AAI Junior Assistant Recruitment 2024-2025 : আকাশে উড়ার স্বপ্ন অনেকের থাকে, এবার সেই স্বপ্ন যদি চাকরীতে রাপান্তরিত হয়, তাহলে কেমন হবে! হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার সেই সুযোগ আবারো নিয়ে আসতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (Airport Authority Of India).
মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন এই পোস্টে। যদি কেও ফায়ার সার্ভিসে (Fire Service) চাকরী করতেন, তাঁদের জন্য খুব ভালো সুযোগ এটি। আসুন জব বিস্তারিত জেনে নিন।
চলুন এবার বিস্তারিত দেখে নিন :
শিক্ষাগত যোগ্যতা –
১) মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ২) উচ্চ মাধ্যমিক পাশ থাকলে সেটারও সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতা – ১) বেশ লম্বা সময়ের ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা। ২) ক্যান্ডিডেটের অবশ্য বৈধ লাইসেন্স থাকতে হবে।
সংস্থার নাম | AAI Junior Assistant Recruitment 2024-2025 |
পদের নাম | জুনিয়র Assistance (Fire Service) / fire বিভাগ |
আবেদন জানানোর শেষদিন | ২৮ জানুয়ারী ,২০২৫ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.aai.aero/ |
অফিসিয়াল Notice | Download PDF |
Join Telegram Channel | Join Now |
Join Whatsapp Channel | Join Now |
আরও আপডেটঃ– ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগ
বয়সের সীমাবদ্ধতা
১৮ থেকে ৩০ এর মধ্যে থাকা বাঞ্ছনীয় জেনারেল ক্যান্ডিডেটকে। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য কিছু ছাড় আছে,
PwBD – ১০ থেকে ১৫ বছরের ছাড় পাবে।
SC এবং ST – ৫ বছরের ছাড় পাবে।
OBC – ৩ বছরের ছাড় পেতে চলেছে।
বয়সের ক্ষেত্রে কিন্তু পয়লা নম্ভেম্বর অব্দি হিসাব করার কথা জানানো হয়েছে স্পষ্ট ভাবে, সেই বুঝে আবেদন করবেন।
Airport Authority Of India (AAI Junior Assistant Recruitment 2024-2025)তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে, ভারতীয় ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
শূন্যপদ
সর্বমোট ৮৯ টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে
General/ Unreserved – ৪৫ টি,
SC – ১০ টি,
ST – ১২ টি,
OBC – ১৪ টি,
EWS – ৮ টি ও
ESM – ১৩ টি।
আবেদন প্রক্রিয়া
১) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট Apply Now থেকে সহজেই অনলাইনে আবেদন করতে হবে।
২) এরপর সেই ওয়েবসাইটে নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত certificate Download করে পুরুষ চাকরিপ্রার্থীরা পেমেন্ট সম্পূর্ণ করে সাবমিট করে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- Education Certificate
- Driving Licence
- জাতিগত শংসাপত্র
- গভর্মেন্ট হোল্ডার দের জন্য নো অবজেকশন Certificate।
আবেদন ফি (Application Fee)
মহিলা, প্রাক্তন সেনা, SC এবং ST এর জন্য সর্ম্পূণ ফ্রী। তবে General Candidate , OBC এবং EWS এর জন্য হাজার টাকা।
বেতন কাঠামো এবং কী কী সুযোগ পাওয়া যাবে?
স্যালারি শুরু হতে চলেছে ৩১ হাজার থেকে, সর্বোচ্চ স্যালারি হতে পারে ৯২ হাজার টাকা।
সাথে রয়েছে – ১) ডিআর্নেস অ্যালাওয়েন্স (D.A)
২) প্রফিটেন্ড ফান্ড (PF)
৩) Medical Benifits
৪) Gratuity ইত্যাদি সুবিধা
আবেদন করার তারিখ শুরু হচ্ছে ৩০ শে ডিসেম্বর ২০২৪ থেকে – নতুন বছরের ২৮ শে জানুয়ারি ২০২৫অব্দি।
কী কী পরীক্ষা হবে চাকরী প্রার্থীকে?
১) প্রথম Computer Basis এক্সাম,
২) প্রথম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর Physical Height and ফিট এক্সাম,
৩) এরপর ড্রাইভিং Test এবং শেষ শারীরিক সক্ষমতা।
FAQs about AAI Junior Assistant Recruitment 2024-2025
1. What is the focus keyphrase for this recruitment?
The focus keyphrase is “AAI Junior Assistant Recruitment 2024-2025”
2. How many positions are available?
বিজ্ঞপ্তি অনুযায়ী ৮৯ টি শূন্যপদ রয়েছে।
3. What are the educational qualifications needed?
জুনিয়র Assistance (Fire Service) / fire বিভাগ।
4. When is the last date to apply?
AAI Junior Assistant Recruitment 2024-2025- এ- এর জন্য আপনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৮ জানুয়ারী ,২০২৫।
5. Is the application process online or offline?
অনলাইনে আবেদন করতে হবে।
বিদ্র: এই পোস্টগুলোতে যারা আবেদন করতে চলেছেন, তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই। আমরা শুধুমাএ একটি মিডিয়া, আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে, এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।