Best Fertilizers for Money Plant in Summer: এই গরমে তার পাশে সবুজ যদি খানিকটা সজীবতা এনে দেয় তবে ক্ষতি কি! বিশেষ করে বারান্দা বা ঘরের অন্দরমহলে যদি থাকে ঝকঝকে পাতাওয়ালা মানি প্ল্যান্ট, তাহলে ঘরের সৌন্দর্য যেমন বাড়ে ,তেমন মনও চনমনে থাকে। কিন্তু অনেকেই অভিযোগ করেন, মানি প্ল্যান্ট কিছুতেই বাড়ছে না পাতাগুলো শুকিয়ে যাচ্ছে ,মাথা তুলছে না, বা হলদেটে হয়ে ঝরে পড়ছে অথচ নিয়ম করে জল দিচ্ছি।
তবে কি শুধু জল দিলেই হয়? মোটেই না। অনেকেই জানেন না যে মানি প্ল্যান্টেরও প্রয়োজন পরে পুষ্টিগুণে ভরপুর সারের। আর ঠিক সেখানেই ভুলটা হয়ে যায়। এই বিশেষ গাছ থেকে বাঁচিয়ে রাখতে হলে, বিশেষ করে এই ভীষণ গরমে, তাই নিয়মিত ও সঠিক সার প্রয়োগ।
মানি প্ল্যান্ট সাধারণত খুব যত্ন দাবি করেনা। অল্প আলো, কম জলে বেঁচে থাকতে পারে। দুদিন জল না পেলেও তেমন কিছু হয় না ।আবার আশেপাশে যদি কিছু আঁকড়ে ধরতে পারে তাহলে তা আরো দ্রুত বাড়ে। তাই বহু মানুষ এটিকে ঘর সাজানোর গাছ হিসেবে ব্যবহার করেন।(Best Fertilizers for Money Plant in Summer)
আরও পড়ুন: ইতিহাস গড়লেন কলকাতার ছেলে! কিনে ফেললেন ইটালিয়ান সংস্থা, হতবাক গোটা বিশ্ব
তবে যত সহজেই হোক প্রতিটি জীবন্ত গাছের মতোই মানি প্লান্টের ও কিছু প্রয়োজন রয়েছে। প্রচন্ড গরমের রোদে থাকলে পাতা পুড়ে যেতে পারে। তাই অনেকেই বারান্দা থেকে গাছ সরিয়ে ঘরের ভেতরে রাখেন ।কিন্তু, শুধু ছায়া রাখলেই হবে না ,তার পুষ্টির কথাও ভাবতে হবে।
তাহলে কি ধরনের সার ব্যবহার করবেন?
১. জৈব সার
সবচেয়ে সহজ আর নিরাপদ উপায় হল বাড়িতেই তৈরি করা জৈব সার ব্যবহার করা ।রান্নাঘরের বর্জ্য যেমন সবজির খোসা, ফলের অংশ, চায়ের পাতা ইত্যাদি থেকে তৈরি কম্পোস্ট সার মানি প্ল্যান্টের জন্য খুব উপকারী। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের সঠিক মাত্রা থাকে। যা গাছের পাতা সবুজ ও চকচকে রাখতে সাহায্য করে।
২. লিকুইড ফার্টিলাইজার:
- প্রতি ১৫ দিনে একবার লিকুইড সার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যেকোনো জৈব তরল সার পাতাই ছিটিয়ে বা গাছের গোড়ায় দেওয়া যেতে পারে।
৩. ইপসম সল্ট:
- ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট মানিপ্লান্ট এর জন্য খুব উপকারী। এক লিটার জলে এক চামচ ইপসাম সল্ট মিশিয়ে মাসে একবার ছিটিয়ে দিন এতে পাতাকে ঘন সবুজ রাখে এবং বৃদ্ধি ত্বরান্বিত করে।
৪. ব্যানানা পিল ফার্টিলাইজার:
- কাঁচা কলার খোসা কেটে জলে ভিজিয়ে রেখে কয়েক দিন পর সেই জল ব্যবহার করুন এটি মানিপ্ল্যান্টের পাতাকে স্বাস্থ্যবান করে তোলে।(Best Fertilizers for Money Plant in Summer)
সার প্রয়োগের পাশাপাশি কিছু বাড়তি সতর্কতা
- অতিরিক্ত ষাঁট দেবেন না, এতে গাছের গোড়া পুড়ে যেতে পারে।
- সার দেওয়ার পর ভালো করে জল দিন যাতে মাটির সব উপাদান শুষে নিতে পারে।
- গাছটি খুব বেশি ছায়া পেলে বৃদ্ধিতে বাধা আসে তাই মাঝারি আলোই রাখুন।
- পাতায় ধুলো জমলে মাঝে মাঝে ভেজা কাপড় দিয়ে মুছে দিক এতে গাছ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে
সঠিক সময়ে সঠিক পরিমাণে যত্ন নিলে মানি প্ল্যান্ট খুব দ্রুত ছড়িয়ে পড়বে। নতুন কচি পাতা গজাবে, গাছের চেহারায় আসবে সতেজতা। তাতে এই গরমে যতই কঠিন পরিস্থিতি হোক পুষ্টিকর সার আর একটু মনোযোগেই ঘরের কোনায় সবুজ ভরিয়ে তুলতে পারেন আপনিও।
তাই আর দেরি না করে এখনি শুরু করব সঠিক পরিচর্যা। দেখে নিন কিভাবে বাড়ির শোভাবৃদ্ধি করে এক টুকরো স্বতেজ ও সবুজ আপনার মানি প্ল্যান্ট।