Malda Medical College Recruitment 2025: চাকরি জীবন শেষ হলেও সুযোগের দরজা কিন্তু বন্ধ হচ্ছে না। রাজ্যে স্বাস্থ্য দপ্তর এবার এক বিশেষ পদক্ষেপ এর মাধ্যমে অবসর প্রাপ্তদের নতুন করে কাজের সুযোগ এনে দিয়েছে। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। অবসর প্রাপ্ত চাকরি জীবীদের জন্য এই নিয়োগ যে বড় সুযোগ তা বলা বাহুল্য।
চারটি শুন্য পদে নিয়োগ
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট চারটি ফ্যাসিলিটি ম্যানেজারের পদে নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য ভাবে এই পদগুলিতে শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ফলে কর্মজীবনে অভিজ্ঞতা কাজে লাগিয়ে অবসরের পরও আবারো কর্মজীবনে ফেরার সম্ভব হবে।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়েওভাবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে নিয়োগকাল ধরা হয়েছে এক বছর পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা থাকলেও তা নির্ভর করবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।
চাকরিপ্রার্থীদের কোন পূর্ব আবেদন করার প্রয়োজন নেই। নির্দিষ্ট দিনের সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউ তে অংশ নিতে হবে। সেখানেই প্রার্থীদের যোগ্যতা যাচাই করেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।
যোগ্যতার শর্ত
- প্রার্থীর বয়স সর্বাধিক ৬৫ বছরের মধ্যে হতে হবে।
- প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা থাকা আবশ্যক
- অবসরপ্রাপ্ত ব্যক্তি হিসেবে সরকারি চাকরির অভিজ্ঞতা থাকা দরকার
- প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (যেমন-পরিচয় পত্র, অবসর সংক্রান্ত প্রমাণ পত্র, অভিজ্ঞতার কাগজপত্র ইত্যাদি) নিয়ে সাক্ষাৎকারের দিনে হাজির হতে হবে।
বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্ত ফ্যাসিলিটি ম্যানেজাররা প্রতি মাসে ১৪,০০০ টাকা পারিশ্রমিক পাবেন। যদিও এই চাকরির স্থায়ী নয় তবুও অবসরপ্রাপ্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এবং সামাজিকভাবে সক্রিয় থাকার সুযোগ।
সাক্ষাৎকারের তারিখ ও স্থান
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ই অক্টোবর ২০২৫, সকাল ১১:৩০ থেকে অনুষ্ঠিত হবে নিয়োগ প্রক্রিয়ার সাক্ষাৎকার।
- স্থান: মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
- বিভাগ: এম এস ভিপি দপ্তর
সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট অথবা মালদা মেডিকেল কলেজের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নির্ধারিত আবেদন ফরম্যাট সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করে নির্দিষ্ট দিনে জমা দিতে হবে।
আরও পড়ুন: চিন সীমান্তে ভারতের দারুণ চাল ভুটানের চার হাজার কোটি টাকা রেল প্রকল্পের কৌশলগত তাৎপর্য
সুযোগের দরজা খুললে অবসরপ্রাপ্তদের জন্য
বেশিরভাগ ক্ষেত্রে অবসর গ্রহণ মানেই কর্মজীবনের ইতি। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপ অবসর প্রাপ্তদের কাছে নতুন করে এক আশার আলো জ্বালালো। বহু মানুষ অবসরের পরও সুস্থ সবল এবং কাজ করার আগ্রহ থাকেন। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাসপাতাল প্রশাসন যেমন উপকৃত হবে, তেমনি অবসর প্রাপ্তরাও আবার কর্মক্ষেত্রেও যুক্ত থেকে মানসিকভাবে সজীব থাকবেন।
চাকরি জীবনের অবসান মানেই যে জীবন থেকে সব কাজ শেষ হয়ে যায় তা নয়। মালদা মেডিকেল কলেজে ফ্যাসিলিটি ম্যানেজারের পদে এই নিয়োগ তারই প্রমাণ। আগামী ১৫ই অক্টোবরের সাক্ষাৎকারে যোগ দিয়ে বহু অবসরপ্রাপ্ত মানুষ আবার কর্মজীবনের স্বাদ পেতে চলেছেন। আর্থিক সচ্ছলতার পাশাপাশি সমাজ সেবার সুযোগও করে দেবে এই পদ। তাই বলা যায়, অবসর জীবনের মাঝেও এবার চাকরির সুযোগ হাতছানি দিচ্ছে।