Meta job oppertunity in India 2025: আপনি কি হিন্দি ভাষায় দক্ষ তাহলে আপনার জন্য রয়েছে দারুণ চাকরি সুযোগ। সম্প্রতি ফেসবুকের প্যারেন্ট কম্পানি মেটা (Meta Platforms) ঘোষণা করেছে, তারা হিন্দি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence) তৈরি করার জন্য নতুন কর্মী নিয়োগ করবে। এই চাকরিতে বেতন হতে পারে মাসে প্রায় ১০ লক্ষ টাকা।
কত বেতন দেবে মেটা
মেয়েটার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের প্রতি ঘন্টায় ৫৫ মার্কিন ডলার করে দেওয়া হবে যদি কোন প্রার্থী মাসে অন্তত ২৫ দিন প্রতি ঘন্টায় ৮ ঘণ্টা কাজ করেন তাহলে তার মাসিক আয় দাঁড়াবে প্রায় ৯ লক্ষ ৭২ হাজার টাকা। যা ভারতের চাকরিপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে এক আকর্ষণীয় প্রস্তাব।
কেন এই নিয়োগ
মেটা এবার ভারতীয় বাজারে( Made in India ) কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চাইছে। ভারতের বিশাল জনসংখ্যা এবং ভাষার বহুমুখিতা এই দেশের বাজার কে বিশ্বের অন্যতম লাভজনক ক্ষেত্র করে তুলেছে। শুধুমাত্র ইংরেজি এবং অনুবাদ নির্ভর চ্যাটবট নয়, ভারতীয় সংস্কৃতি ও আঞ্চলিকতার ছোঁয়া থাকবে এমন চ্যাটবট তৈরি করায় মেটার উদ্দেশ্য। তাই এবার হিন্দি ভাষাভিত্তিক চ্যাটবট (Hindi AI Chatbot) তৈরি করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করছে এই সংস্থা।
নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগবে
- হিন্দি ভাষায় (Hindi language proficiency) দক্ষতা থাকতে হবে
- গল্প লেখা ও ক্যারেক্টর ডিজাইনে (Creative writing & Character design) অন্তত ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে
- প্রার্থীদের সৃজনশীলতা নিয়ে (instagram, whatsapp এবং messenger)-এর জন্য আকর্ষণীয় AI চ্যাটবটের ‘পার্সোনালিটি’ তৈরি করতে হবে।
মেটার ভবিষ্যৎ পরিকল্পনা
মেটার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) জানিয়েছেন তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করছেন যেখানে AI চ্যাটবট মানুষের বন্ধুর মত কাজ করবে। শুধু কথোপকথন নয় ব্যবহারকারীর সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারবে এই চ্যাট বট। আর সেই কারণেই স্থানীয় ভাষা ও সংস্কৃতির ছোঁয়া দেওয়ার দিকে জোর দিচ্ছে মেটা।
বিতর্ক আছে
তবে মেটার উদ্যোগ নিয়ে বিতর্ক রয়েছে। এর আগেও মেয়েটার তৈরি চ্যাট বট গুলির বিরুদ্ধে বহু তথ্য ছড়ানোর পক্ষপাত মূলক আচরণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠেছে। তাই নতুনই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্নও রয়েছে।

ভারতের জন্য এর তাৎপর্য
ভারতের বাঁচার শুধু ব্যবহারকারীর দিক থেকে নয় প্রযুক্তি ক্ষেত্র এখন বিশ্বের নজরে। মেয়েটা যদি হিন্দি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট বট সফলভাবে চালু করতে পারে, তবে তা ডিজিটাল ভারতের পরবর্তী ধাপ হয়ে উঠতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে ঝুঁকিও কম নয় তথ্য সুরক্ষা নৈতিক ব্যবহার এবং অপব্যবহার রোধ করায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেটার সামনে।
আরও পড়ুন: RRB NTPC UG Answer Key 2025: রেসপন্স সিট ডাউনলোড করার পদ্ধতি জানুন
Meta Job Vacancy 2025 হিন্দি জানেন? তাহলে আপনার জন্য মেয়েটা দিচ্ছে মাসে দশ লাখ টাকার বেতনের চাকরি। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হিন্দি চাটবত তৈরির জন্য এই বিশেষ নিয়োগ। তবে আবেদন করার আগেই প্রার্থীদের থাকতে হবে অভিজ্ঞতা ও যোগ্যতা। মেটার এই পদক্ষেপ একদিকে যেমন ভারতের প্রযুক্তি জগতে নতুন দিগন্ত খুলতে পারে, অন্যদিকে AI প্রযুক্তি নিয়ে চলমান বিতর্ক কেউ আরও উস্কে দিতে পারে।