আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

নতুন চমক আর পুরনো ধারা নিয়ে বাজারে আসছে: Apple Watch Ultra 3

Published on: September 1, 2025
Apple Watch Ultra 3

Apple Watch Ultra 3: অ্যাপেল প্রতিবছর শরতের ইভেন্টের নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়। এই খবর অ্যাপেল প্রেমীদের জন্য সুখবর হতে চলেছে। এবছর “Awe Dropping” ইভেন্টে একসঙ্গে আত্মপ্রকাশ করতে যাচ্ছে iphone 17 lineup, Apple watch series 11 এবং সবচেয়ে আলোচিত Apple Watch Ultra 3। সিরিজ শুরু থেকেই মজবুত ডিজাইন ও দীর্ঘস্থায়ী পারফরমেন্সের জন্য জনপ্রিয়। এবার তৃতীয় প্রজন্মে আসছে বেশ কিছু উন্নতি যা মূল ডিজাইনের বড় কোন পরিবর্তন দেখা যাবে না।

বড় Display ,পাতলা Bezel

Apple Watch Ultra 3 display আগের মডেলের তুলনায় আরো বড় হচ্ছে। iOS 26 বেটা থেকে পাওয়ার তথ্য অনুযায়ী এর নতুন রেজোলিউশন হবে 422×514Pixel ultra 2 410×502 Pixels। কেস সাইজ অপরিবর্তিত থাকলেও পাতলা bezels এর কারণে ডিসপ্লে আরো প্রশস্ত হবে। এটি হতে হবে চলেছে অ্যাপেলের সবচেয়ে বড় ঘড়ি স্ক্রিন।

নতুন মডেলের সম্ভাব্য থাকতে পারে LTPO3 OLED panel যা গত বছরে Series 10 এ ব্যবহার করা হয়েছিল। এই ডিসপ্লে প্রযুক্তি উৎস brightness angle এও ভালো ভিজিবিলিটি দেয় এবং always on display মাত্র 1nit ব্রাইটনেসেও কাজ করতে সক্ষম এর ফলে ঘড়ির second hand animation হাত নামানো অবস্থাতেও সচল থাকবে।

দ্রুত ও কার্যকর প্রসেসর

Ultra 3 এ আসতে পারে নতুন S11 processor। এটি S9 ও S10 এর সমপর্যায়ের পারফরম্যান্স দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে আকারে ছোট হওয়ায় এর ভেতরে জায়গা তৈরি হবে আরো বড় ব্যাটারি বা অতিরিক্ত সেন্সর বসানোর জন্য। ফলে Battery backup দীর্ঘ ও উন্নত ফিচার পাওয়া সম্ভবনা হয়েছে।

Satelite ও5G কানেক্টিভিটি

প্রথমবারের মতো অ্যাপেল ঘড়িতে আসতে পারে Satelite connectivity। এর মাধ্যমে ব্যবহারকারীরা Emergency SOS পাঠাতে পারবেন। এমনকি যখন মোবাইল নেটওয়ার্ক Wifi থাকবে না। এছাড়া text messaging via satellite এও যুক্ত হতে পারে। যা বিশেষ করে দূরবর্তী এলাকায় ভ্রমণকারীদের জন্য বড় সুবিধা।

আরেকটি বড় পরিবর্তন হতে পারে 5G Connectivity। MediaTek 5G Redcap chip ব্যবহার করে Ultra 3 আরো দ্রুত Data ট্রান্সফার করতে পারবে এবং বর্তমান LTE network এর তুলনায় অনেক বেশি শক্তি সাশ্রয়ী হবে ।

হেলথ ফিচার: ব্লাড প্রেসার মনিটরিং

Health tracking সব সময়ই এর বড় আকর্ষণ। Ultra 3 এ আসতে পারে পরীক্ষা দিন blood pressure monitoring system। একটি আপাতত বিস্তারিত systolic- diastolic রিডিং দেখাবে না, তবে ব্যবহারকারীর রক্তচাপের ধারা নিরীক্ষণ করবে। এর মাধ্যমে প্রাথমিক hypertension alert পাওয়া সম্ভব হবে, যা ব্যবহারকারীর সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

আরও পড়ুন: মাত্র ₹32,780-এ নতুন আইফোন, এক্সচেঞ্জ ও ব্যাংক ডিসকাউন্টে বিশাল সেভিংস

চার্জিং স্পিড আরো দ্রুত

Ultra 3 এ চার্জিং প্রযুক্তি উন্নত হতে পারে এখানে আসতে পারে Series 10 redesign charging coil যা একসঙ্গে বড় আকারের antenna হিসেবেও কাজ করে এর ফলে চার্জিং গতি বেড়ে যাবে অনেকটা সম্ভবত Ultra 3 মাত্র ৩০ মিনিটে ৮০% চার্জ নিতে সক্ষম হবে।

সব দিক মিলিয়ে Apple Watch Ultra 3 আগের মতো শক্তপোক্ত ও স্টাইলিশ লুক ধরে রাখলেও, বড় Display, দ্রুত processor, নতুন satelite +5G connectivity উন্নত health features এবং দ্রুত charging system এটিকে আলাদা করে তুলবে। যারা আউটডোর একটিভিটিভ করেন বা স্বাস্থ্য সচেতন তাদের কাছে এটি হতে পারে অ্যাপেলের সবচেয়ে আকর্ষণীয় গ্যাজেট।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment