আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

LPG Gas Price Hike October 2025: এলপিজির দাম বৃদ্ধি! উৎসবের মরশুমে পকেটের টান সাধারণ মানুষের

Published on: October 1, 2025
LPG Gas Price Hike October 2025

LPG Gas Price Hike October 2025: অক্টোবরের প্রথম দিনেই উৎসবের বাজারে বড় ধাক্কা। ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সরকারি তেল বিবরণ সংস্থাগুলির ঘোষণায় জানা গিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজির দাম এক লাফে বেড়েছে দেশের চার বড় শহরে।

দিল্লিতে যেখানে আগে নাম ছিল ১,৫৮০ টাকা, সেখানে এখন দাম হয়েছে ১৫৯৬.৫০টাকা। মুম্বাইয়ের ১,৫৩১ টাকার জায়গায় নতুন দাম ১,৫৪৭ টাকা। কলকাতার দাম পৌছেছে ১,৭০০ টাকায়। চেন্নাইয়ের সেপ্টেম্বরের দাম ছিল ১,৭৩৮ টাকা, তা বেড়ে এখন হয়েছে ১,৭৫৪টাকা।

তবে সাধারণ মানুষের স্বস্তি, ঘরোয়া ব্যবহারের জন্য ১৪.২ কেজি এলপিজির দামে কোন পরিবর্তন হয়নি। দিল্লিতে বর্তমানে ঘরোয়া সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বাই ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৮৬ টাকা।

উল্লেখ্য সম্প্রতি একাধিকবার বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল। শুধু সেপ্টেম্বরের দিল্লিতে ৫১.৫০টাকা পর্যন্ত কমেছিল দাম। এপ্রিল থেকে জুলাই এর মধ্যে বিভিন্ন শহরে ১৩৮ থেকে ১৪৪ টাকার মতো হ্রাস পেয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য।

আরও পড়ুন: SBI Platinum Jubilee Asha Scholarship 2025: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন

এত দাম বাড়ায় উৎসবের মরশুমে হোটেল রেস্তোরা থেকে সাধারণ ক্রেতা সকলেরই খরচে চাপ পড়তে চলেছে। একইসঙ্গে জেট ফুয়েলেও দাম বেড়েছে যা বিমান ভারতেও প্রভাব ফেলতে পারে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment