আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Civil Service Training Purulia: পুরুলিয়ার AIM ফিজিক্যাল ইনস্টিটিউটে বিনামূল্যে প্রস্তুতির সুযোগ, আবাসিক হোস্টেলও চালু

Published on: September 26, 2025
Civil Service Training Purulia

Civil Service Training Purulia: সিভিল সার্ভিস এর মতো মর্যাদাপূর্ণ চাকরির স্বপ্ন দেখেন বহু বেকার যুবক-যুবতী। কিন্তু সঠিক দিকনির্দেশনা প্রশিক্ষণ এবং আর্থিক সামর্থের অভাবে সেই স্বপ্ন অনেক সময় পূর্ণতা পায় না। এই সমস্যা সমাধান করতেই এগিয়ে এসেছে পুরুলিয়া শুধু প্রতিযোগিতা মূলক পরীক্ষার পঠন পাঠনই নয়, বরং শারীরিক প্রশিক্ষণও দেয়া হয় এখানে, যাতে পরীক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে তৈরি হতে পারেন।

প্রাক্তন সেনাকর্তার উদ্যোগ

ভারতের প্রাক্তন সেনা অফিসার অনুপ কুমার মাহাতোর তত্ত্বাবধানে বহুদিন ধরে এই ইনস্টিটিউট(AIM) সফলভাবে চলছে। আর্থিক পিছিয়ে থাকার বেকার যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সুযোগ দেয়া হচ্ছে। শুধু বইয়ের পাঠ নয়, নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে ও তাদের আত্মবিশ্বাসও দৃঢ়তা বাড়ানো হয়।

প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা

শুধু প্রশিক্ষণই নয়, সময় সময়ে জেলার শীর্ষ- প্রশাসনিক আধিকারিকরা এই ইনস্টিটিউটে(AIM) এসে ক্লাস নেন। পুরুলিয়ার জেলাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি স্বয়ং একাধিকবার এসে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়েছেন। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ যেমন বেড়েছে, তেমনি সঠিকভাবে পরিকল্পনা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও তারা এগিয়ে গিয়েছেন।

আবাসনের সমস্যা ও নতুন উদ্যোগ

তবে এতদিন একটি বড় সমস্যা ছিল আবাসনের। জেলার বিভিন্ন প্রান্ত এমনকি জেলার বাইরেও অনেক শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে আসতেন। কিন্তু থাকার জায়গা না থাকাই তাদের ভোগান্তি হতো। অনেক সময় অনেকে শুধু থাকার অসুবিধার কারণে প্রশিক্ষণ মাঝপথে ছেড়ে দিতেন।

এই সমস্যা সমাধান করতেই ইনস্টিটিউট(AIM) এর পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুলিয়া শহরের কেতিকা এলাকায়, পুরাতন তপানন্দ আশ্রমের সামনে একটি আবাসিক হোস্টেল তৈরি করা হয়েছে। এখানে মাসিক মাত্র ৮০০ টাকায় ছাত্রছাত্রীরা থাকার সুযোগ পাবেন। এতে শুধু আবাসন নয়, নিয়মিত খাবারের ব্যবস্থাও থাকলে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: FD-RD কে হার মানানো ও দুর্দান্ত স্কিম, মেয়ের ভবিষ্যৎ হবে সুরক্ষিত

নেতৃত্বের প্রশংসা

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন,” আমাদের জেলার ছেলে মেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায়শই সুযোগের অভাবে পিছিয়ে যায়। এই উদ্যোগ তাদের সঠিক মর্যাদা পেতে সাহায্য করবে”।

ভবিষ্যতের দিশা

AIM ফিজিকাল ইন্সটিটিউট এই উদ্যোগ শুধু পুরুলিয়া নয়, সমগ্র দক্ষিণবঙ্গের যুব সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। বিনামূল্যে প্রশিক্ষণ ও সুলভ আবাসনের সুব্যবস্থা অনেকেই তাদের স্বপ্নপূরণের দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment