আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Digital Gold Investment: মাত্র ৫১ টাকায় ২৪ ক্যারেট খাঁটি সোনা! জেনে নিন ডিজিটাল গোল্ড বিনিয়োগের এই বিশেষ সুবিধা

Published on: September 5, 2025
Digital Gold Investment

Digital Gold Investment: উৎসবের মরশুমে সোনা কেনা ভারতীয় সংস্কৃতির অন্যতম অংশ। শুভ অনুষ্ঠান থেকে বিয়ে বাড়ি সোনার গয়না ছাড়া বাঙালির আনন্দ উৎসব অপূর্ণ থেকে যায়। কিন্তু গত কয়েক বছরে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের পক্ষে এই হলুদ ধাতু কেনা কঠিন হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেকিং চার্জ, জিএসটি এবং ব্যাংক লকার খরচ। ফলে সোনার গয়না অনেক সময় কেবল স্বপ্ন হয়েই থেকে যায়।

তবে এবার সেই সমস্যার সমাধানে এসেছে এক অভিনব উপায়ে। মাত্র ৫১ টাকায় ২৪ ক্যারেট খাঁটি সোনায় বিনিয়োগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। বিশেষ করে পুজোর আগে এই অফার ঝড় তুলেছে বাজারে।

কেন এত সস্তায় সোনা কেনা সম্ভব?

এটি সম্ভব হয়েছে Digital Gold ব্যবস্থার মাধ্যমে এখানে ১০০% বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনা কেনা যায় ডিজিটাল আকারে ফিজিক্যাল সোনার মত হাতের নেওয়া না গেলেও এটি একটি বীমা করা ওয়ালেটে সুরক্ষিত থাকে। চাইলে পরবর্তীতে এটিকে ভৌত সরাই রূপান্তর করার সুবিধা রয়েছে।

মাত্র ৫১ টাকাই বিনিয়োগ শুরু

Digital Gold কেনার জন্য বিশেষ কোনো শর্ত নেই। Paytm অ্যাপ খুলে সার্চ করতে হবে payment gold বা daily SIP। সেখানেই সর্বনিম্ন ৫১ টাকা দিয়ে সোনায় বিনিয়োগ শুরু করা যাবে। ব্যবহারকারীরা চাইলে এককালীন বিনিয়োগ করতে পারেন বা দৈনন্দিন/ সাপ্তাহিক/ মাসিক SIP (Systematic Investment Plan) চালু করতে পারেন।

পেমেন্ট ও সিকিউরিটি

বিনিয়োগ করতে গেলে গ্রাহককে নিজের সুবিধা মত পেমেন্ট পদ্ধতি বেছে নিতে হবে। UPI, নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বিডিও কারির নামে একটি বীমা করা ওয়ালেতে সোনা জমা হবে। SMS এবং ইমেইলের মাধ্যমে এর ভেরিফিকেশনও পাওয়া যাবে।

গোল্ড এসআইপি ডিজিটাল পিগি ব্যাংক

যেমন প্রতিদিন কিছু টাকা পেয়ে ব্যাংকে জমা রাখা হয়, তেমনি গোল্ড এসআইপি হল সোনার নিয়মিত সঞ্চয়ের এক নতুন ব্যবস্থা। বিনিয়োগকারী চাইলে প্রতিদিন প্রতি সপ্তাহে বা মাসে নির্দিষ্ট অংকের টাকা বিনিয়োগ করতে পারবেন। এতে ধীরে ধীরে সোনা জমা হবে। অথচ আর্থিক চাপও বেশি পড়বে না। পাশাপাশি, বাজারদরের ওঠান আমার সুবিধা ও পাওয়া যাবে।

ডিজিটাল থেকে ভৌত সোনা

Digital Gold ভার্চুয়াল নয়। বিনিয়োগকারী যখন চান তখনই লাইভ মার্কেট রেটে তা বিক্রি করে নগদ অর্থ পেতে পারেন। আবার চাইলে নির্দিষ্ট পরিমাণ সোনা জমে গেলে BIS প্রত্যয়িত, হলমার্ক যুক্ত সোনার মুদ্রা আকারে বাড়িতেও ডেলিভারি নেওয়া যাবে।

আরও পড়ুন: পেয়ারা চাষে লাখ লাখ টাকা আয়ের সুযোগ, মালদহের চাষীদের জীবনে বদল আনছে এই ফল

কেন এটি মধ্যবিত্তের জন্য সেরা সুযোগ?

  • মাত্র ৫১ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়
  • কোন মেকিং চার্জ বা অতিরিক্ত খরচ নেই
  • সোনা সম্পন্ন সুরক্ষিত ওয়ালেটে থাকে।
  • বিনিয়োগকারী চাইলের নগদে রূপান্তর করতে পারেন
  • ধীরে ধীরে সোনা জমিয়ে দীর্ঘমেয়াদি সঞ্চয় সম্ভব

আজকের তিনি সোনা শুধু অলংকার নয়, এটি একটি নির্ভরযোগ্য বিনিয়োগ। তবে সোনার দাম ক্রমশ বাড়ায় সাধারণ মানুষের পক্ষে থাকে না কঠিন সেই জায়গায় ডিজিটাল গোল্ড হয়ে উঠতে পারে সেরা বিকল্প। মাত্র ৫১ টাকা থেকে বিনিয়োগ শুরু করে ধীরে ধীরে খাঁটি 24 ক্যারেট সোনা জমিয়ে নেওয়া সম্ভব তাও কোন ঝক্কি ছাড়াই। উৎসবের আগে মধ্যবিত্তের জন্য এটি নিঃসন্দেহে একটি সোনালী সুযোগ।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment