Durga Puja special Metro Timetable: দুর্গাপুজোর ভিড় সামলাতে ইতিমধ্যেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। পুজোর দিন গুলিতে যাতে মানুষ নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সেই কারণে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আলাদা সুচি ঘোষণা করা হয়েছে।
পঞ্চমী (শনিবার ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫)
এই দিনেই সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রো চলবে। মোট ২৬২টি পরিষেবা ১৩১টি এবং ১৩১টি ডাউন দেওয়া হবে।
- প্রথম ট্রেন: সকাল ৮:০০ টায় শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার, দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে পরিষেবা শুরু হবে।
- শেষ ট্রেন: রাত ১০:৪৭ এ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। রাত ১০:৪৮ এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম।
- রাত ১১ টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পিক আওয়ারে মেট্রোর ব্যবধান থাকবে ৬ থেকে ৭ মিনিট।
ষষ্ঠী (রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫)
ষষ্ঠীতে পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে এবং চলবে রাত ১১টা পর্যন্ত। মোট ২৪৬ টি পরিষেবা (১২৩টি আপ ও ১২৩টি ডাউন) চালানো হবে।
- প্রথম ট্রেন: সকাল ৯ দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার, নোয়াপাড়া এবং শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়বে।
- শেষ ট্রেন: রাত ১০:৪৮ দক্ষিনেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম। রাত ১০:৫১ তেই শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। রাত ১১ টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম।
সপ্তমী, অষ্টমী,নবমী (সোমবার – বুধবার ২৯, ৩০ ও ১ অক্টোবর ২০২৫)
সবচেয়ে বেশি ভিড় হয় এই তিন দিনে। তাই মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টা থেকে এবং চলবে ভোর ৪টা পর্যন্ত। মোট ২৪৬ টি পরিষেবা ১২৩ ও ১২৩টি ডাউন রাখা হবে।
- প্রথম ট্রেন: দুপুর ১টায় দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার, নোয়াপাড়া দমদম ও শ্যাম বাজার থেকে ট্রেন ছাড়বে।
- শেষ ট্রেন: ভোর ৩:৪৭এ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।
- ভোর ৩:৪৮ এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
- ভোর ৪টা শহীদ ক্ষুদিরাম থেকে দমদম এই দিনগুলিতে পিক আওয়ারে ৬ থেকে ৭ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
আরও পড়ুন: জোড়া নিম্নচাপে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা জারি
দশমী (বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫)
দশমীতে পরিষেবা থাকবে তুলনামূলকভাবে কম। দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রো চলবে। মোট ১৩২টি পরিষেবা (৬৬টি আপ ও ৬৬ টি ডাউনে দেওয়া হবে)
- প্রথম ট্রেন: দুপুর ১টায় দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার, নোয়াপাড়া, দমদম ও শহীদ ক্ষুদিরাম থেকে একসঙ্গে ছাড়বে।
- শেষ ট্রেন: রাত ৯: ৪৮ এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম। রাত ৯:৫০ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। রাত ১০টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম।
Durga Puja তে কলকাতা শহরের রাস্তাঘাটে যেমন ভিড় বাড়ে, তেমনি মেট্রোতেও যাত্রী চাপ বহুগুণ বেড়ে যায়। তাই বিশেষ সূচি যাত্রীদের যাতায়াতকে আরও সহজ করবে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিষেবা চলাই দর্শনার্থীরা প্যান্ডেল হপিং করতে পারবেন নির্বিঘ্নে।