ্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন, রবিবার রাত ৮ টা ৫৮ মিনিটে ভারতীয় সময় থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ ধীরে ধীরে ফ্যাকাসে হতে হতে চাঁদ ১১টা ৪২ মিনিট নাগাদ রক্তিম লাল হয়ে উঠবে। এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া সহ নানান প্রান্ত থেকেও এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে।
চন্দ্রগ্রহণের বিজ্ঞান
চাঁদে নিজস্ব কোন আলো নেই। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয় বলেই আমরা পৃথিবী থেকে তাকে উজ্জ্বল দেখি। কিন্তু পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়,তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না। বদলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখনই ঘটে চন্দ্রগ্রহণ।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুরো চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে ঢেকে যায়। তবে বিস্ময়ের বিষয় হল চাঁদ কখনোই কালো হয়ে যায় না। বরং সেই সময় চাঁদ রক্তিম কিংবা লালচে আভা ধারণ করে এই কারণেই পূর্ণ ক্লাস চন্দ্রগ্রহণকে অনেক সময় বলা হয় ‘রক্তচাপ’ বা ব্লাড মুন।
কেন লাল হয়ে যায় চাঁদ?
এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয় বা প্রতিসরিত করে। সূর্যের আলো নীল অংশ বায়ুমন্ডলের ছড়িয়ে যায় চারদিকে, কিন্তু লাল অংশটি তুলনামূলকভাবে বেশি প্রবেশ করে এবং তা চাঁদের উপর গিয়ে পড়ে। তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ দেখতে গারো লালচে মনে হয়। এ কারণেই গ্রহণের সময় চাঁদ কখনোই পুরোপুরি কাল দেখা যায় না।
কোথায় দেখা যাবে গ্ৰহণ
ভারতের প্রায় সব শহর থেকে আকাশ পরিস্কার থাকলে চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। কলকাতা,দিল্লি, মুম্বাই, পুণে, লখনউ, হায়দ্রাবাদ ও চন্ডী গড়ের মানুষ বিশেষভাবে স্পষ্টভাবে দেখতে পাবেন এই ঘটনা। শুধু ভারতই নয়, এশিয়া, আফ্রিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশ থেকেও চাঁদ দেখতে গাঢ় লালচে মনে হয়।এই কারণে গ্ৰহণের সময় চাঁদ কখনও পুরোপুরি কালো দেখা যায় না।
আকাশপ্রেমীদের জন্য বিরল মুহূর্ত
চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিজ্ঞান জন্য নয়, সাধারণ মানুষের কাছেও রোমাঞ্চকর এক দৃশ্য। রাতের আকাশে হঠাৎই যখন চাঁদ সাদা থেকে লালচে হয়ে যায়, তখনই সেই দৃশ্য মনে গেঁথে থাকে আজীবন। রবিবার রাত তাই হয়ে উঠতে পারে পরিবার -পরিজন বা বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর উপলক্ষ।
গ্ৰহণ দেখার পরামর্শ
গ্ৰহণ দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই।খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তবে দূরবীন ব্যাবহার করলে আরও স্পষ্টভাবে চাঁদের পরিবর্তিত রূপ ধরি দেবে। আকাশ যদি মেঘমুক্ত থাকে, তবে রাত ৮টা ৫৮ মিনিট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত উপভোগ করা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা।
আরও পড়ুন: পুজোয় টেক যুদ্ধ! iphone 17 বনাম samsung galaxy s25 কোনটি আপনার জন্য সেরা?
আকাশের অদ্ভুত রূপ আমাদের সব সময়ই মুগ্ধ করে। রবিবার রাতের পূর্ণগ্ৰাস চন্দ্রগ্রহণও সেই রূপেই এক অসাধারণ প্রকাশ। রাত ১১টা৪২ মিনিটে যখন চাঁদ সবচেয়ে লাল দেখাবে, তখন ভারতের কোটি কোটি মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে আকাশের দিকে।এ এক বিরল দৃশ্য,যা বহু মানুষের স্মৃতি থেকে যাবে আজীবন।