আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

72 Feet Durga Idol in Ghatal: ঘাটালে নজির বিহীন দুর্গা প্রতিমা, রাজ্যবাসী জন্য ও দুর্গাপুজোয় কি চমক থাকছে?

Published on: September 23, 2025
72 Feet Durga Idol in Ghatal

72 Feet Durga Idol in Ghatal: দুর্গাপুজো মানেই আভিজাত্যের প্রতিযোগিতা থিমের বৈচিত্র্য আলোসজ্জার ঝলকানি আর দেবী দুর্গার মহিমামন্দিত আবির্ভাব। কিন্তু এবছর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে হতে চলেছে এক অনন্য দৃষ্টান্ত। গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা 72Feet Durga Idol। যা ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলেছে সোশ্যাল মিডিয়া এবং দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে এলাকা জুড়ে।

গগনচুম্বী দুর্গা প্রতিমা

ঘাটাল থানার গোবিন্দপুর বাশির প্রচেষ্টায় এ বছর তৈরি হচ্ছে ৭২ ফুট উচ্চতার দুর্গা। এই বিপুল আকারের প্রতিমা রাজ্যবাসীর জন্য এক অভূতপূর্ব চমক উদ্যোক্তাদের কথায়,”আমরা প্রমাণ করতে চাই ঘাটাল ও পিছিয়ে নেই কলকাতায় যেমন বৃহৎ দূর্গা প্রতিমা দেখা যায়, আমাদের এলাকাতেও তার সমান জাঁকজমক তৈরি করা সম্ভব।”

প্রতিমার পাশাপাশি থাকতে লেজার শো এবং আধুনিক আলোকসজ্জা, যা দর্শকদের জন্য এক অভিনব অভিজ্ঞতা তৈরি করবে।

বাজেট ও প্রস্তুতি

এই বিশাল পরিকল্পনার জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ২৪ লক্ষ টাকা। মন্ডপ শিল্পীরা দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করা যায়। উদ্যোগ তারা জানিয়েছেন,“এক বছর কলকাতায় ৭২ ফুট দুর্গার প্রতিমা দেখে সারা রাজ্যের আলোড়ন উঠেছিল। তখন আমরা দেখতে যেতে না পারলেও এ বছর ঠিক করেছিলাম নিজেরাই এর আয়োজন করব। আর এখন সেটা বাস্তবায়িত হচ্ছে।”

দর্শনার্থীদের আগ্রহ

প্রতিমার খবর ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয় মানুষ ছাড়াও আশেপাশের জেলা থেকে ভিড় জমতে শুরু করেছে ঘাটালে। মন্ডপের কাজ শেষ হওয়ার আগেই চলছে ‘ফার্স্ট লুক’ এর উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রতিমার ছবি ও ভিডিও। অনেকেই মন্তব্য করছেন এবছর দুর্গা পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই 72Feet Durga idol।

নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

প্রতিবার বিশালত্ব ও দর্শনার্থীদের আগ্রহের কথা মাথায় রেখে পুজো কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখে ট্রাফিক ম্যানেজমেন্ট, নজরদারি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক মোতায়ন করা হবে বলে উদ্যোগক্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই চারটি জিনিস, নাহলে রুষ্ট হবেন দেবী দুর্গা

ঘাটালে দূর্গা পূজার উৎসবের রূপ

পশ্চিম মেদিনীপুরের মত জায়গায় যেখানেই প্রতি বছর বন্যার দাপট দেখা যায় সেই ঘাটাল এই বছর দুর্গাপুজোর রঙে রাঙাতে চাইছে এক নতুন ইতিহাস গড়তে চলেছে তারা। এলাকার মানুষদের জন্য এই যেন গৌরবের মুহূর্ত।

মাত্র কয়েকদিন পরেই বাঁচতে পারে ঢাকির বাদ্য, শঙ্খ ধ্বনিতে মুখরিত হবে মন্ডপ প্রাঙ্গণ। তার আগে চলছে শেষ মুহূর্তের কাজ। উদ্যোক্তাদের আশা, এবছর এই উদ্যোগ শুধু ঘাটাল নয়, গোটা রাজ্যবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment