Bihar Assembly Election 2025: বিহারে শুরু হচ্ছে ভোট উৎসব। সোমবার জাতীয় নির্বাচন কমিশন অনুষ্ঠানিকভাবেই ঘোষণা করল 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আগামী ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় ভোট গ্রহণ হবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গণনা। এর মধ্য দিয়ে বিহারে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের জন্য।
দুই দফায় ভোট গ্রহণ, নভেম্বরেই শেষ পর্ব
বিহারে মোট ২৪৩ টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে 38 টি আসন তফশিলি জাতি এবং দুটি আসন তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। কমিশনের ঘোষণামতে, প্রথম দফায় বেশ কয়েকটি সংবেদনশীল ও দুর্গম এলাকা অন্তর্ভুক্ত থাকবে।দ্বিতীয় দফায় ভোট হবে বাকি জেলা গুলিতে।
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, সম্পূর্ণ ভোট প্রক্রিয়াস ১৬ নভেম্বরের মধ্যে শেষ করা হবে। এই সময়ের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যাবতীয় কাজ সম্পন্ন হবে।
৭কোটিরও বেশি ভোটার নতুন ভোটার, ১৪ লক্ষ
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার বিহারে মোট ৭ কোটি ৪২ লক্ষ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তাদের মতে ১৪ লক্ষ নতুন ভোটার প্রথম বার ভোট দেবেন। ভোটারদের এই বিপুল অংশগ্রহণ কে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
প্রত্যেক ভোট কেন্দ্রে সর্বাধিক ১২০০ জন ভোটার ভোট দিতে পারবেন। সারা রাজ্য জুড়ে মোট ৯০,৭১২ টি ভোট গ্রহণ কেন্দ্র গড়ে তোলা হবে। প্রত্যেক বুথে থাকবে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তার কড়া ব্যবস্থা।
নিরাপত্তায় জোর, কেন্দ্রীয় বাহিনী মোতায়ন
ভোট প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়ন করা হবে। জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, কোনরকম হিংসাত্মক ঘটনাকে বরদাস্ত করা হবে না। সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী ও দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়ন থাকবে।
১৭ টি নতুন পদক্ষেপ, বদল আসছে ভোট ব্যবস্থায়
এই নির্বাচনে প্রথমবারের মতো কমিশন ১৭ টি নতুন পদক্ষেপ গ্রহণ করছে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য রাজ্যের নির্বাচনের মডেল হতে পারে। সব বুথ লেভেল অফিসার ও এজেন্টদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিল্লির ট্রিপল আইডিএম এ। কমিশনের লক্ষ্য, প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করা।
ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা থাকবে, যাতে ভোটের গোপনীয়তা রক্ষা পায়। এছাড়া রাজনৈতিক দলগুলির ভোট শিবির এবার থেকে ভোট কেন্দ্রের অন্তত ১০০ মিটার দূরে রাখতে হবে।, এই নিয়ম ও প্রথমবার কার্যকর হতে চলেছে।
উপনির্বাচন একসঙ্গে
বিহারের ভোটের সঙ্গে সঙ্গেই দেশের 8 সংসদীয় ও বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনের ভোট গ্রহণ ১১ নভেম্বর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের আহ্বান
ভোট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন,”গণতন্ত্রের শক্তি নাগরিকের ভোট। তাই সকল ভোটার যেন দায়িত্বশীল ভাবে ভোট দেন এটাই আমাদের প্রত্যাশা।”
এ ঘোষণার মধ্য দিয়েই বিহারে শুরু হয়ে গেল রাজনৈতিক উত্তেজনা। শাসক জোট, বিরোধী শিবির এবং আঞ্চলিক দল সবাই এখন নিচ্ছে ভোটযুদ্ধের জন্য। নভেম্বরের ভোটে কার ভাগ্য খুলে, তা জানার জন্য এখন অপেক্ষা ১৪ নভেম্বর পর্যন্ত।