High Return Policy of LIC kanyadan: বর্তমান সময়ে প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন তাদের কন্যা সন্তানদের উজ্জল ভবিষ্যৎ গড়ে তোলা। উচ্চ শিক্ষা থেকে শুরু করে ক্যারিয়ার তৈরি আর শেষে বিবাহ সব কিছুর জন্যই প্রয়োজন মজবুত আর্থিক ভিত্তি। কিন্তু বাজারদর প্রতিদিন যে হারে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত পরিবার গুলির পক্ষে সেই স্বপ্ন পূরণ করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই জায়গাতেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারতীয় জীবন বীমা নিগম (LIC)। তাদের এক জনপ্রিয় ও উচ্চ রিটার্নের স্কিম হল LIC kanyadan policy।
এই পলিসি মূলত কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। অনেকেই FD (fixed deposit) বা RD (recurring deposit) তে টাকা রেখে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করেন। কিন্তু LIC kanyadan policy সেই সমস্ত ঐতিহ্যবাহী সঞ্চয় পদ্ধতির থেকে অনেক বেশি লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতিদিন সমান ও সঞ্চয়েই লাখপতি
এই স্কিমের বিশেষত্ব হলো প্রতিদিন ১২১ টাকা জমিয়ে গড়ে তোলা যায় বিশাল সঞ্চয়ের ভান্ডার। অর্থাৎ মাসেই মোটামুটি ৩,৬০০টাকা দিতে হয়। পলিশের মেয়াদ ২৫ বছর হলেও কিস্তি দিতে হয় প্রথম ২২ বছর। শেষ তিন বছর কোন প্রিমিয়াম দিতে হয় না। এই শহর সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে মেয়াদ শেষ হয়ে হাতে আসবে প্রায় 27 লক্ষ টাকা।
ধরুন আপনার মেয়ের জন্মের পর এক বছর বয়সে তার নামে একটি পলিসি নিলেন। প্রতিদিনের ছোটখাটো খরচ যেমন টিফিন বা চায়ের খরচ বাজিয়ে যদি এই টাকা সঞ্চয় করেন তবে মেয়ের ২৫ তম জন্মদিনে আপনার হাতে থাকবে প্রায় ২৭ লক্ষ টাকা। উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা বিবাহর যে কোন গুরুত্বপূর্ণ খরচের জন্য এই অর্থ হতে পারে অমূল্য সহায়তা।
বাবার মৃত্যুর পরও সুরক্ষিত কন্যার ভবি ষ্যত
এই পলিশির আরেকটি বড় সুবিধা হল ঝুঁকি কভারেজ। যদি পলিসি চলাকালীন বাবা বা অভিভাবকের মৃত্যু হয়, তবে পরিবারের ওপর কোনো আর্থিক চাপ পড়বেন না। LIC নিজেই ভবিষ্যতের সমস্ত প্রিমিয়াম মিটিয়ে দেবে। শুধু তাই নয়, দুর্ঘটনা জনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবার পাবে আলাদা ১০ লক্ষ টাকা। অর্থাৎ এই স্কিম শুধু সঞ্চয় নয়, বীমার সুবিধাও একসঙ্গে দিয়ে থাকে।

কারা আবেদন করতে পারবেন
এই পলিসিতে যোগ দিতে পারবেন ১৮ থেকে ৫০ বছরের ভারতীয় নাগরিক। তবে শর্ত রয়েছে মেয়ের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। যত তাড়াতাড়ি স্কিমের নাম নথিভুক্ত করা যায় তত বেশি লাভ পাওয়া সম্ভব।
আরও পড়ুন: রাতে ঘুমিয়ে থাকে মোবাইল স্ক্রল কেন বিপদজনক? জানুন শরীর ও মনের ওপর প্রভাব
কেন LIC kanyadan policy অনন্য?
- প্রতিদিন মাত্র ১২১ টাকা সঞ্চয়
- ২৫ বছরের মেয়াদে প্রায় 27 লক্ষ টাকার রিটার্ন
- বাবার মৃত্যুর পর এর দায়িত্ব প্রিমিয়াম
- দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য ১০ লক্ষ টাকার সহায়তা
- একই সঙ্গে বিমা সঞ্চয় এর সুবিধা
প্রতিটি বাবা-মা চান তাদের কন্যার ভবিষ্যৎ সুন্দর হোক আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকুক। LIC Kanyadan Policy সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। FD বা RD তে টাকা রাখার থেকে এই পলিসি বহু গুনে লাভজনক। সঞ্চয় নিরাপত্তা ওর উচ্চ রিটার্ন তিনটি একই সঙ্গে পেতে চাইলে LIC kanyadan policy হতে পারে এক দুর্দান্ত বিকল্প।