WBSSC Group C & D Recruitment 2025: রাজ্যে তরুণ তরুণীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল বহু প্রতীক্ষিত গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগের বিজ্ঞপ্তি। এবার রাজ্য সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলিতে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হতে চলেছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি পদের শূন্য পদ ২,৯৮৯টি এবং গ্রুপ ডি পদের শূন্য পদ ৫,৮৮৮টি। অর্থাৎ মোট ৮,৪৭৭ টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সম্পন্ন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এক্স (পূর্বতন twitter) এ লিখেছেন,“পশ্চিমবঙ্গের বিদ্যালয় গুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখুমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ও পর্যবেক্ষণে এটি রাজ্যের কর্মপ্রার্থী যুব সমাজের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ”।
এই নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রথম রাজ্য স্তরে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।, জানিও প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে।
যোগ্যতা ও বয়সসীমা
১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।
- গ্রুপ সি (করণিক) পদে: নূন্যতম যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ
- গ্রুপ ডি (পিয়ন, নৈশৈপ্রহরী, ল্যাব এটেনডেন্ট): অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই যোগ্য সংরকৃত শ্রেণীর প্রার্থীদের জন্য রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন
বেতন ও সুবিধা
গ্রুপ সি: পে- লেভেল ৬, বেসিক বেতন ২২,৭০০ থেকে শুরু
গ্রুপ ডি: পে- লেবেল ১, বেসিক বেতন ১৭,০০০ থেকে শুরু।
এর সঙ্গে থাকবে ডিএ, বাড়িভাড়া,চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার জন্ম তারিখ ও কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হবে। পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন: ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনার টাকা কতটা সুরক্ষিত জানেন RBI ও DICGC এর নিয়ম
রাজ্যে যুব সমাজের জন্য চাকরির সুযোগ
শিক্ষা দপ্তর জানিয়েছে, এই নিয়োগ শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বরং রাজ্যের হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণীর কাছে একটি স্থায়ী ভবিষ্যতের দরজা। দীর্ঘদিন পর এই পরিসর নিয়োগ শুরু হওয়ায় কর্ম প্রার্থীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
এবার দেখা যাক, কিভাবে এই নিয়োগ রাজ্যের কর্মসংস্থানের চিত্রে নতুন অধ্যায় রচনা করে।
Job Notification: Download Now