আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Highest Paying Jobs India 2050: AI, robotics থেকে Fintech, আগামী দিনে যে সাতটি চাকরি কোটির বেতন দেবে

Published on: September 23, 2025
Highest Paying Jobs India 2050

Highest Paying Jobs India 2050: বর্তমান সময়ে সকলের মনে একটাই প্রশ্ন ভবিষ্যতে চাকরি কেমন হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর দাপটে অনেক পুরনো কাজ মেশিনে প্রতিস্থাপিত হবে তবে নতুন দিগন্ত খুলে যাবে। 2050 সালের মধ্যে ভারতের যে পেশকগুলি সবচেয়ে বেশি বেতন দেবে এবং যেগুলি চাহিদা বহু গুণে বাড়বে, সেই তালিকায় প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ভবিষ্যতের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ দিশারি।

AI বিশেষজ্ঞ বা গবেষক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষেত্র। যারা মেশিন লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কম্পিউটার ভিশন রোবোটিক্স ও ডিপ লার্নিং এর দক্ষ হবেন, তাদের সুযোগ অসীম। AI বিশেষজ্ঞরা AI সিস্টেম তৈরি পরীক্ষা এবং বাস্তবায়ন করেন। তাদের বার্ষিক সম্ভাব্য বেতন ৫০ লক্ষ থেকে ১ কোটি পর্যন্ত হতে পারে।

মেসিন লার্নিং ইঞ্জিনিয়ার

ডেটা সাইন্স টিম এর গুরুত্বপূর্ণ সদস্য হলেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তাদের কাজের মধ্যে রয়েছে AI গবেষণা উন্নয়ন এবং ডিজাইন এই পেশায় ভবিষ্যতে প্রচুর চাহিদা তৈরি হবে। রিপোর্ট অনুযায়ী, বার্ষিক ৪৫ লক্ষ থেকে ৯০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া সম্ভব।

রোবটিক্স ইঞ্জিনিয়ার

রোবট ও রোবোটিক সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই ইঞ্জিনিয়াররা। মেকানিক্যাল, ইলেকট্রনিকেল এবং কম্পিউটার, ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তারা সেন্সর, মোটর, কন্ট্রোলারসহ নানা প্রযুক্তির সমন্বয় ঘটাবেন। এই কাজে সম্ভাব্য বার্ষিক বেতন ৪০ লক্ষ্য থেকে ৮০ লক্ষ।

ডেটা সায়েন্টিস্ট

ডেটা বিশ্লেষণ করে প্রতিষ্ঠানগুলিকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে ডেটা সাইন্টিস্টরা। বর্তমানে যেভাবে ডেটার ব্যবহার বাড়ছে, আগামী দিনের তাদের গুরুত্ব আরো বাড়বে। তাদের সম্ভাব্য বার্ষিক বেতন ৩৫ লক্ষ থেকে ৭৫ লক্ষ পর্যন্ত হতে পারে।

কোয়ান্টাম কম্পিউটিং বিশ্লেষক

কোয়ান্টাম কম্পিউটার আসার সঙ্গে সঙ্গে এক নতুন যুগ শুরু হবে। কোয়ান্টাম আ্যলগরিদম তৈরি, মডেল উন্নয়ন এবং মূল্যায়নের কাজ করবেন এই বিশ্লেষকরা। পদার্থ বিজ্ঞান পড়া শিক্ষার্থীদের জন্য এটি দারুন সুযোগ। বেতন হতে পারে ৪০ লক্ষ থেকে ৮৫ লক্ষ।

বায়োটেকনোলজি গবেষক

জীব বিজ্ঞান বায়ো কেমিস্ট্রি বা বায়োমেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং পড়া শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি গবেষণা ভবিষ্যতের সেরা ক্ষেত্রগুলির একটি। কৃষি পরিবেশ থেকে শুরু করে ওষুধ শিল্প সব ক্ষেত্রে এর চাহিদা থাকবে। বার্ষিক বেতন হতে পারে ৪০ লক্ষ থেকে ৮৫ লক্ষ।

আরও পড়ুন: বাংলার প্রাণকেন্দ্রে দেবী উৎসবের জাঁকজমক কেমন?

ফিনটেক বিশেষজ্ঞ

অর্থ প্রযুক্তির সমন্বয়ে ফিনটেক বর্তমানে দ্রুত বাড়ছে। ডিজিটাল ব্যাংকিং পেমেন্ট সিস্টেম অ্যালগরিদমিক ট্রেডিং বা আর্থিক ডেটা নিরাপত্তা ব্যবস্থাকে পেশাদার মূল ভূমিকা নেবেন। এই ক্ষেত্রে বার্ষিক বেতন ও ৪০ লক্ষ থেকে ৮৫ লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে।

২০৫০ সালের ভারত বদলে যাবে সম্পূর্ণভাবে। AI রোবটিক্স ,কোয়ান্টাম কম্পিউটিং, ফিনটেক এইসব ক্ষেত্র গড়ে তুলবে আগামী দিনের অর্থনীতি। যারা এখন থেকেই সঠিক কোষ বেছে নেবেন, তাদের জন্য এই পেশাগুলি হতে পারে কোটি টাকার বেতনের দ্বার। তাই প্রচলিত ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর বাইরে বেরিয়ে নতুন ক্ষেত্রের দিকে নজর দেওয়ার সময় এখনই।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment