Durga Puja parikrama 2025: দুর্গাপূজো মানে আলো, রং, আনন্দ আর প্রতিমা দর্শনের উৎসব। পূজোর ভিড়ে যানজট এড়িয়ে এক মেট্রো স্টেশন থেকে আরেক মেট্রো স্টেশনে নেমে সহজেই ঘুরে দেখা যায় কলকাতার সেরা দুর্গাপুজো। ২০২৫ সালের মহা সপ্তমীতে শুরু হলেও প্রতিমা দর্শনের মেলা। দেখে নিন কোন মেট্রো স্টেশন থেকে কোন কোন খ্যাতনামা পুজো ঘুরে দেখা সম্ভব।
দক্ষিণ কলকাতার সেরা পুজো
দক্ষিণ কলকাতার জমজমাট প্রতিমা দর্শন শুরু করা যায় নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে। এখানে নামলেই পেয়ে যাবেন বিখ্যাত ৭৫ পল্লী, চক্রবেড়িয়া সার্বজনীন ও ভবানীপুর অবসর। কাছেই হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন বকুলতলার পুজো তেও।
যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে দেখা যায় শহরের অন্যতম জনপ্রিয় পূজন ম্যাডক্স স্কোয়ার। এখানেই রয়েছে হাজরা পার্কের প্রতিমা। নেতাজি ভবনে নেমে থেকেও বকুলতলার পথে হেঁটে যাওয়া যায়।
কালীঘাট মেট্রো স্টেশনে নামলেই চোখে পড়বে বিখ্যাত বাদামতলা আষাঢ় সংঘ, নেপাল ভট্টাচার্য স্ট্রীট, চেতলা অগ্রনী, দেশপ্রিয় পার্ক ও ত্রিধারা সম্মেলনী। প্রতিবারই অভিনব থিম ও অসাধারণ পুজো মণ্ডপসজ্জার জন্য এই পুজো গুলি বিশেষ আকর্ষণীয়।
বালিগঞ্জ মেট্রো স্টেশন এর নামলে পেয়ে যাবেন কলকাতার নামকরা পুজো। বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী সংঘ, একডালিয়া এভারগ্ৰিন, হিন্দুস্থান পার্ক, বোসপুকুর শীতলা মন্দির ও বোষপুকুর তালবাগান।
রবীন্দ্র সরোবর মেট্রো থেকে মুদিয়ালি, শিব মন্দির, সুরুচি সংঘ, আলিপুর সর্বজনীন সব ঘুরে দেখা যায় অল্প দূরত্বে।
মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শুরু করুন দক্ষিণের আরও সেরা কিছু পুজো হরিদেবপুর অজেয় সংহতি, ৪১পল্লী, বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব,ঠাকুরনগর এসবি পার্ক, বেহালা ফ্রেন্ডস ও বেহালা নতুন দল।
দক্ষিণের সফর হবে গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশনে। এখান থেকে দেখা যায় বিখ্যাত নাকতলা উদয়ন সংঘ, নব দূর্গা, পঞ্চ দুর্গা এলাচি মিলন সংঘ, রামচন্দ্রপুর তরুণ সংঘ এবং নরেন্দ্রপুর গ্রীন পার্কের সেরা পুজো।
উত্তর কলকাতার সেরা পুজো
বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামলে ঘুরে আসতে পারেন শ্রীভূমি স্পোর্টিং, টালা নতুন দল, টালা বারোয়ারি, দমদম পার্ক ভারত সংঘ এবং দমদম পার্ক তরুণ সংঘে।
শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে দর্শন করুন শহরের ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীন ও হাতিবাগান সর্বজনীন।
শোভাবাজার মেট্রো স্টেশনে নামলে বিখ্যাত শোভাবাজার রাজবাড়ী, কুমোরটুলি সর্বজনীন, শোভা বাজার সর্বজনীন সবই হাতের কাছে।
গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দেখা যাবে চালতা বাগান ও কাশি বোস লেনের প্রতিমা।
মহাত্মা গান্ধীর রোড মেট্রো স্টেশনে নামার পরই প্রতিটি গেট থেকে ভিন্ন ভিন্ন সেরা পুজো দর্শন সম্ভব। এক নম্বর গেট দিয়ে বেরোলে দেখা মিলবে চোরবাগান সার্বজনীন। তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে পারবেন মোহাম্মদ আলী পার্ক। আল চার নম্বর গেট দিয়ে বেরোলেই পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারের প্রতিমায়।
আরও পড়ুন: অষ্টমীতে রোদ ঝলমলে নবমীর রাত থেকে হাওয়া বদল! পূজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা
শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে দর্শন করা যায় কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার।
শেষে ফুলবাগান মেট্রো স্টেশনে নামলে এক নম্বর গেট দিয়ে বেরোলেই দেখতে পারবেন সংহাই ক্লাব, আর দু’নম্বর গেট দিয়ে বেরোলে চোখে পড়বে বেলেঘাটা ৩১ পল্লী ও নবমিলন দুর্গাপুজো।
কলকাতার দুর্গাপূজা মানে উৎসবের শহর, আর মেট্রো এই উৎসবের প্রাণপথ। জান যত ভীর রাতে মেট্রোপথে এবার হাতে হাতে ঘুরে দেখতে পারবেন সেরা প্রতিমা গুলি। উত্তর থেকে দক্ষিণ, শহরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অনন্য শিল্পের ছোঁয়া।