আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

October Rashifal 5 Rashi: দুর্গাপূজা, লক্ষ্মীপূজো কালীপুজো, দীপাবলি একাধিক! অক্টোবর মাসে ধামাকা আজ থেকে চমকে উঠবে পাঁচ রাশির ভাগ্য

Published on: October 3, 2025
October Rashifal 5 Rashi

October Rashifal 5 Rashi: অক্টোবর মাস বাঙালির কাছে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। এই মাসেই দুর্গাপূজো, লক্ষ্মীপূজো, কালীপুজো বা দীপাবলীর মতো একাধিক শুভ উৎসব পাল হয়। কিন্তু শুধু ধর্মীয় আচার নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ও এই মাসে তাৎপর্য অনন্য। কারণ অক্টোবর মাসে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের গোচর বা অবস্থান পরিবর্তন হতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে।

অক্টোবর মাসের গ্রহ পরিবর্তন

এই মাসে সূর্যের গোচর ঘটবে, পাশাপাশি শনিও নক্ষত্র পরিবর্তন করবে। বৃহস্পতিবার অবস্থান পরিবর্তন হয়ে তিনি আসবেন কন্যা রাশিতে। একইসঙ্গে বুধের উদয় ও বুধগোচর ঘটবে। এছাড়া মঙ্গল ও শুক্র গ্রহ ও তাদের অবস্থান পাল্টাবেন। এই সমস্ত গ্রহ পরিবর্তনের কারণে বারোটি রাশির ওপর প্রভাব পড়বে। তবে এর মধ্যেই পাঁচটি রাশি সবচেয়ে বেশি শুভ ফল পেতে চলেছে অক্টোবর মাসে।

বৃষ রাশি

অক্টোবর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য হয়ে উঠতে পারে অত্যন্ত শুভ। দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। নতুন উৎস থেকে টাকা আসবে এবং সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, অনেকেই পদোন্নতি সুযোগ পেতে পারেন। যারা বিবাহযোগ্য বয়সে রয়েছেন তাদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। পরিবারে মান সম্মান বাড়বে এবং সামাজিক জীবনে প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস হয়ে উঠবে অর্থনৈতিক সমৃদ্ধির সময়। এই সময় হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন এবং দ্রুত গতিতে উন্নতি করবেন। আর্থিক দিক ছাড়াও মানসিক শান্তি ও পারিবারিক সুখ সমৃদ্ধি মিলবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ক্যারিয়ার ক্ষেত্রে বিশেষভাবে লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং কোন শুভ সংবাদ পাওয়ার যোগ রয়েছে। আপনার ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভবনা থাকছে। যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত তাদের ও ভালো ফলাফল আসতে পারে। বাড়ি ও পরিবারের সুখ শান্তি বিরাজ করবে।

বৃশ্চিক রাশি

অক্টোবর মাস বৃশ্চিক রাশির জন্য আর্থিক স্বস্তি এনে দেবে। যাদের টাকা আটকে ছিল তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো অসমাপ্ত কাজ গুলি সম্পন্ন হবে। কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ মিলবে। এই মাসে অনেকেই বিদেশে চাকরি বা নতুন প্রকল্পে যুক্ত হবার প্রস্তাব পেতে পারেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হবে।

ধনু রাশি

অক্টোবর মাস ধনু রাশির জাতকদের জন্য হতে চলেছে সোনায় সোহাগা। কর্মক্ষেত্রে নতুন চাকরির অফার আসতে পারে। ব্যবসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। আয়ের উৎস বাড়বে এবং আর্থিক লাভ হবে।দাম্পত্য জীবনে প্রেম ও সুখ বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে নতুন মাত্রা যোগ হবে।

আরও পড়ুন: ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট ও প্রকাশিত, শুরু হল নতুন অপেক্ষা

সব মিলিয়ে, অক্টোবর মাস বারোটি রাশির উপরে প্রভাব ফেলবে। তবে বৃষ কর্কট কন্যা বৃশ্চিক ও ধনু রাশি এই মাসে বিশেষভাবে উপকৃত হবেন। একদিকে যেমন দুর্গা পূজা, লক্ষ্মীপূজো ও দীপাবলির মতো উৎসব আনন্দে ভরিয়ে তুলবে মন, অন্যদিকে গ্রহের শুভ বছর জীবনযাত্রায় এনে দেবে নতুন আশীর্বাদ। এই পাচ রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর মাস হয়ে উঠতে পারে সাফল্য অর্থনৈতিক স্বস্তি এবং ব্যক্তিগত সুখের এক অনন্য সময়।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment