Bhavana Ramannas Solo Motherhood Journey: প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য বর্তমানে সন্তানধারণের ক্ষেত্রে নেই আরো কোনোরকম বাধা। বিখ্যাত দীপিকা পাড়ুকোন ৩৮ বছরে মা হয়েছেন এবং ৪০ পেরিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী করিনা কপূর খান। বলিউডে এমন অনেকভিনেত্রী আছেন যারা বিয়ে না করেই মা হয়েছেন। এই তালিকার প্রথম নাম নীনা গুপ্তা। আর এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে আরো এক অভিনেত্রীর। বিবাহিত না হয়ে ৪০ বছর পেরিয়ে আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। আমরা কথা বলছি, বিখ্যাত কন্নড় অভিনেত্রী এবং ধ্রুপদী নৃত্যশিল্পী ভাবনা রামান্না সম্পর্কে। অভিনেত্রী ঘোষণা করেছেন যে, তিনি ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) এর মাধ্যমে যমজ সন্তানের মা হতে চলেছেন। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে তার অবিবাহিত মহিলা হিসেবে মা হওয়ার মা হওয়ার যাত্রা ভাগ করে নেন। এর পাশাপাশি তিনি যে সামাজিক ও চিকিৎসাগত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সেই বিষয়েও বলেন। (Bhavana Ramannas Solo Motherhood Journey)
৪০ পেরিয়ে যমজ সন্তানের মা হতে চলেছেন ভাবনা রামান্না(Bhavana Ramannas Solo Motherhood Journey)
কিছু দিন আগেই দক্ষিণী অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ভাবনা রামান্না ৪০ পেরিয়েছেন। তিনি বিয়ে না করে একাকী মা হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা। তিনি পরীক্ষানিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন যে, তিনি যমজ সম্তানের মা হতে চলেছেন। সেই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্ফীতোদরের ছবি শেয়ার করেছেন। তার সকল অনুরাগীরা সেই পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। ভাবনা শেয়ার করেছেন যে, তিনি কখনো মাতৃত্বকে অগ্রাধিকার দেননি, তবে ৪০ বছর বয়স হওয়ার পর তার মা হওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে এবং শেষপর্যন্ত তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও অবিবাহিত মহিলা হিসেবে মা হওয়ার সিদ্ধান্ত জানার পর কিছু আইভিএফ ক্লিনিক তার চিকিৎসা করতে রাজি হয়নি। তাকে নানান বাধার সম্মুখীন হতে হয়।(Bhavana Ramannas Solo Motherhood Journey)
আরও পড়ুন: ‘স্বদেশ’-এর গীতা কোথায় হারিয়ে গেলেন? এক ছবির পরেই বলিউড ছাড়লেন গায়ত্রী জোশি
ভাবনা রামান্না কী বললেন?
ভাবনা রামান্না বলেন যে, “বিয়ের কথা আমি কখনো ভেবেই উঠেতে পারিনি। তাই মা হওয়ার ক্ষেত্রেও আমাকে অন্য পথের কথা ভাবতে হয়েছে। আইন, দীর্ঘ দিন ধরে একাকী মহিলাদের মাতৃত্বের স্বাদ নিতে বাধা দিয়েছে, কিন্তু সেই আইনে বদল আসার পরেই আমি সিদ্ধান্ত নিই যে, আমার মা হওয়ার এটাই সময়। সঙ্গে সঙ্গে আইভিএফ ক্লিনিকে যাওয়া শুরু করি। আমি অবিবাহিত একাকী মহিলা জানতে পেরে বহু চিকিৎসক আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে বেঙ্গালুরুর ব্যানারঘাট্টা রোডের রেইনবো হাসপাতালে ডাঃ সুষমার আমার মা হওয়ার সফর বাস্তবায়িত করছেন। তার সহায়তায় আমি আমার প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি। আমি বিদ্রোহ করার এই পথ নির্বাচন করিনি। আমি নিজের সত্তাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার এই সফর কয়েকজন মহিলাকে অনুপ্রাণিত করে, সেটাই যথেষ্ট।”
ভাবনা ১৯৯৬ সালে শুরু করেন ক্যারিয়ার
আপনাদের জানিয়ে রাখি যে, ভাবনা ১৯৯৬ সালে ‘মারিবেলে’ নামক সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি ‘নী মুদিদা মালিগে’, ‘চন্দ্রমুখী-প্রাণসখি’, ‘ক্ষমা’, ‘ভাগীরথ’,’ভগবান’, ‘শান্তি’, ‘ওট্টা’ সহ অনেক সিনেমাতে কাজ করেছেন। তিনি ২০০৬ সালে ‘ফ্যামিলি’ নামক সিনেমাতে অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন। এই সিনেমাতে তিনি বিগ বি-র মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে, এটি ছিল বলিউডে তার প্রথম এবং শেষ সিনেমা। তিনি মূলত কন্নড় এবং তামিল সিনেমাতে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ধ্রুপদী নৃত্যশিল্পী।(Bhavana Ramannas Solo Motherhood Journey)