Bombay High Court Recruitment 2025: ভারতীয়দের (Indian’s) লক্ষ্য থাকে, ভালো চাকরি খোঁজার। কিন্ত কোন দিকে গেলে সে চাকরির খোঁজ পাবে, সেটা নির্ধারণ করতে পারে না। তাই অর্থ দিয়েও চাকরী নিলে সে চাকরির কোন গ্যারেন্টি (Guarantee ) থাকে, সেই কারণে আমাদের ওয়েবসাইটে (Website) বিনা মূল্যে চাকরির ব্যাপারে (Free Cost of job update) জানতে পারবেন।
এবার বম্বে হাইকোর্ট (Bombay HighCourt) নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। ভালো বেতন সহ ভালো পদে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে সেই চাকরির বিস্তারিত আপডেট নিয়ে চলে আসলাম। তাই দেরি না করে চোখ রাখুন আজকের স্বপ্নের চাকরীর প্রতিবেদনে।
নমস্কার সকলকে আমাদের ওয়েবসাইটে (Website) ভিজিট করার জন্য। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট আমরা নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। তাই দেরি না করে, চলুন চটপট আজকের প্রতিবেদন রেডি করা যাক।
আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত রূপে
এই চাকরির প্রতিবেদন থেকে যেগুলো জানতে পারবেন, তা হলো – নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।
চলুন জেনে নিন আজকের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত আলোচনায়
Bombay High Court Recruitment 2025 – Overview
Company Name | Bombay High Court |
Position Name | Staff Car Driver |
Age Limit | 21 years to 38 years |
Vacancies | 11 |
Remuneration | Rs.1.29,,200/- to Rs. 1,92,300/- |
Application process | Online |
Interview Date and Time | 09 May 2025 |
Official Website | www.bombayhighcourt.nic.in |
সংস্থার নাম(Bombay High Court Recruitment 2025):
বম্বে হাইকোর্ট (Bombay High Court)।
শূন্যপদ(Bombay High Court Vacancies 2025):
বম্বে হাইকোর্টের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১টি শূন্যপদ রয়েছে।
পদের নাম:
বম্বে হাইকোর্টে স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver) নিয়োগ করা হবে।
আরও পড়ুন: একাধিক পদে ম্যানেজার নিয়োগ করছে NMDFC, যোগ্যতা কি?
শিক্ষাগত যোগ্যতা(Bombay High Court Eligibility Criteria 2025):
বম্বে হাইকোর্ট নিয়োগ ২০২৫-এ আবেদন করতে হলে প্রার্থীদের নিচের যোগ্যতার মানদণ্ডগুলি পূরণ করতে হবে:
প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে অন্তত দশম শ্রেণি (SSC) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গাড়ি চালানোর অভিজ্ঞতা: প্রার্থীদের হালকা এবং/বা ভারী যানবাহন চালনায় অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভিং লাইসেন্স: বৈধ লাইট মোটর ভেহিকল (LMV) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যা মোটর যান আইন, ১৯৮৮ অনুযায়ী ইস্যু করা।
ভাষাজ্ঞান: প্রার্থীদের মারাঠি এবং হিন্দি ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে সক্ষম হতে হবে।
কীভাবে আবেদন করবেন(Bombay High Court Application Process 2025):
বম্বে হাইকোর্ট নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে করা যাবে। আবেদন করতে নীচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন:
অফিসিয়াল ওয়েবসাইটে যান: bombayhighcourt.nic.in-এ যান।
“Apply Online” ক্লিক করুন: স্টাফ কার ড্রাইভার পদের জন্য “Apply Online” বিভাগটি খুঁজে বের করুন।
বিস্তারিত পূরণ করুন: প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করুন।
নথি আপলোড করুন: আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর JPG/JPEG ফরম্যাটে আপলোড করুন। ফাইলের আকার ৪০ কিলোবাইটের বেশি হওয়া উচিত নয়।
আবেদন ফি(Bombay High Court Application Fee):
আবেদন ফি ৫০০ টাকা যা SBI Collect অপশনের মাধ্যমে অনলাইনে দেওয়া যাবে। ফি প্রদানের পরে নিশ্চিত করুন যে পেমেন্ট সফল হয়েছে। সব ধাপ সম্পন্ন করার পর, মে ২০২৫-এর মধ্যে আপনার আবেদনপত্র জমা দিন।
Bombay High Court Notification 2025 – Here to Download PDF
বয়সসীমা(Bombay High Court Age Limit 2025):
সাধারণ প্রার্থীরা: ন্যূনতম ২১ বছর এবং সর্বাধিক ৩৮ বছর।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা: সর্বাধিক বয়সসীমা ৪৩ বছর।
সরকারি কর্মচারী ও আদালতের কর্মচারীরা: কোনও সর্বোচ্চ বয়সসীমা নেই। নজর রাখুন অফিসিয়াল নোটিফিকেশনে যাতে নতুন কোনও আপডেট আপনি একেবারেই মিস না করেন।
বেতন(Bombay High Court Salary 2025):
বম্বে হাইকোর্টে নির্বাচিত প্রার্থীদের S-10 পে স্কেলের অধীনে ১,২৯,২০০ থেকে ১,৯২,৩০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী ভাতা প্রদান করা হবে।
কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(Bombay High Court Selection Process 2025):
তিনটি ধাপে বেছে নেওয়া হবে প্রার্থীদের:
লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষায় গাড়ি রক্ষণাবেক্ষণ, সাধারণ জ্ঞান এবং মুম্বাই শহর সম্পর্কে তথ্যভিত্তিক একাধিক নির্বাচনী প্রশ্ন (MCQ) থাকবে।
ড্রাইভিং পরীক্ষা: প্রার্থীদের গাড়ি চালানোর দক্ষতা মূল্যায়নের জন্য একটি ড্রাইভিং পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক সাক্ষাৎকার: সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে, যেখানে তাদের জ্ঞান ও দক্ষতার বিভিন্ন দিক মূল্যায়ন করা হবে।
আবেদন করার শেষ তারিখ(Last date of Applications):
আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২৫।
নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।
এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।