আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

বর্ধমানের শিল্পীর হাতে তৈরি Fiber Durga Idol Export From Burdwan পাড়ি জমালো কানাডায়

Published on: September 15, 2025
Fiber Durga idol export from Burdwan

শারদীয়ার আগে সুখবর বর্ধমানে এক শিল্পীর ঘর থেকে বাঙালির আবেগ আর আধ্যাত্মিকতার প্রতীক দুর্গা প্রতিমা এবার পারি জমাচ্ছে সুদূর কানাডায়। বর্ধমানের মৃৎশিল্পী সিদ্ধার্থ পাল ও তার স্ত্রী তন্দ্রা পাল এর ফর্ম আর নিষ্ঠার ফলেই তৈরি হলো এই অনন্য সৃষ্টি। ফাইবার দিয়ে তৈরি সাবেকি একচালার Fiber Durga idol export from Burdwan যা কানাডার অন্টারিও প্রদেশে পৌঁছে যাবে দুর্গোৎসবের এর আগে।

ছোট অথচ নিখুঁত একচালার প্রতিমা

শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি এই প্রতিমা আকারে ছোট হলেও শৈল্পিকতায় ভরপুর। মাত্র বাইশ দিনের মধ্যে তৈরি করা হয়েছে প্রতিমাটি। এক চলার প্রতিমা রয়েছেন মা দুর্গা, বাহন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। প্রতিমার পেছনে সুক্ষভাবে আঁকা চালচিত্র রয়েছে। প্রেম সহ এই Fiber Durga idol ওজন প্রায় আড়াই কেজি।

প্রতিমাটি ৩০ ইঞ্চি চওড়া এবং ২০ ইঞ্চি লম্বা। চার থেকে ছয় মিলিমিটার পুরু ফাইবার গ্লাস ব্যবহার করে গড়া হয়েছে এই মূর্তি। বিদেশে পরিবহন খরচ কমানোর বিষয়টি ও মাথায় রেখেছেন শিল্পী। তাই মূর্তিটি একদিকে হালকা অন্যদিকে টেকসই।

প্রতিমা তৈরীর ধাপ

প্রথমে মাটির আদলে একটি দুর্গা মূর্তি তৈরি করেন শিল্পী সিদ্ধার্থ পাল।এই মডেল উদ্যোক্তাদের দেখে অনুমোদন নেন। সবুজ সংকেত পাওয়ার পর মাটির মূর্তির ওপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে সাজ তৈরি করা হয়। পরে সেই ছাঁচে ফাইবার গ্লাস ঢেলে গড়ে ওঠে প্রতিমা সবশেষে রং নকশা ও সুক্ষ্ম অলঙ্করণে প্রাণ পায় এই fiber Durga idol।

আন্তর্জাতিক অর্ডারের গল্প

সিদ্ধার্থ পাল জানিয়েছেন নদীয়ার শান্তিপুরে তার এক আত্মীয় কানাডায় পোশাক রপ্তানির ব্যবসা করেন। সেই সূত্রেই প্রথমে কানাডা থেকে অর্ডার আসে। এরপর অন্টারিওর পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী প্রতিভা তৈরি করেন।

এর আগেই শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। তবে Durga idol export from Burdwan এবারই তাঁর প্রথম। তাই এই কাজটি তার কাছে একদিকে গর্ব অন্যদিকে আনন্দেরও বিষয়।

বৈশ্বিক পরিসরে বর্ধমানের শিল্পকলা

বর্ধমানের মৃৎশিল্প বহু বছর ধরে বাংলার ঐতিহ্যের অন্যতম প্রতীক। এবার সেই শিল্পকলা বিদেশের মাটিতে পা রাখছে। কানাডায় বসবাসরত বাঙালিরা পুজোর সময় এই প্রতিমার মাধ্যমে স্বদেশের ছোঁয়া অনুভব করবেন।

আরও পড়ুন: নামের সঙ্গে মিল থাকা এই সিনেমাটি অনন্তকাল ধরে চলে বলে মনে হচ্ছে, জানুন বিস্তারিত

Durga Puja in Canada শুধু বাঙালি সম্প্রদায়ের উৎসব নয় তা এখন আন্তর্জাতিক মেলবন্ধনের উৎসব। এমন সময় বর্ধমানের প্রতিমা যখন কানাডায় পৌঁছবে, তখন সেটি নিঃসন্দেহে একটি নতুন ইতিহাস করবে।

বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল এবং তার স্ত্রী তন্দ্রা পালের পরিশ্রমের ফলে এই তৈরি হলো এই ফাইবারের মূর্তি। ছোট হলেও নিখুঁত নকশা আর সাবেকি ধাঁচে গড়া এই মুহূর্তে ইতিমধ্যেই শিল্প মহলে প্রশংসা করিয়েছে। বিদেশে দুর্গাপূজো যখন আরও বড় আকার নিচ্ছে, তখন Fiber Durga Idol Export from Burdwan নিঃসন্দেহে বাংলার শিল্পকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment