Durga Puja Weather Update: দুর্গাপূজার দরজায় করা নাড়ছে আর্থিক সেই সময়ই ফের নতুন করে চিন্তা বাড়ালেও আবহাওয়ার খবর। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় এখনো অতি বৃষ্টির আশঙ্কা কাটেনি। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
ঘূর্ণাবর্তৈর হানা নিম্নচাপের শক্তি বৃদ্ধি
হাবিবুর রহমান বিশ্বাস আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার তা আরো শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের রূপ নেবে, এবং পশ্চিমমুখী হয়ে শনিবার দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। পাশাপাশি ৩০ শে সেপ্টেম্বর নতুন করে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে।
শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি
আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। শনিবার আকাশ মেঘলা থাকবে এবং কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
নবমী দশমীতেও বৃষ্টি
আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী যদি ৩০ সেপ্টেম্বর নতুন করে গঠিত ঘনাবর্ত শক্তি বাড়ায়, তবে নবমীর রাত থেকে দশমীতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তীব্র হতে পারে। ফলে Durga Puja মূল অনুষ্ঠান গুলিতে বৃষ্টির দাপট ভোগাতে পারে বাংলার মানুষকে।
বজ্রপাতের সতর্কতা
আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান। বজ্রপাত এড়াতে সাধারণ মানুষকে খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতার আগামী দুদিন রোদের দেখা মিলেও আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজ অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার থেকে বজ্র ঝড় সহ বৃষ্টি বাড়তে পারে মহানগরীতে।
আরও পড়ুন: পুজোয় কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচী প্রকাশ
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে।
Durga Puja দিনগুলিতে আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। একদিকে নিম্নচাপ দুর্বল হচ্ছে, আবার নতুন কোনাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর ফলে দক্ষিণবঙ্গের মাঝে মাঝে বৃষ্টি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মূল চিন্তা নবমী ও দশমীর দিকে সেই সময় ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে ফের অঝোর ধারায় ভিজতে পারে গোটা বাংলা।