Gold price in Kolkata 22k 24k: যেকোনো উৎসবে কিংবা সঞ্চয় কার্যে অলংকার খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা চলে প্রতিটি বাঙালির জীবনে সোনা খুবই গুরুত্বপূর্ণ একটি অলংকার। সকলেই সস্তায় সোনা কিনতে চান। তাই সোনার দাম বৃদ্ধি পেলেই মানুষের কপালে পড়ে চিন্তার ভাঁজ এবং দাম খানিক সস্তা হলেই মন খুশিতে ভরে ওঠে। এই সোনার দাম বিভিন্ন অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ১৬ই আগস্ট, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯১৬২ টাকা। চলুন জেনে নেওয়া যাক আগের দিনের তুলনায় কতটা দাম বাড়ল না কি দাম কমলো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
২২ ক্যারেট, ২৪ ক্যারেট গোল্ড রেট এবং আগের দিনের সঙ্গে তুলনা
আজ, ১৬ই আগস্ট, ২০২৫, কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৯১৬২ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১০,১৩৬.৫০ টাকা।
গতকাল ১৫ই আগস্ট, ২০২৫ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৯১৬২ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৫৬৫০ টাকা। এছাড়া ওইদিন ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ছিল ১০০৬০ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ছিল ১০০৬০০ টাকা।
এক্ষেত্রে জিএসটি এবং টিসিএস আলাদাভাবে চার্জ করা হবে।
স্বর্ণের দাম পরিবর্তনের কারণ
জানিয়ে রাখি, সোনার দাম হ্রাস কিংবা বৃদ্ধির পিছনে বহু কারণ থাকে, যেমন মূল্যবৃদ্ধি, দেশের সোনার বাজার, সুদের হার, সরকারি মজুত, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি, ডলারের প্রেক্ষিতে টাকার মূল্য প্রভৃতি বিষয়ের উপর সোনার দাম নির্ভর করে।
আরও পড়ুন: দেব-শুভশ্রীর এক দশক পর পর্দায় ফেরা, মুগ্ধ করল কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রেম-ড্রামা
ক্রেতাদের জন্য পরামর্শ
২২ ক্যারাট সোনায় ৯১.৭ শতাংশ সোনা থাকে, তাই গয়না তৈরি হয় ২২ ক্যারাট সোনা দিয়েই। আবার অপরদিকে ২৪ ক্যারাট সোনায় ৯৯.৯ শতাংশ সোনা থাকে, তাই ২৪ ক্যারাট সোনা দিয়ে গয়নার সূক্ষ কাজ করা সম্ভব নয়। এক্ষেত্রে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বিষয় নিম্নে জানানো হলো।
- যদি কেউ ২৪ ক্যারাটের খাঁটি সোনা কিনতে চান, সেক্ষেত্রে কয়েন কিংবা বার কেনা যেতে পারে এবং সেটি কতটা বিশুদ্ধ তা নিশ্চিত করতে অবশ্যই হলমার্ক শংসাপত্র যাচাই করা প্রয়োজন।
- একজন সাধারণ ক্রেতার ক্ষেত্রে সোনার বিশুদ্ধতা যাচাই করা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে BIS হলমার্কযুক্ত জুয়েলার্সের কাছ থেকেই সোনা কেনা উচিত, কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সোনার শুদ্ধতার শংসাপত্র প্রদান করে। উল্লেখ্য, সোনায় হলমার্ক থাকার অর্থ সেটি গয়না তৈরির সোনার শুদ্ধতার আন্তর্জাতিক মানসম্মত। BIS-এর মাধ্যমে সোনার বিশুদ্ধতার এই নিয়ম প্রণয়ন করে ভারত সরকার।