আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Best Central Govt Schemes for Women: মহিলাদের জন্য কেন্দ্রের সেরা পাঁচটি প্রকল্প, আর্থিক ও সামাজিক শক্তির নতুন দিশা

Published on: September 30, 2025
Best Central Govt Schemes for Women

Best Central Govt Schemes for Women: এক সময় দেশের সরকারি প্রকল্পের সুফল মূলত পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। মহিলাদের জন্য কোন বিষয়ে সুবিধা বা স্কিম প্রায় ছিল না বললেই চলে। তবে সময় বদলেছে, বদলেছে সরকারের দৃষ্টিভঙ্গি। আজ মহিলারা কেবল পরিবারের গণ্ডিতেই সীমাবদ্ধ নন তারা কর্মক্ষেত্র, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এমনকি নেতৃত্বে স্থানীয় নিজেদের পরিচিতি তৈরি করেছেন। তাদের সেই পথকে সহজ করে দিতে এবং অর্থ সামাজিক শক্তি যোগাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে একাধিক প্রকল্প। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর পাঁচটি প্রকল্প হল-

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা(PMMVY)

গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা ও মাতৃত্বকালীন সহায়তার জন্য চালু হয়েছে এই প্রকল্প। প্রথম সন্তানের জন্মের পর মহিলারা ৫,০০০ টাকা আর্থিক অনুদান পান। এই উদ্দেশ্য হলো মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পশুতি মহিলাদের আয়ের ক্ষতিপূরণ করা।

কারা আবেদন করতে পারবেন: ১৮ থেকে ৪৯ বছরের বিবাহিত মহিলারা

আবেদন প্রক্রিয়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা PMMVY এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যায় আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য ও শিশুর জন্মের প্রমাণপত্র দিতে হবে।

বিশেষ তথ্য: ২০২৫ সালের মধ্যে প্রায় ৩ কোটি মহিলা এই সুবিধা পেয়েছেন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

দারিদ্র সীমা নিচে বসবাসকারী মহিলাদের ধোঁয়া মুক্ত রান্না সুযোগ করে দেওয়ার জন্য এই প্রকল্প চালু হয়েছে।

সুবিধা: বিনামূল্যে এলপিজি সংযোজন এছাড়াও সিলিন্ডারের ভর্তুকি

কারা আবেদন করতে পারবেন: SSCC 2011তালিকাভুক্ত BPL পরিবারের মহিলারা

আবেদন প্রক্রিয়া: নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটর বা mylpg.in গিয়ে আবেদন করা যায়। আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জমা করতে হবে।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা(PMMY)

ছোট ব্যবসা শুরু করতে বা প্রসারিত করতে মহিলাদের জন্য এই প্রকল্প বিশেষভাবে কার্যকর।

সুবিধা: কোন গ্যারান্টি ছাড়াই সর্বাধিক ১০ লক্ষ টাকা ঋণ।মহিলাদের জন্য বরাদ্দ বেশি হওয়ায় তারা ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

কারা আবেদন করতে পারবেন: মহিলারা বিশেষত SC,ST ও জেনারেল ক্যাটাগরির

আবেদন প্রক্রিয়া: নিকটবর্তী ব্যাংক বা SIDBI তে প্যান ও আধারসহ আবেদন করতে হবে।

স্ট্যান্ড অফ ইন্ডিয়া স্কিম(Stand Up India)

ব্যবসা-বাণিজ্য মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প বড় ভূমিকা নিচ্ছে।

সুবিধা: ১০ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ ঋণের সুদের হারও তুলনামূলক কম।

কারা আবেদন করতে পারবেন: ১৮ বছরের বেশি মহিলারা বিশেষ করে প্রথমবার ব্যবসা শুরু করতে ইচ্ছুকরা।

আবেদন প্রক্রিয়া: নিকটবর্তী ব্যাংক এ গিয়ে বা standupmitra.in এই অনলাইনে আবেদন করা যায় প্যান আধার ও ব্যবসার পরিকল্পনা জমা দিতে হবে।

তথ্য: ২০২৫ সাল পর্যন্ত লক্ষাধিক মহিলা এই স্কিমে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন: কোন দেশে ১ Indian rupee সমান ৫০০ টাকা?

বেটি বাঁচাও, বেটি পড়াও(BBBP)

০-১৮ বছর বয়সী মেয়েদের জন্য চালুই প্রকল্প মূলত শিক্ষার প্রসার ও শিশু কন্যাদের সুরক্ষা নিশ্চিত করে।

সুবিধা: কন্যা সন্তানের শিক্ষার ব্যবহার ও আর্থিক সহায়তা।

আবেদন প্রক্রিয়া: স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা betibachao.gov.in এগিয়ে আবেদন করা যায় স্কুলের শংসাপত্র ও আধার কার্ড প্রয়োজন।

এই প্রকল্পগুলি শুধুমাত্র আর্থিক সহায়তাই দেয় না বরং মহিলাদের স্বাবলম্বী করে তোলে। মাতৃত্বকালীন স্বাস্থ্য থেকে শুরু করে রান্না সুরক্ষা, ছোট বড় ব্যবসার ঋণ থেকে মেয়েদের শিক্ষার ভবিষ্যৎ, সব ক্ষেত্রেই এগিয়ে এসেছে কেন্দ্র। মহিলাদের জন্য এই পাঁচ প্রকল্প প্রকৃত অর্থে গেম চেঞ্জার, যা তাদের পায়ের তলার মাটি করেছে অনেকটাই শক্ত এবং জীবন গড়ার সেরা সুযোগ এনে দিয়েছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment