আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Lakshmi Bhandar Money Date Announced: পূজোর আগে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত কবে টাকা পাবেন মহিলারা?

Published on: September 22, 2025
Lakshmi Bhandar Money Date Announced

Lakshmi Bhandar Money Date Announced: পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের তরফে বড় সুখবর এলো সাধারণ মানুষের জন্য। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুজোর মাসে আগে ভাগে সরকারি কর্মচারীদের বেতন অবসরপ্রাপ্তদের পেনশন এবং জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প গুলির অর্থ সুবিধাভোগীদের হাতে পৌঁছে যাবে। এর ফলে রাজ্যের কোটি কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

পুজোর আগে বেতন ও পেনশনের ব্যবস্থা

এ বছর দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে ২৬ শে সেপ্টেম্বর থেকে ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। তাই সরকারি কর্মচারীদের সুবিধার্থে রাজ্য সরকার মাসের শেষের আগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ ও ২৫ সেপ্টেম্বর সমস্ত সরকারি কর্মচারীরা বেতন পেয়ে যাবেন।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আগামী মাসের শুরুতেই অর্থাৎ ১ অক্টোবর ২০২৫ তারিখে পেনশন কারীরা তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। এর ফলে উৎসবের মরশুমে কেনাকাটা যাতায়াত এবং পারিবারিক খরচ নির্বিঘ্নে মেটানো সম্ভব হবে।

লক্ষ্মীর ভান্ডার সহ সামাজিক প্রকল্পের অর্থ

শুধু সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরাই নন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা মানুষজনও পুজোর আগে টাকা পেয়ে যাবেন। জনপ্রিয় প্রকল্প Lakshmi Bhandar, জয় বাংলা সহ অন্যান্য ভিত্তিক আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ ১ অক্টোবর থেকেই মহিলাদের ও সুবিধা ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

এই ঘোষণার ফলে রাজ্যের কোটি কোটি মহিলা উপকৃত হবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য দুর্গাপুজোর আগে এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক নির্দেশিকা

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত দপ্তরে পাঠানো হয়েছে। এতে প্রিন্সিপাল আকাউন্ট্যান্ট জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলাশাসক, ট্রেজারি অফিসার সফল সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বেতন, পেনশন ও প্রকল্প ভিত্তিক অর্থ প্রদানের প্রক্রিয়া সময় মতো সম্পন্ন হয়।

এছাড়াও এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সরকারি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই তথ্য যাচাই করতে পারেন।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত

এর আগে কেন্দ্রীয় সরকারও একই ধরনের ঘোষণা করেছিল। দুর্গা পুজোর মাথায় রেখে সেপ্টেম্বর মাসের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ও আগেভাগেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন পাবেন এবং অবসরপ্রাপ্তরাও সেদিন পেনশন পেয়ে যাবেন।

আরও পড়ুন: SEBI’র ক্লিন চিটে আদানি গ্রুপের বাজারমূল্য বেড়েছে ₹৬৯,০০০ কোটি

এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে কর্মরত প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক এমন কি সাধারণ পরিবার সবাই উৎসবের মরশুমে আর্থিক স্বস্তি পাবেন। বিশেষ করে Lakshmi Bhandar প্রকল্পের টাকা পূজোর আগে মহিলাদের হাতে পৌঁছে যাওয়াই তাদের জন্য দুর্গাপুজো হবে আরো আনন্দঘন।

এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রমাণ করে, রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই সাধারণ মানুষের উৎসবের আনন্দে আর্থিক দুশ্চিন্তা কমাতে সচেষ্ট।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment