আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Balurghat to Digha Volvo bus Fare: মাত্র ৯৫০ টাকায় দীঘা ভ্রমণের সুযোগ বালুরঘাট থেকে শুরু হচ্ছে ভলভো পরিষেবা

Published on: August 7, 2025
Balurghat to Digha

Balurghat to Digha Volvo bus Fare: দুদিনের ছুটি পেলে এই বাঙালির পছন্দের গন্তব্য দীঘা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।এই জনপ্রিয় সমুদ্র শহর এখন আরো সুলভ এবং আরামদায়ক ভ্রমণে বিকল্প নিয়ে হাজির হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এবার বালুরঘাট থেকে সরাসরি শীততাপ নিয়ন্ত্রিত ভলভো বাসের দীঘা পৌঁছানো যাবে মাত্র ৯৫০ টাকায়।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর পক্ষ থেকে জানানো হয়েছে মালদা থেকে চলা দীঘা গামী ভলবো বাসে যাত্রী সংকট দেখা দেওয়ায় সেই বাসটিকে বালুরঘাট থেকে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে নিয়ন্ত্রিত বাসটি এখন থেকে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শনিবার বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সন্ধ্যে ৬টা৫০ মিনিটে। পরদিন দুপুর ২টো ১৫ নাগাদ বাসটি দীঘায় পৌঁছে যাবে।

Digha খোরার খরচ কমলো অনেকটাই

আগে এই দূরত্ব অতিক্রম করতে যেখানে জনপ্রতী প্রায় 1500 টাকা ব্যয় হত। সেখানে এখন মাত্র ৯৫০ টাকায় ৬১২ কিলোমিটার পথ পেরিয়ে দীঘা পৌঁছানো যাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, বালুরঘাট বাসীদের দীর্ঘদিনের চাহিদা ও সুবিধার্থে এই বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের ছয়টি জেলা থেকে দীঘা গামী বাস পরিষেবা চালু হয়েছিল আগে। কিন্তু সেই তালিকায় দক্ষিণ দিনাজপুর ছিল না। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারাও সরাসরি ও স্বল্পমূল্যে দীঘা ঘুরে আসার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: মুদ্রানীতিতে রেপো রেট অপরিবর্তিত জিডিপি প্রবৃত্তির পূর্বাভাস 6.5% ট্রাম্পের সমালোচনার জবাব দিল RBI

পর্যটনের দিঘার নতুন চেহারা

প্রসঙ্গত দীঘায় জগন্নাথ মন্দির নির্মিত হওয়ার পর থেকে এ পর্যটকের ধীর অনেকটাই বেড়েছে। দীঘা শুধু সমুদ্র নয় ,এই কোন ধর্মীয় সংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে। এই পরিস্থিতিতে পরিবহন দপ্তর ও দীঘা অভিমুখী পর্যাপ্ত এবং সাশ্রয় ভ্রমণ ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।
এদিকে মালদা থেকে চলা বাস গুলির মধ্যে পাঁচটি লাভের মুখ দেখলেও একটিবার যাত্রীর অভাব ছিল। সেই বাসটিকেই এখন বালুরঘাট থেকে চালানো হবে যাতে যাত্রী সংখ্যা বৃদ্ধি পায় ও পরিষেবাটিও লাভজনক হয়।

বাস পরিষেবার সময়সূচি ও তথ্য

বাসের নাম- ভলভো AC বাস
চালুর দিন- সপ্তাহের দুইদিন মঙ্গল ও শনিবার
রওনা: সন্ধ্যা৬টা ৫০মিনিট
গন্তব্য: দীঘা
পৌঁছানোর সময়: পরদিন দুপুর ২:১৫
ভাড়া: মাত্র ₹৯৫০

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এই পদক্ষেপে বালুরঘাটের পর্যটকদের দীঘা যাত্রা যেমন সহজ হলো। তেমনি অনেকটাই আশ্রয়ী হল আরামদায়ক যাত্রা ও কম খরচে সমুদ্র দর্শনের এমন সুবর্ণ সুযোগ কাজে লাগাতে প্রস্তুত পর্যটকরা। মাত্র দুদিনের ছুটিতেই এবার পরিবার বা বন্ধুদের সঙ্গে দীঘা ঘুরে আসা যাবে বিলাসবহুল বাসে চেপে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment