Ajker Rashifol 26 September 2025: প্রতিদিনই নতুন কিছু সুযোগ আর চ্যালেঞ্জ নিয়ে আসে। কারও জন্য আজকের দিন হবে অগ্রগতির, কারও জন্য আবার সতর্কতার। চলুন জেনে নেওয়া যাক, আজকের দিনে বারোটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে কী লেখা আছে।
মেষ রাশি
আজ জীবন একটু অন্যরকম গতিতে চলতে পারে। আত্মবিশ্বাস বজায় রেখে সাবধানে এগিয়ে চলুন। কেউ আপনাকে হারাতে পারবে না, সাফল্য নিশ্চিত।
বৃষ রাশি
আশপাশ কিছুটা অগোছালো লাগতে পারে। ধৈর্য ধরে মানিয়ে নিন। অযথা অশান্তিতে না জড়িয়ে এগিয়ে চলুন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি
অতীতের স্মৃতি আপনাকে ভাবাতে পারে। তবে দুঃখ না করে সামনে এগিয়ে চলুন। জীবন থেমে থাকার নয়, গতিময় রাখুন।
কর্কট রাশি
অর্থাগমের সুযোগ আসতে পারে, তবে হাতছাড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। শরীর সামান্য বেগ দিতে পারে। মনোবল হারাবেন না, ধীরে ধীরে এগিয়ে চলুন।
সিংহ রাশি
কেউ কেউ আপনাকে উদ্বিগ্ন করতে চাইবে। তাদের কথায় কান দেবেন না। ধীরে সুস্থে কাজ করুন। সমালোচনা বা প্রশংসা কোনোটিতেই অতিরিক্ত গুরুত্ব দেবেন না।
কন্যা রাশি
দ্বিধা এড়িয়ে মন যা চায়, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে অশান্তি থেকে দূরে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান, সাফল্য আসবেই।
তুলা রাশি
দিনটি ব্যস্ততায় ভরা থাকবে। অযথা সময় নষ্ট না করে মাথা ঠান্ডা রেখে কাজ শেষ করুন। ভুলভ্রান্তির প্রতি সতর্ক থাকুন, নইলে সমস্যা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি
শরীরের প্রতি যত্ন নিন। জোর করে কাজ করবেন না, তাড়াহুড়ো এড়িয়ে চলুন। বিনিয়োগের জন্য শুভ সময়। অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হতে পারে।
ধনু রাশি
আপনার মূল্যবোধ অটুট রাখুন। সততা ও সত্যের পথেই সাফল্য মিলবে। এগিয়ে চলুন, উন্নতি হবেই।
মকর রাশি
কাজের ব্যস্ততা বাড়বে। তবে দায়িত্ব ও পরিবারের প্রতি যত্নবান হোন। নিজেকে সময় দিন, বিশ্রাম নিন। শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সাবধান থাকুন।
আরও পড়ুন: কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার সময়সূচি বদল, জানুন বিস্তারিত
কুম্ভ রাশি
অনিশ্চয়তায় ভুগবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। সাফল্য পাবেন। তবে আর্থিক সমস্যা কিছুটা চিন্তা বাড়াতে পারে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি তেমন শুভ নয়।
মীন রাশি
চুপ করে না থেকে নিজের সমস্যা প্রকাশ করুন। সত্যি কথা বলায় ভুল বোঝাবুঝি তৈরি হলেও শেষমেশ মানুষ আপনাকে বুঝবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনও সাফল্যে গর্বিত হতে পারেন।