Bank Holiday List August 2025: ১৫ ,১৬ ও ১৭ই আগস্ট ব্যাংক বন্ধ জেনে নিন বিস্তারিত আপনার কি ব্যাংকে কোন জরুরী কাজ আছে চলতি সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা থাকলে এই খবরটি জানা অত্যন্ত জরুরী। কারণ আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একসঙ্গে টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক। তাই যা প্রয়োজনীয় কাজ আছে, তা আগে থেকেই সেরে ফেলা না হলেই বড় অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি।
টানা তিনদিন ব্যাংক ছুটি
এর ছুটির তালিকা অনুযায়ী ১৫ ই আগস্ট ২০২৫ শুক্রবার থেকে শুরু করে ১৭ ই আগস্ট রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।
- ১৫ ই আগস্ট (শুক্রবার)-ভারতের স্বাধীনতা দিবস
- ১৬ ই আগস্ট (শনিবার)- জন্মাষ্টমী উপলক্ষে ছুটি
- ১৭ ই আগস্ট (রবিবার) – সাপ্তাহিক সরকারি ছুটি
এর ফলে ১৫,১৬,১৭ই আগস্ট এই তিন দিন টানা বন্ধ থাকবে ব্যাংক ।ফলে ১৪ই আগস্ট বৃহস্পতিবারই সপ্তাহের শেষ কার্য দিবস হিসেবে বেশ ভিড় থাকবে ।ব্যাঙ্কে তাই গ্রাহকদের উচিত জরুরি আর্থিক লেনদেন, চেক জমা বা নতুন সংক্রান্ত কাজ এই সময়ের আগেই সম্পন্ন করে ফেলা।
আগস্ট মাসে আরো ব্যাংকের ছুটি
২০২৫ সালে আগস্ট মাসের স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব ও অনুষ্ঠানের কারণে ব্যাংক ছুটি থাকবে। যার মধ্যে রয়েছে
- রাখি পূর্ণিমা (Rakhsha Bandhan)
- গনেশ চতুর্থী (Ganesh chaturthi)
- আঞ্চলিক উৎসব ও বিশেষ দিবস
এছাড়াও, RBI এর নিয়ম অনুযায়ী প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে আগস্ট মাসের নয় আগস্ট (দ্বিতীয় শনিবার) এবং ২৩শে আগস্ট (চতুর্থ শনিবার) সরকারি ছুটি থাকবে।
কোন কোন ব্যাংকে এই ছুটি প্রযোজ্য
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর আরবিআই এর নির্দেশ অনুযায়ী, ভারতের সমস্ত Schedule, Non schedule Banks যার মধ্যে রয়েছে সরকারি, বেসরকারি, বিদেশি ,সমবায়, আঞ্চলিক গ্রামীণ ও স্থানীয় এলাকার ব্যাংক এই সরকারি ছুটি পালন করে থাকে।
ব্যাংক বন্ধ কিন্তু Digital banking চালু থাকবে
ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের Digital Banking Services জন্য খোলা থাকবে অর্থাৎ –
- Mobile Banking App
- Net banking
- ATM Cash withdrawal & Deposit machines
- UPI payment services
এসব ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘন্টা টাকা লেনদেন অব বিল পরিশোধ করা যাবে। তবে বড় অংকের RTGS,NEFT ট্রান্সফার করতে চাইলে ব্যাংকের কার্যদিবসের তা করা নিরাপদ।
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
১. জরুরী নথি বা চেক জমা দেওয়ার প্রয়োজন থাকলে ১৪ ই আগস্ট এর মধ্যে কাজ সম্পন্ন করুন।
- নগদ টাকা প্রয়োজন থাকলে আগে থেকেই এটিএম থেকে তুলুন যাতে ছুটির দিন সমস্যা না হয়।
- বিল পরিশোধ EMI কেটে নেওয়া বা অন্যান্য schedule payment সময়মতো সম্পন্ন করতে Net banking ব্যবহার করুন
- ছুটির দিনগুলোতে গ্রামীন এলাকায় কিছু ATMএ নগদ সংকট দেখা দিতে পারে তাই বিকল্প ব্যবস্থা রাখুন
আগস্ট মাসে উৎসবের আমেজ থাকলেও ব্যাংকিং কাজের জন্য সময় মত পরিকল্পনা করা খুবই জরুরী। বিশেষ করে ১৫,১৬,১৭ আগস্ট এর টানা ছুটির কারণে অনেকেরই দৈনন্দিন আর্থিক কাজের প্রভাব পড়তে পারে। তাই এখনই দেখে আপনার আর্থিক পরিকল্পনা সাজিয়ে নিন ,যাতে শেষ মুহূর্তে বিপদে না পড়েন।