Jubin Garg Death: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরের স্কুবার ডাইভিং করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত হলেন এই কিংবদন্তি গায়ক। অহমিয়া, বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত মহলে।
কিভাবে ঘটল এই দুর্ঘটনা?
সূত্র অনুযায়ী নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিংগাপুর গিয়েছিলেন Jubin Garg। শুক্রবার সেখানে মঞ্চে পারফর্ম করার কথা ছিল তার। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিং এর নামেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলে নামার কিছুক্ষণের মধ্যেই জুবিন দীর্ঘ সময় অচৈতন্য অবস্থায় ভেসে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউ তে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগীত ভুবনের “রকস্টার”
মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিন গর্গের। ছোটবেলা থেকে সংগীতের পরিবেশে বড় হয়েছেন তিনি তিন বছর বয়সে প্রথম গান শেখা শুরু। মায়ের কাছেই ছিল তার প্রাথমিক প্রশিক্ষণ। ১৯৯২ সালে পেশাগত ভাবে গানের জগতে আত্মপ্রকাশ করেন Jubin Garg। এরপর ধীরে ধীরে অহমিয়া, বাংলা এবং বলিউড সব জায়গাতেই নিজের জায়গা করে নেন।
বাংলা এবং বলিউডের সাফল্য
বাংলা সংগীতের জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে তার গাওয়া “মন মানে না”, “পিয়া রে” গান আজও শ্রোতাদের মনে দাগ কেটে আছে। বলিউডের সংগীত পরিচালক প্রীতমের হাত ধরে পাওয়া গান “ইয়া আলি” (গ্যাংস্টার সিনেমা থেকে) তাকে সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দেয়। এই গানই তাকে রাতারাতি বলিউডের জনপ্রিয় গায়কদের তালিকায় তুলে আনে।

বিতর্ক এবং ব্যক্তিগত জীবন
তার সাফল্যের পাশাপাশি বিতর্ক জুবিনের জীবনের অংশ হয়ে উঠেছিল। মধ্যপ অবস্থায় মঞ্চে ওঠা এবং আচমকা অস্বাভাবিক আচরণের কারণে বারবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি। অনেকেই মনে করতেন তার অনিয়ন্ত্রিত জীবনযাপন প্রতিভাকে ছাপিয়ে যাচ্ছিল। তা সত্ত্বেও তার অনন্য কণ্ঠ এবং সংগীত প্রেম তাকে আলাদা করে রেখেছিল।
অসম এবং উত্তর-পূর্বের সংগীত আইকন
অহমিয়া গানের জগতে Jubin Garg ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তিনি শুধু গায়ক নন ছিলেন সংগীত পরিচালক অভিনেতা এবং সাংস্কৃতিক আন্দোলনের মুখপাত্র। উত্তর-পূর্ব ভারতের বহু প্রজন্মকে সংগীতের সঙ্গে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: আজকের রাশিফল 19 সেপ্টেম্বর 2025 মেষ থেকে মীন, জেনে নিন আপনার ভাগ্য
শোকস্তব্ধ সংগীত মহল
জুবিনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। বলিউড থেকে টলিউড, অহমিয়া সিনেমা থেকে সংগীত জগতের প্রতিটি মানুষ তার চলে যাওয়াই বাকরুদ্ধ। ভক্তদের মতে, “একটি যুগের অবসান হল।”
মাত্র ৫২ বছর বয়সেই পর্দা নামলো এক উজ্জ্বল জীবনের। তার গান হয়তো রয়ে যাবে চিরকাল। কিন্তু ব্যক্তিত্বে ভরা সেই মন্ত্রসচল মানুষটিকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। জুবিন গর্গের প্রয়াণে ভারতীয় সংগীত জগত হারালো এক কিংবদন্তির শিল্পী কে।