আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

UPI Rule Change 2025: ১৫ সেপ্টেম্বর থেকে Phonepe Gpay লেনদেনের সীমা বদলাবে, জেনে নিন বিস্তারিত

Published on: September 15, 2025
UPI Rule Change 2025

UPI Rule Change 2025: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। UPI rule change 2025 অনুযায়ী, ১৫ ই সেপ্টেম্বর থেকে লেনদেনের নতুন নিয়ম কার্যকর হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে যে এবার থেকে Gpay, Phonepe বা অন্যান্য UPI প্ল্যাটফর্মের লেনদেনের সীমা ও প্রক্রিয়া বড়সড়ো পরিবর্তন হবে। বিশেষত ব্যক্তি থেকে ব্যবসায়িক (Person -to-Merchant) লেনদেনে এই পরিবর্তন বেশি কার্যকর হবে।

চলতি বছরের আগস্ট মাসেও UPI ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছিল। এবার আরো একধাপ এগিয়ে NPCI বড় অংকের লেনদেনের সহজ করে দিল। অর্থাৎ বীমা প্রিমিয়াম ঋণের EMI, ভ্রমণ খরচ কিংবা বিনিয়োগের মতো ক্ষেত্রে এখন থেকে অনেক বেশি টাকা ট্রান্সফার করা যাবে তবে পরিবার বা বন্ধুকে টাকা পাঠানোর সীমা আগের মতই থাকছে ১ লক্ষ টাকা পর্যন্ত।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক UPI transaction limit themes form September 15-2025

নতুন নিয়মে কোথায় কত লেনদেন করা যাবে?

  • বিনিয়োগ এবং বীমা-আগে যেখানেই প্রতি লেনদেন 2 লক্ষ টাকা দেওয়া যেত এখন তা বের হয়েছে ৫ লাখ টাকা। প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। ফলে বিমা প্রিমিয়াম বা বাজারে বড় অঙ্কের বিনিয়োগ করতে আর কোন ঝামেলা থাকবে না।
  • সরকারি মার্কেটপ্লেস এবং কর প্রদান-আগে কর বা সরকারি ই লেনদেনের সীমা ছিল ১ লাখ টাকা। এখন প্রতি লেনদেনে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়া যাবে এটি সাধারণ নাগরিক ও ব্যবসায়ী উভয়ের জন্যই স্বস্তির খবর।
  • ভ্রমণ বুকিং-ট্রেন ফ্লাইট বা হোটেল বুকিং এর ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে একবারে ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া যাবে। দৈনিক সর্বোচ্চসীমা ১০ লাখ টাকা। যারা নিয়মিত ভ্রমণ করেন তাদের জন্য এই পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ।
  • ক্রেডিট কার্ড বিল প্রদান-আগে সীমা কম থাকলেও এখন একেবারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড বিল দেওয়া যাবে। তবে দৈনিক সীমা রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বড় অংকের বিল মেটানো আরও সহজ হবে।
  • ঋণ ও ইএমআই সংগ্রহ
    ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ইএমআই সংগ্রহ পরিবর্তন আনা হয়েছে। পতি লেনদেনে ৫ লক্ষ টাকা এবং প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে।
  • গয়না ক্রয়-গহনা কেনার ক্ষেত্রে নতুন সীমা অনুযায়ী এখন ১ লাখ টাকার পরিবর্তে ২লাখ টাকা পর্যন্ত দেওয়া যাবে। দৈনিক সর্বোচ্চ সীমা ৬ লাখ টাকা।
  • টার্ম ডিপোজিট- আগে যেখানে টার্ম ডিপোজিট একেবারে ২ লক্ষ টাকা দেওয়া যেত, এখন তা বেড়ে হয়েছে ৫ লক্ষ টাকা।

কোন ক্ষেত্রে কোন পরিবর্তন হয়নি

ডিজিটাল আ্যকাউন্ট খোলার সীমা এখনো ২ লাখ টাকা রয়েছে। এছাড়াও খুব শীঘ্রইBBPS (Bharat Bill Payment System) এর মাধ্যমে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সীমা হবে প্রতি লেনদেনে ৫ লাখ টাকা এবং দৈনিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ার দিবস কবে, কেন পালন করা হয়? দিনটির কিছু উক্তি, শুভেচ্ছা বার্তা এবং GIF সম্পর্কে জেনে নিন বিস্তারিত

এই পরিবর্তনের উপকারিতা

NPCI জানাচ্ছে এই নিয়ম বদলের ফলে বৃহৎ অংকের ডিজিটাল পেমেন্ট আরও সহজ হয়ে যায়। বিশেষ করে ব্যবসায়ী বিনিয়োগকারী এবং নিয়মিত ভ্রমণ কারীরা এতে উপকৃত হবেন। একই সঙ্গে সাধারণ মানুষও EMI বা বীমা প্রিমিয়ামের মতো প্রয়োজনীয় খরচ সহজে মেটাতে পারবেন। সবচেয়ে বড় কথাই পরিবর্তন নগদ বিহীন অর্থনীতিকে আরো উৎসাহিত করবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment