আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

East Bengal vs Mohon Bagan Durand Cup: মরশুমের প্রথম কলকাতা ডার্বি ১৭ই আগস্ট যুবভারতীতে

Published on: August 15, 2025
East Bengal vs Mohon Bagan

East Bengal vs Mohon Bagan: ISL মরশুমে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি, তবে তার আগে ফুটবলপ্রেমীদের জন্য এসে গেল বড় খবর মরশুমের প্রথম East Bengal vs Mohon Bagan ডার্বির দিনক্ষণ নির্ধারণ হয়ে গিয়েছে। আগামী ১৭ই আগস্ট, যুবভারতী ক্রীড়াঙ্গনের ডুরান্ড কাপ ২০২৪ এর কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে কলকাতার প্রধান প্রতিদ্বন্দ্বী। শতাব্দি প্রাচীন এই লড়াই ফের একবার জমিয়ে তুলবে শহরের ফুটবল আবহ।

দুই প্রধানের দুর্দান্ত গ্রুপ পর্ব

গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে খেলছে দুই দলই। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই নিজেদের সব ম্যাচে জয় পেয়েছে। ফলে গ্রুপ শীর্ষে থেকেই কোয়াটার ফাইনালে পৌঁছেছে তারা। ডুরান্ত কাপকে শুধু ঐতিহাসিক টুর্নামেন্ট হিসেবেই নয়, মৌসুমীর প্রস্তুতির বড় মঞ্চ হিসেবেও দেখছে আই এস এল ও আই লিগের সব দল। বড় ম্যাচের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা দলের কৌশল এবং নতুনদের পারফরম্যান্স যাচাইয়ের উপযুক্ত সুযোগ এই প্রতিযোগিতা।

ইস্টবেঙ্গল এর নতুন রূপ

গত মৌসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর এবারে বড়সড় পরিবর্তন এনেছে ইস্টবেঙ্গল শিবির। দলে এসেছে বেশ কয়েকজন নতুন বিদেশী খেলোয়াড় মিগুয়েল, হামিদ, রশিদ ও ক্রেসপো। বিশেষ করে মরোক্কান স্ট্রাইকার হামিদ ইতিমধ্যেই নজর কেড়েছেন। দুই ম্যাচে গোল করে তিনি সমর্থকদের ভরসা জোগাচ্ছেন। দলে রয়েছেন পুরনো ও নির্ভরযোগ্য মুখ বিপিন সিং ,মহেশ সিং ও সৌভিক চক্রবর্তী। তবে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে দাবি চাপ সামলাতে এই নতুন বিদেশি খেলোয়াড়রা কতটা সফল হবেন। কলকাতার ডার্বি শুধুমাত্র টেকনিক্যাল লড়াই নয় এটি মানসিক পরীক্ষার মঞ্চ।

মোহনবাগানের অভিজ্ঞতা ও তারকা শক্তি

অন্যদিকেMohon Bagan super giant এ দুর্দান্ত ফর্মে কোয়াটার ফাইনালে প্রবেশ করেছে। অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমস কামিংস ও দিমিত্রি পেত্রাতোস এখনও সেরা ছন্দে না এলেও বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের অন্যতম শক্তি। দলে রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড়, যারা ডার্বির চাপে অভ্যস্ত কোচ জুয়ান ফেরান্দোর কৌশলগত পরিকল্পনা এবং দলের স্থিতিশীলতা মারিনার্সদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।

ডার্বির তাৎপর্য

কলকাতার ডার্বি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, এটি আবেগ ইতিহাস ও গৌরবের লড়াই ।শত বছরেরও বেশি সময় ধরে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতা বাঙালি ক্রীড়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ম্যাচের ফলাফল পুরো মরশুমের মনোবল ও সমর্থকদের আবেগে গভীর প্রভাব ফেলে। একদিকে জয় মানে মরশুমের শুরুতেই আত্মবিশ্বাসের উল্লম্ফন ,অন্যদিকে হার মানে অকাল চাপ ও সমালোচনা।

প্রস্তুতি ও প্রত্যাশা

১১ই আগস্ট এর আগে দুই দলই অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছে। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তার তৈরিতেও জোর দিচ্ছে কোচিং স্টাফ। যুবভারতীতে হাজার হাজার সমর্থকের গর্জন, উল্লাস ও চাপে নতুনদের কেমন পারফরমেন্স হয় সেটা এখন দেখার বিষয়। ইতিমধ্যে টিকিট বিক্রি করে উন্মাদনা দেখা দিয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা ও জোর করা হচ্ছে।

East Bengal vs Mohon Bagan Durand Cup এর কোয়াটার ফাইনাল নিঃসন্দেহে মরশুমের প্রথম বড় লড়াই হতে চলেছে ।নতুন তারকা কৌশল কত দ্বন্দ্ব ও অনন্য ডার্বি আবহ সব মিলিয়ে ১৭ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের একবার সাক্ষী থাকবে এক মহরণের, যা ফুটবলপ্রেমীরা বহুদিন মনে রাখবেন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment