Durga Puja Weather Update: দুর্গা উৎসবের প্রাক্কালে দক্ষিণবঙ্গ জুড়ে আনন্দের আবহাওয়া। প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে শহর ও গ্রামে। তবে উৎসবের আনন্দে প্রতিবারের মতো এবারও রয়েছে আবহাওয়া চিন্তা। কারণ, নিম্ন চাপের দাপটের কারণে পুজোর দিনগুলোই আকাশের মুখ ভার হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে ছত্তিশগড়ে দিকে সরে গিয়েছে। তবুও বৃষ্টির ভ্রুকুটি পুরোপুরি কাটছে না। স্বস্তির দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদনীপুর, এবং ঝাড় গ্রামের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
তবে সপ্তমীর দিন অর্থাৎ সোমবার শহরবাসীর জন্য রয়েছে স্বস্তির খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এমনকি বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতেও কোন বৃষ্টির সতর্কতা নেই। অর্থাৎ সপ্তমীর দিন বেশ কিছুটা স্বস্তিতেই প্যান্ডেল হপিং করতে পারবেন দর্শনার্থীরা।
তবে সংখ্যার মেঘ ঘনীভূত হচ্ছে অষ্টমী থেকে। হবেই জানিয়েছিল, অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি গোটা বর্ত্ম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন নবমীর দিন নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার জেরি নবমী ও দশমীর দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে উৎসবের প্রধান দুটি দিনে আকাশ ভ্রুকুটি করলে প্যান্ডেল হপিংয়ে ভাটা পড়তে পারে।
কলকাতার ক্ষেত্রে রবিবার ডিম ভোর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিকেলের দিকে আকাশে কালো মেঘের আনাগোনা বাড়তে পারে। যেকোনো সময়ই হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে শহরে। সেদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28°।
আরও পড়ুন: শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস, পুজোর মুখে ফের নিম্নচাপ ঘূর্ণাবর্তের হানা
উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম অনিশ্চিত। ষষ্ঠীর দিন দার্জিলিং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তমীর দিন বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদহ কিছুটা এলাকায়। আবার অষ্টমী ও নবমীতে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীর দিনও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সেখানেও বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে ষষ্ঠীতে আংশিক বৃষ্টি থাকলেও সপ্তমীতে মিলছে কিছুটা স্বস্তি। তবে অষ্টমী থেকে দশমী পর্যন্ত ফের বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই। ছাতা কিংবা রেনকোট হাতে নিয়ে এবারের পুজোয় রাস্তায় নামতে হবে। বৃষ্টির সঙ্গে মেতে উঠবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।