Before Durga Puja Remove These Four Things: দুর্গাপূজো মারি ভক্তির আবেশ আনন্দ আর আলোর উৎসব। আশ্বিন মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ। আর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ২০২৫ সালে দেবী পক্ষ শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর আর মহাষষ্ঠী পড়েছে ২৯ শে সেপ্টেম্বর। এই সময় ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখা যেমন জরুরি, তেমনি কিছু জিনিস ঘর থেকে সরিয়ে ফেলাও সমানভাবে প্রয়োজনীয়। বাস্তু ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু সামগ্রী ঘরে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে এবং দেবী দুর্গার আশীর্বাদ থেকে মানুষ বঞ্চিত হয়। তাই পূজোর আগে বিশেষজ্ঞরা বলছেন,ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি কিছু জিনিস অবশ্যই সরিয়ে ফেলা উচিত।
ভাঙ্গা মূর্তি ঘরে রাখবেন না
হিন্দু ধর্ম অনুযায়ী কোন দেবতার ভাঙ্গা মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত অশুভ। এটি শুধু নেতিবাচক শক্তি টেনে আনে না বরং পারিবারিক অশান্তি ও মানসিক উদ্বেগ বাড়ায়। তাই যদি আপনার ঘরে দুর্ঘটনা বসত কোনো দেব দেবীর মূর্তি ভেঙে গিয়ে থাকে, তবে তার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। এই ধরনের মূর্তিকে পবিত্র ভাবে জলে বিসর্জন দিন, কিন্তু কোথাও অবহেলায় ফেলে রাখবেন না। বিশ্বাস করা হয় ভাঙ্গা মূর্তি ঘরে থাকলে তা দেবীর অপ্রসন্নতার কারণ হতে পারে।
বন্ধ ঘড়ি দূরে রাখুন
অনেক সময় ঘরে পুরনো ঘড়ি থাকে যা আর কাজ করে না। জ্যোতিষ শাস্ত্র মতে, বন্ধ করি মানে জীবনের গতিতে বাধা। এটি নেগেটিভ এনার্জি তৈরি করে এবং অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই পূজোর আগে নিশ্চিত করুন যে ঘরের কোন ঘরে বন্ধ নেই তো। যদি থেকে থাকে তবে তা হয় মেরামত করুন নয়তো ঘর থেকে সরিয়ে ফেলুন। বিশ্বাস করা হয়, দেবীর কৃপা পাওয়ার জন্য সময়কে সক্রিয় রাখা অত্যন্ত জরুরি।
পেঁয়াজ রসুন এড়িয়ে চলুন
নবরাত্রি এবং Durga Puja র সময় ভক্তরা সাধারণত সাত্ত্বিক খাবার গ্রহণ করে থাকেন। এই সময় পেঁয়াজ রসুন এবং আমিষ খাবার এড়িয়ে চলা শুভ বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতেই, এই ধরনের খাদ্য সামগ্রিক ঘরে রাখলে নেগেটিভ এনার্জি সক্রিয় হয়। তাই পূজোর দিনগুলিতে সম্ভাব হলে পেঁয়াজ রসুন ঘরে জমিয়ে না রেখে, পুরোপুরি সাত্ত্বিক আহার গ্রহণ করাই উত্তম। এতে ঘর পবিত্র থাকে এবং দেবী দুর্গার কৃপা বর্ষিত হয়।
আরও পড়ুন: আইসিসি মেনস বিশ্বকাপ ২০২৭ এ তিনটি আয়োজক দেশে অনুষ্ঠিত হবে ৪৪টি ম্যাচ, জানুন বিস্তারে
পুরনো চটি জুতো সরিয়ে ফেলুন
আমাদের অনেকেরই অভ্যাস আছে ঘরে পুরনো বা ব্যবহার হীন চটি জুতো জমিয়ে রাখার। পুরনো জুতো ঘরে থাকলে তা পরিবারের অগ্রগতি রোধ করে এবং দুর্ভাগ্য ডেকে আনে। এই দুর্গাপুজোর আগেই ঘর পরিষ্কার করার সময় ব্যবহারহীন চটি জুতো আলাদা করে ফেলুন। এগুলি যদি এখনো ব্যবহারযোগ্য হয় তবে দরিদ্র বা প্রয়োজনীয় মানুষের কাছে দান করতে পারেন। এতে শুধু ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করা হবে না, বরং দান করার ফলে দেবীর কৃপাও পাবেন।
Durga Puja শুধু উৎসব নয় এটি ঘর ও মন কে পরিশুদ্ধ করার একটি সুযোগও বটে। তাই প্রচুর আগে ঘর পরিষ্কার রাখার পাশাপাশি ভাঙ্গা মূর্তি, বন্ধ ঘড়ি,পেঁয়াজ রসুন ও পুরনো জুতো চটি সরিয়ে ফেলতে ভুলবেন না। বিশ্বাস করা হয়, এই ছোট ছোট পদক্ষেপেই দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে সাহায্য করে এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এবারের পুজোয় ঘরকে করুন সম্পূর্ণ ইতিবাচক শক্তিতে ভরপুর এবং আহবান করুন মা দুর্গার আশীর্বাদ।